টুইটারে আপলোড করা যাবে হাই রেসোলিউশনের ছবি, চালু হচ্ছে আনডু বটন

টুইটারে আপলোড করা যাবে 4k ইমেজ। ছবির সাইজ ছোট হওয়ার, কোয়ালিটি খারাপ হওয়ার কিংবা কেটে বা ক্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।

টুইটারে আপলোড করা যাবে হাই রেসোলিউশনের ছবি, চালু হচ্ছে আনডু বটন
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Mar 12, 2021 | 2:26 PM

টুইটারে আসছে অসংখ্য নতুন ফিচার। ইতিমধ্যেই কাজ শুরু করেছেন কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে এবার থেকে হাই কোয়ালিটির ছবি পোস্ট করা যাবে টুইটারে। শুধু আপলোড নয়, ভালভাবে দেখাও যাবে 4K ইমেজ। ছবির পাশাপাশি ভিডিয়োর কোয়ালিটিতেও বদল আসবে।

অ্যানড্রয়েড এবং আইওএস, দুই ভার্সানেই চালু হবে টুইটারের এই নতুন ফিচার। এই সুবিধা পেতে গেলে ইউজারদের ‘High-quality images’ এই অপশন বেছে নিতে হবে। প্রথমে নিজের টুইটার হ্যান্ডেলের ‘Settings & Privacy’ অপশনে যান। সেখানে গিয়ে ‘Data usage’ অপশনে ক্লিক করতে হবে। সাধারণ ‘হাই-কোয়ালিটি ইমেজ’ আপলোড করার ক্ষেত্রে ওয়াই-ফাই বা মোবাইল ডেটা যাই লাগুক না কেন, ডিফল্ট হিসেবে ‘নেভার’ অপশন সেট করা থাকে। সেটাই বদলে ইউজারদের ‘হাই-কোয়ালিটি ইমেজ’ অপশন বেছে নিতে হবে।

আরও পড়ুন- বন্ধুর আইডি-পাসওয়ার্ডে নেটফ্লিক্স দেখেন? শেষ হতে চলেছে সুখের দিন

এর পরই হাই রেসোলিউশনের ভাল ঝকঝকে ছবি আপলোড করতে পারবেন ইউজাররা। শুধু তাই নয়, ইমেজের স্ট্যান্ডার্ড সাইজ এবং রেসিও অনুযায়ী টুইটে আপলোড হবে ছবি। ছবি ছোট হওয়ার, কোয়ালিটি খারাপ হওয়ার কিংবা কেটে বা ক্রপ হওয়ার সম্ভাবনা নেই। ঝলঝকে ছবি আপলোড করা হলে, তেমনটাই দেখা যাবে টুইটে।

হাই কোয়ালিটি ইমেজ আপলোডের পাশাপাশি আরও একটা নতুন ফিচার পাবেন টুইটারিয়ানরা। খুব তাড়াতাড়ি চালু হবে ‘আনডু’ বটন’। যার সাহায্যে কোনও পোস্ট টুইট করার ঠিক আগের মুহূর্তে আপনি ভাবার জন্য সময় পাবেন যে আদৌ সেই টুইট পোস্ট করবেন নাকি মুছে ফেলবেন। এমনকি ‘সেন্ড’ বটনে ক্লিক করার পরও সেই টুইট রিট্র্যাক্ট বা কারেক্ট করার সুযোগ পাবেন ইউজাররা। অর্থাৎ টুইট লাইভ হওয়ার আগে যা যা করণীয় সেই সবকিছুই করে নিতে পারবেন ইউজাররা।

গতবছর নভেম্বর মাসে ‘ফ্লিটস’ বলে একটি ফিচার চালু করেছিল টুইটার। এটা অনেকটা ইনস্টাগ্রাম স্টোরির মতো। টুইটের ফ্লিটসের ক্ষেত্রেও কমেন্ট এবং রিঅ্যাকশন আসে। ইনস্টাগ্রামের মতোই এবার সেইসব কমেন্ট-রিঅ্যাকশন রেস্ট্রিক্ট করে ডিরেক্ট মেসেজ বা ডিএম অপশনে আনার সুযোগ পাবেন ইউজাররা। আইওএস ভার্সানে খুব তাড়াতাড়ি এই ফিচারের রোলিং আউট শুরু হবে। অ্যানড্রয়েড ইউজারদের ক্ষেত্রে ফ্লিট বটনের পাশেই থাকবে একটি অ্যারো। সেখানে ক্লিক করলে ‘Allow Direct Messages’ অপশন চালু হয়ে যাবে।

ফ্লিটের জন্য আলাদা করে ইমোজি এবং স্টিকারও লঞ্চ করতে চলেছে টুইটার। ফলে ফ্লিটসে ছবি বা ভিডিয়ো পোস্ট করলে, সেখানে এই ইমোজি এবং স্টিকার ব্যবহার করতে পারবেন ইউজাররা। প্রথমে এই ফ্লিট অপশন চালু হয়েছিল ব্রাজিলে। তারপর ভারতে এই ফিচার চালু করেছেন টুইটার কর্তৃপক্ষ।