Tv9 বাংলা ডিজিটাল: ভারত-চীন বিবাদ। কেন্দ্র সরকারের বড় কোপ চিনা অ্যাপে। তারপর থেকেই PUBG গত হয়েছে। তবে থেকে ভারতীয় পাবজিলাভার্সদের মুখ ভার। খাওয়াদাওয়া করছে না। না মন রয়েছে কিছুতে। শুধু চুপচাপ বসে আছে এক মনে এমন ট্রেলারও রিলিজ করেছিল সংস্থা।
তবে বেশ চমকে দিয়েই আজ রাত থেকে এ দেশে চালু হচ্ছে পাবজি।
সূত্রের খবর, পাবজি ইন্ডিয়া বিজয়ীদের হাতে তুলে দেবে ছয় কোটি টাকা! আর টায়ার-১ টিমের জন্য থাকছে ৪০হাজার থেকে ২ লক্ষ!
6 crores first prize for pubg tournament! Surprised?! Min salary 40k-2L for tier 1 teams to huge prizepools which increases every season. “ESPORTS” the beginning of a new era. This is the perfect time to try your hand in esports #GamersUnite
— Abhijeet Andhare (@TSMentGHATAK) November 20, 2020
আরও পড়ুন আবার ভারতে ফিরছে ‘পাবজি’
তবে এক সমস্যার কথা গেমারদের থেকে উঠে আসছে। তারা পুরনো অ্যাকাউন্ট ফেরত পাওয়ার কোনও সুযোগ কি আদৌ থাকছে? যা জানা যাচ্ছে তা হল, ভারতীয় পাবজি গেমাররা তাদের পুরনো অ্যাকাউন্ট ফিরে পাবেন।পাবজি স্কিন, পুরনো অ্যাপ থেকে টুল যা ছিল তা দিয়েই নতুন পাবজিতে এনট্রি নিতে পারবেন। সংস্থা জানিয়েছে, একেবারে নতুন মোড়কে আসতে চলেছে পাবজি।