২০২০ সালের সেপ্টেম্বর মাসে ভারতে নিষিদ্ধ হয়েছিল পাবজি মোবাইল গেম। এর পর থেকে একাধিকবার শোনা গিয়েছে যে, পাবজি ভারতে ফিরছে। তবে আদতে এই গেম পুনরায় ভারতে রিলিজ হয়নি। তবে সম্প্রতি এই রয়্যাল গেম নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে এসছে। সূত্রের খবর, ভারতের অন্যতম বড় গেমিং কনটেন্ট ক্রিয়েটর Dynamo- র একটি পোস্ট ঘিরেই শুরু হয়েছে জল্পনা।
অদ্ভুত ওই পোস্টে Dynamo জানিয়েছে, ‘দু’ সংখ্যার কোনও মাসে নাকি রিলিজ হবে পাবজি গেম। আর গেম রিলিজের তারিখ হবে এক ডিজিট। কিন্তু কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানায়নি ওই গেমিং কনটেন্ট ক্রিয়েটর। যদিও Dynamo- র এই পোস্ট নিয়ে জল্পনা শুরু হলেও পাবজি গেমের নির্মাতা দক্ষিণ কোরিয়ার সংস্থা ক্র্যাফটন এখনও এ ব্যাপারে কিছুই জানায়নি। তবে মাঝে শোনা গিয়েছিল যে, ভারতে পাবজি ফেরানোর জন্য মরিয়া হয়ে উঠেছে ক্র্যাফটন। ভারত সরকারের সঙ্গে আলোচনাও নাকি শুরু করেছে তারা। তবে বরফ গলেছে কিনা তা অবশ্য জানা যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষের পরই একগুচ্ছ চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। সেই তালিকাতেই ছিল জনপ্রিয় ভিডিয়ো গেম পাবজি। তবে এর মাঝে একবার শোনা গিয়েছিল যে, ভারত সরকার নাকি ছাড় দিয়েছেন পাবজি রি-রিলিজের ক্ষেত্রে। Luv Sharma (GodNixon Gaming)- জনপ্রিয় PUBG Mobile কনটেন্ট ক্রিয়েটর সম্প্রতি তাঁর ইউটিউবের একটি ভিডিয়োতে এই তথ্য শেয়ার করেন। Abhijeet “Ghatak” Andhare নামের একটি টুইটার হ্যান্ডেল থেকেও এই তথ্য প্রকাশ করা হয়েছিল।
আরও পড়ুন- রিলিজ হবে না ‘লর্ড অফ দ্য রিংস’- এর গেম, জানিয়ে দিল অ্যামাজন গেম স্টুডিও
এবার Dynamo- র তরফেও এই একই কথা বলা হয়েছে। তবে আদৌ ক্র্যাফটন কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার ফলে কোনও সমাধান সূত্র বেরিয়েছে কিনা তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।