T20 World Cup শুরু হয়েছে গত 16 অক্টোবর থেকে, যা চলবে 13 নভেম্বর পর্যন্ত। অস্ট্রেলিয়ায় এবার ICC T20 বিশ্বকাপের আসর বসেছে। আর এই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ দেখা যাচ্ছে OTT প্ল্যাটফর্ম Disney+ Hotstar-এ। অনেকের কাছেই এই ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নেই। বাড়তি খরচের ভয়ে পিছ পা হয়ে যান অনেকে। কিন্তু আপনার কাছে যদি Reliance Jio সিম থাকে, তাহলে চিন্তার কোনও কারণ নেই। কারণ, রিলায়েন্স জিও-র ঝুলিতে এমন অনেক প্রিপেড প্ল্যান রয়েছে, যেগুলি রিচার্জ করলেই আপনি সম্পূর্ণ বিনামূল্যে Disney+ Hotstar সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন এবং সর্বোপরি IPL এর প্রতিটা দেখতে পারবেন। তবে এই প্ল্যান দুটি MyJio অ্যাপ এবং Jio ওয়েবসাইট থেকেই উপলব্ধ।
জেনে রাখা জরুরি যে, রিলায়েন্স জিও অক্টোবরের শুরুতেই একাধিক এমন প্ল্যান বন্ধ করেছে যেগুলি বিনামূল্যে Disney+ Hotstar সাবস্ক্রিপশন অফার করত। এই মুহূর্তে Reliance Jio-র ঝুলিতে দুটি প্রিপেড প্যাক রয়েছে, যেগুলি এই OTT অ্যাপের সাবস্ক্রিপশন অফার করে। প্ল্যান দুটি রিচার্জ করতে Jio গ্রাহকদের যথাক্রমে 1,499 টাকা ও 4,199 টাকা খরচ করতে হবে। একনজরে এই দুই প্ল্যানের বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
Jio 1,499 টাকার প্রিপেড প্ল্যান
এই প্ল্যানটি কেবল মাত্র MyJio অ্যাপ থেকেই রিচার্জের জন্য উপলব্ধ। প্ল্যানটিতে প্রতিদিন 2GB করে মোবাইল ডেটা পেয়ে যাবেন ব্যবহারকারীরা। প্রিপেড প্যাকটির ভ্যালিডিটি 84 দিন। জিওটিভি, জিওসিকিওরিটি এবং জিওসিনেমা ছাড়াও ব্যবহারকারীরা এই প্ল্যানে Disney+ Hotstar প্ল্যাটফর্ম সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্য অফারের মধ্যে রয়েছে প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 100 SMS পাঠানোর মতো চমৎকার অফার। তার থেকেও বড় কথা হল হাই-স্পিড ডেটা অফার করে প্ল্যানটি। তবে প্ল্যানের 168GB সমগ্র ডেটা আপনি একবার শেষ করে ফেললে ইন্টারনেট স্পিড 64Kbps-এ নেমে যাবে।
Jio 4,199 টাকার প্রিপেড প্ল্যান
রিলায়েন্স জিও-র এই প্রিপেড প্ল্যানটির ভ্যালিডিটি 365 দিন বা এক বছর। আর সেই এক বছরের জন্যই প্ল্যানটিতে বিনামূল্যে Disney+ Hotstar সাবস্ক্রিপশনের অফার পেয়ে যাবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গেই আবার রয়েছে জিওটিভি, জিওসিনেমা, জিওক্লাউড এবং জিওসিকিওরিটির ফ্রি সাবস্ক্রিপশন অফার। আর একটা আকর্ষণীয় অফার রয়েছে এই প্ল্যানে। তা হল, প্রতিদিন 3GB করে হাই-স্পিড ডেটা ব্যবহার করা যাবে এই প্ল্যানে। পাশাপাশি রয়েছে প্রতিদিন 100টি করে SMS এবং আনলিমিটেড ভয়েস কলিং বেনিফিট। MyJio অ্যাপ এবং জিও ওয়েবসাইট দুই প্ল্যাটফর্ম থেকেই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন কাস্টমাররা।
Jio প্ল্যানে Disney+ Hotstar প্রিমিয়াম বার্ষিক সাবস্ক্রিপশন সক্রিয় করবেন কীভাবে
1) প্রথমেই চলে যান এই সাইটে।
2) Jio নম্বর দিয়ে সাইন ইন করুন এবং OTP দিয়ে দিন।
3) এবার ইউনিক Disney+ Hotstar প্রিমিয়াম কোডটি দিয়ে দিন আপনার মাইজিও অ্যাকাউন্ট থেকে।
4) নিশ্চিত করুন এবং আপনার সাবস্ক্রিপশন সক্রিয় হয়ে যাবে।