AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Reliance Jio: সব রিচার্জ প্ল্যান থেকে অত্যন্ত জরুরি এই পরিষেবা সরিয়ে দিল Jio

Reliance Jio News: রিচার্জ প্ল্যানের জন্য তো বটেই, আবার স্বতন্ত্র একটি অ্যাপ হিসেবেও অনেকের কাছে খুব উপকারী হিসেবে বিবেচিত হয়েছে পরিষেবাটি। কিন্তু গুগল প্লে স্টোর থেকেও অ্যাপটিকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এই অ্যাপটি এখনও অ্যাপল অ্যাপ স্টোরে রয়ে গিয়েছে। কিন্তু কী কারণে তা জানা যায়নি।

Reliance Jio: সব রিচার্জ প্ল্যান থেকে অত্যন্ত জরুরি এই পরিষেবা সরিয়ে দিল Jio
জরুরি পরিষেবা সরিয়ে দিল জিও।
| Edited By: | Updated on: Jul 07, 2023 | 1:44 PM
Share

Reliance Jio এই মুহূর্তে দেশের সবথেকে বড় টেলিকম প্লেয়ার। তাদের সমস্ত প্রিপেড এবং পোস্টপেড প্ল্যান থেকে অত্যন্ত জরুরি একটি পরিষেবা সরিয়ে দিল। সেই পরিষেবার নাম JioSecurity, যা রিচার্জ প্ল্যানের জন্য তো বটেই, আবার স্বতন্ত্র একটি অ্যাপ হিসেবেও অনেকের কাছে খুব উপকারী হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু গুগল প্লে স্টোর থেকেও অ্যাপটিকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এই জিও সিকিওরিটি অ্যাপটি এখনও অ্যাপল অ্যাপ স্টোরে রয়ে গিয়েছে। কিন্তু কী কারণে তা জানা যায়নি। তবে, অ্যাপল অ্যাপ স্টোর থেকেও জিও সিকিওরিটি অ্যাপটি সরিয়ে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে।

যদিও JioSecurity অ্যাপটি কনজ়িউমারদের মধ্যে সে ভাবে জনপ্রিয়তা পায়নি। বেশিরভাগ প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের সঙ্গেই এই পরিষেবাটি অতিরিক্ত বেনিফিট হিসেবে অফার করা হত। কেবল Jio SIM ব্যবহারকারীদেরই অফার করা হত পরিষেবাটি। অ্যাপল অ্যাপ স্টোরে এই JioSecurity-র ডেসক্রিপশনে লেখা হয়েছে, সাইবার হানা এবং অনলাইন স্ক্যামিংয়ের বিরুদ্ধে এই অ্যাপটি সাধারণ মানুষকে সুরক্ষা দিতে সাহায্য করবে। সেখানে এ-ও উল্লেখ করা হয়েছে, অ্যাপটির পাওয়ারের কাজ করছে Norton এবং এটি iPhone ও iPad-এর জন্যও অত্যন্ত সুরক্ষিত।

এখন কী কারণে এই অ্যাপটি সরিয়ে দেওয়া হল? ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ Reliance Jio-র একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। আপনি কখনও অসুরক্ষিত Wi-Fi নেটওয়ার্কে কানেক্ট করলে আপনাকে সে বিষয়ে জানিয়ে দিত JioSecurity। পাশাপাশি আপনি যদি এমন কোনও নেটওয়ার্কে কানেক্ট করেন এবং তাতে সাইবার হানার ঝুঁকি থাকলেও আগেভাগে আপনাকে সতর্ক করে দেওয়ার কাজ করেছে এই জিও সিকিওরিটি অ্যাপ। সব মিলিয়ে এই সিকিওরিটি অ্যাপটি আপনার সাইবার নিরাপত্তার কাজ করে এসেছে। এখন গ্রাহকরা কতটা সুবিধা পেয়েছেন, তা নিয়ে সত্যিই প্রশ্ন রয়েছে।

শুধু তাই নয়। এই সিকিওরিটি প্ল্যাটফর্মটি বিভিন্ন ওয়েবসাইটে স্ক্যাম বা বিপজ্জনক লিঙ্ক সম্পর্কেও সতর্ক করেছে। Reliance Jio-র ওয়েবসাইট থেকে ইতিমধ্যেই JioSecurity ওয়েবপেজটি সরিয়ে দেওয়া হয়েছে। তবে তা গ্রাহকদের জন্য সত্যিই সমস্যার কি না, গ্রাহকমহলে আদৌ প্রভাব পড়বে কি না, তা জানতে আমাদের এখনও অপেক্ষা করতে হবে।