আসছে রেডমির স্মার্ট টিভি, ‘এক্সএল এক্সিপিরিয়েন্স’ পাবেন গ্রাহকরা, জেনে নিন সম্ভাব্য ফিচার

Sohini chakrabarty |

Mar 12, 2021 | 3:14 PM

এই স্মার্ট টিভিতে থাকবে 24W- এর ডুয়াল স্পিকার। সেই সঙ্গে রেডমি- র এই 4K TV- তে HDR সাপোর্ট থাকবে সেটা স্পষ্ট হয়েছে।

আসছে রেডমির স্মার্ট টিভি, এক্সএল এক্সিপিরিয়েন্স পাবেন গ্রাহকরা, জেনে নিন সম্ভাব্য ফিচার
২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ থাকবে রেডমি- র নতুন স্মার্ট টিভিতে।

Follow Us

স্মার্ট টিভি লঞ্চ করতে চলেছে শাওমি। আগামী ১৭ মার্চ ভারতে লঞ্চ হবে রেডমি- র এই স্মার্ট টিভি। সংস্থার তরফে দাবি করা হয়েছে, তাদের টেলিভিশন গ্রেহকদের ‘এক্সএল এক্সিপিরিয়েন্স’ দেবে। রেডমি- র এই স্মার্ট টিভিতে থাকবে বিগ স্ক্রিন ভ্যারিয়েন্ট, যেমন- 4K HDR স্ক্রিন। বৃহস্পতিবার এই টিভি সিরিজের বেশ কিছু ফিচার প্রকাশ্যে এনেছেন শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মনু কুমার জৈন।

বলা হচ্ছে, ভারতে এই প্রথম এমন কোনও বিগ স্ক্রিন টিভি লঞ্চ হতে চলেছে যা স্বপ্নপূরণের এক অন্যতম নিদর্শন হবে।এর আগে ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছিল Mi QLED TV 4K। এই টিভির সিঙ্গল ৫৫ ইঞ্চি ভ্যারিয়েন্টের দাম ছিল ৫৪,৯৯৯ টাকা। মনে করা হচ্ছে, রেডমি স্মার্ট টিভির নতুন মডেলও ৫৫ ইঞ্চি এবং তার থেকে বেশি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ভারতে। এছাড়াও এই টিভিতে থাকতে পারে ডলবি ভিশন, HDR10+ এবং Vivid Picture Engine- এর সাপোর্ট। রেডমি- র এই 4K TV- তে HDR সাপোর্ট থাকবে সেটা স্পষ্ট হয়েছে।

আরও পড়ুন- টুইটারে আপলোড করা যাবে হাই রেসোলিউশনের ছবি, চালু হচ্ছে আনডু বটন

সম্ভাব্য ফিচার-

১। অনুমান করা হচ্ছে শাওমি- র এই নতুন টিভি Redmi MAX TV, যা চিনে লঞ্চ হয়েছিল, সেই মডেলের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ভার্সান।

২। Redmi TV XL- এ থাকতে পারে quad-core Cortex-A53 বেসড একটি সিপিইউ। সেই সঙ্গে থাকবে Mali-G52 MC1 GPU।

৩। ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ থাকবে রেডমি- র নতুন স্মার্ট টিভিতে।

৪। কানেকটিভিটি অপশনের ক্ষেত্রে থাকতে পারে তিনটি HDMI পোর্ট, দু’টি ইউএসবি পোর্ট, একটি S/PDIF পোর্ট এবং একটি ethernet jack। এছাড়াও এই স্মার্ট টিভিতে থাকবে 24W- এর ডুয়াল স্পিকার।

Next Article