বাজারে হাজির Realme Narzo N53 আর Nokia C32, 10 হাজারের কমে সেরা কোন ফোন?
Realme Narzo N53 Price: দু'টি ফোনই একে অপরের থেকে অনেক ক্ষেত্রে আলাদা। চলুন দেখে নেওয়া যাক Realme Narzo N53 এবং Nokia C32 এর মধ্যে কোন ফোনটি সেরা?
Realme Narzo N53 vs Nokia C32: HMD Global সম্প্রতি ভারতে তাদের বাজেট ফোন Nokia C32 লঞ্চ করেছে। কম দামের সেগমেন্টে এই ফোনটিকে বাজারে আনা হয়েছে। Nokia C32-এ 50-মেগাপিক্সেল AI ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি Realme Narzo N53-এর সঙ্গে দৌড়ে যুক্ত হয়েছে। কিন্তু কে কাকে টেক্কা দেয়, এখন সেটাই দেখার। Realme Narzo N53-এ 50-মেগাপিক্সেল AI ক্যামেরা সেটআপও রয়েছে। Realme Narzo N53 এবং Nokia C32 ফোনের দাম 10,000 টাকার কম। কিন্তু দু’টি ফোনই একে অপরের থেকে অনেক ক্ষেত্রে আলাদা। চলুন দেখে নেওয়া যাক Realme Narzo N53 এবং Nokia C32 এর মধ্যে কোন ফোনটি সেরা?
দামের মধ্যে কতটা পার্থক্য আছে?
Nokia C32 পিঙ্ক, চারকোল এবং মিন্ট কালার অপশনে পেয়ে যাবেন। ফোনে দু’টি স্টোরেজ অপশন রয়েছে। এর 4GB + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 8,999 টাকা, যেখানে 4GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 9,499 টাকা। আর Realme Narzo N53 ফেদার ব্ল্যাক এবং ফেদার গোল্ড রঙে কিনতে পারবেন। Realme Narzo N53-এর 64GB স্টোরেজ সহ 4GB RAM-এর জন্য 8,999 টাকা এবং 128GB স্টোরেজ সহ 6GB RAM-এর দাম 10,999 টাকা।
স্পেসিফিকেশনের দিক থেকে কে এগিয়ে?
Nokia C32-এ একটি 6.55-ইঞ্চি কার্ভড ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1600X700 পিক্সেল। ফোনের Android 13 পেয়ে যাবেন। ফোনটিতে রয়েছে 1.6 গিগাহার্টজ অক্টা-কোর চিপসেট, 4 জিবি RAM-এর সাপোর্ট। Realme Narzo N53-এ 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.74-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটিতে Unisoc T612 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 6 GB RAM এবং 128 GB স্টোরেজ রয়েছে। ফোনটিতে একটি মিনি ক্যাপসুলও রয়েছে।
কার ক্যামেরা বেশি ভাল?
Nokia C32-এ ডুয়াল রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন। ফোনের প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের, যা AI সাপোর্ট করে। সেকেন্ডারি ক্যামেরা 2 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে। ফোনে সেলফি তোলার জন্য একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।
Realme Narzo N53-এ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার মধ্যে প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল। AI সাপোর্ট করে। সামনে একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা পাবেন।
ব্যাটারির দিক থেকে কে এগিয়ে?
Realme Narzo N53 33W SuperVOOC ফাস্ট চার্জিং সহ একটি 5000mAh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। মাত্র 30 মিনিটেই ফোনটি 0-50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়। Nokia C32 10W চার্জিং সাপোর্ট সহ একটি 5,000mAh ব্যাটারি ইউনিট প্যাক রয়েছে।