Reliance Jio New Plan: এবার বাস ভাড়ার থেকেও কমে সারাদিনের আনলিমিটেড ভয়েস কল ও ডেটা
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Dec 24, 2022 | 2:12 PM
Reliance Jio Offers: আর আপনাকে প্রতি মাসে রিচার্জ করতে হবে না। বছরে চারবার রিচার্জ করলেই হবে। অর্থাৎ এই প্ল্যানের বৈধতা 90 দিন বা তিন মাসের জন্য় থাকবে।
1 / 6
Jio এক নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই প্ল্যানটিতে আপনাকে প্রতি মাসে রিচার্জ করতে হবে না। বছরে চারবার রিচার্জ করলেই হবে। অর্থাৎ এই প্ল্যানের বৈধতা 90 দিন বা তিন মাসের জন্য় থাকবে। তার জন্য় আপনাকে মাত্র 749 টাকা খরচ করতে হবে। এতদিন যেখানে কেবল 84 দিনের প্ল্যান ছিল, এবার সেখানে আনা হল একেবারে 90 দিনের একটি প্ল্যান।
2 / 6
এবার দেখা যাক কোন কোন সুবিধা পাবেন এই প্ল্যানে? Jio 749 টাকার প্রিপেইড প্ল্যানের বৈধতা 90 দিনের। এখানে জিও তাদের গ্রাহকদের মোট 108 GB ডেটা অফার করছে। অর্থাৎ রোজ 2 GB করে ডেটা পাবেন। দৈনিক সীমা পেরিয়ে গেলেও আপনি ডেটা ব্যবহার করতে পারবেন, কিন্তু তখন স্পিড কমে যাবে। মাত্র 64 KBPS হয়ে যাবে ইন্টারনেটের স্পিড।
3 / 6
এখানে গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড কল করার সুবিধা। এছাড়া দৈনিক 100টা করে মেসেজ পাঠানোর সুযোগ। বিভিন্ন Jio অ্যাপস যেমন Jio Cloud, Jio Tv, Jio Cinema, ইত্যাদির ফ্রি অ্যাকসেস তো পেয়ে যাবেনই।
4 / 6
আপনি যদি এমন শহরে থাকেন যেখানে Jio 5G উপলব্ধ হয়ে গিয়েছে, তাহলে এই প্ল্যান রিচার্জ করলে Jio 5G Welcome Offer এর সুবিধা পেয়ে যাবেন। যাঁরা 5G ফোন ব্যবহার করে থাকেন তাঁরা এই সুবিধা পেতেই পারেন।
5 / 6
Jio-এর 719 টাকা দামের একটি প্রিপেইড প্ল্যান আছে। সেই প্ল্যানে 168GB ডেটাসহ 84 দিনের প্ল্যানের বৈধতা রয়েছে। একই রকম আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টি করে এসএমএস এবং জিও অ্যাপসের সুবিধা পাবেন। এই প্ল্যানটিও জিও ওয়েলকাম প্ল্যানের আওতায় আসে।
6 / 6
জিও-র প্রতিদ্বন্দ্বী টেলিকম অপারেটর এয়ারটেলও ৮৪ দিনের প্ল্যানের সুবিধাসহ ৭১৯ টাকার প্রিপেইড প্ল্যানে অফার দিচ্ছে। তবে এখানে মিলবে 1.5 GB করে ডেটা, সঙ্গে আনলিমিটেড কল। রোজ 100টা মেসেজ পাঠানোর সুবিধা থাকছে। এছাড়াও বিনামূল্যে Xtream App ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।