BGMI 2.9 Update: রণবীর সিং এখন BGMI-এর চরিত্র! আপডেট করে নিলেই বলি তারকার সঙ্গে খেলা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 05, 2023 | 2:26 PM

BGMI 2.9 আপডেটটি একাধিক নতুন কনটেন্টও নিয়ে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল রণবীর সিং ডিসকভারি ইভেন্ট, দ্য রণবীর সিং ক্রেট অ্যান্ড প্লে অ্যান্ড উইন ইভেন্ট, আরএস ডার্ক স্টিলধ এবং আরএস সোয়্যাগি বাবার মধ্যে 3D অবতারগুলি বেছে নিতে পারবেন। Krafton-এর তরফ থেকে বলা হয়েছে, এই আপডেটটি ক্যারেক্টারগুলির স্কিনের সঙ্গে তারকার গুরুত্বও তুলে ধরার চেষ্টা করেছিল।

BGMI 2.9 Update: রণবীর সিং এখন BGMI-এর চরিত্র! আপডেট করে নিলেই বলি তারকার সঙ্গে খেলা
রণবীর সিং যখন BGMI ক্যারেক্টার!

Follow Us

ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বা BGMI ডেভেলপার Krafton তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন আপডেট রোলআউট করেছে। সেই আপডেটের পরেই বিজিএমআই গেমে জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর সিং একটি চরিত্র হিসেবে হাজির হয়েছেন। অর্থাৎ BGMI-এর লেটেস্ট আপডেটটি করে নিলে গেমাররা রণবীর সিংকে প্লেবল ক্যারেক্টার হিসেবে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি সংস্থাটি গেমের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও রণবীর সিংকেই বেছে নিয়েছে।

BGMI 2.9 আপডেটটি একাধিক নতুন কনটেন্টও নিয়ে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল রণবীর সিং ডিসকভারি ইভেন্ট, দ্য রণবীর সিং ক্রেট অ্যান্ড প্লে অ্যান্ড উইন ইভেন্ট, আরএস ডার্ক স্টিলধ এবং আরএস সোয়্যাগি বাবার মধ্যে 3D অবতারগুলি বেছে নিতে পারবেন। Krafton-এর তরফ থেকে বলা হয়েছে, এই আপডেটটি ক্যারেক্টারগুলির স্কিনের সঙ্গে তারকার গুরুত্বও তুলে ধরার চেষ্টা করেছিল।

শুধু তাই নয়। এই আপডেটের ফলে BGMI গেমে একটি বিশেষ ভয়েস প্যাকও যুক্ত করা হয়েছে। সেই সঙ্গেই আবার আপডেটের ফলে একাধিক নতুন ইমোটসও হাজির হয়েছে যেমন, সোয়্যাগস্টার গ্রুভ, সোয়্যাগস্টার তথড, সোয়্যাগস্টার সেওয়াত এবং সোয়্যাগস্টার টুইর্ল। আর এগুলির সবই অভিনেতার জনপ্রিয় ডান্স মুভগুলির দ্বারা অনুপ্রাণিত।

এদিকে আবার আরএস ক্রেটে নতুন কিছু আইটেমও যোগ করা হয়েছে যেমন, আরএস সোয়্যাগি বাগি, আরএস ফুরি M249 গান স্কিন, আরএস ধামাকা গ্রেনেড স্কিন, আরএস প্যান-চো প্যান স্কিন এবং একাধিক স্পেশ্যাল গিফ্টস ও অর্ন্যামেন্টস। যদিও এই ক্রেটগুলি থেকে ওপেনিং এবং ড্রয়িং রিওয়ার্ডসের জন্য গেমারদের 30UC (প্রথম ক্রেটের জন্য) খরচ করতে হবে। পরবর্তীতে প্রত্যেকটি ক্রেটের দাম হবে 60 UC।

BGMI 2.9 আপডেট কিছু নতুন লোকেশনও যোগ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ‘স্নোয়ি ভিলেজ’। তুষারাবৃত এই গ্রামে কিছু রেইনডিয়ার থাকছে, যাতে গেমাররা চড়তে পারবেন এবং হাই-স্পিড স্নো রেইলসও থাকছে। এছাড়া থাকছে একটি টু-স্টোরিড বিল্ডিং, যার নাম স্কাল্পচার প্ল্যাকজ়া এবং একটি অস্ত্র, যার নাম স্নোবল ব্লাস্টার্স। লেটেস্ট আপডেটের আর একটি আকর্ষণীয় বিষয় হল, নতুন নতুন গাড়ির মডেল দেখতে পাবেন গেমাররা। তার জন্য জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা Pagani-র সঙ্গে জুটি বেঁধেছে Krafton।

Next Article