Jio vs Airtel: একই খরচ, মাত্র 7 দিনে 11GB বেশি ডেটা দিয়ে এই প্ল্যানে Airtel-কে পিছনে ফেলল Jio

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 02, 2023 | 2:08 PM

Reliance Jio এবং Airtel দুই টেলিকম সংস্থার কাছেই 666 টাকার দুটি রিচার্জ প্ল্যান রয়েছে। দুই টেলকোই 1.5GB করে ডেটা, আনলিমিটেড কলিং সহ একাধিক অফার দেয় ব্যবহারকারীদের। Jio vs Airtel এই প্রতিযোগিতায় অতিরিক্ত অফারের দিক থেকে কে এগিয়ে?

Jio vs Airtel: একই খরচ, মাত্র 7 দিনে 11GB বেশি ডেটা দিয়ে এই প্ল্যানে Airtel-কে পিছনে ফেলল Jio
কার প্ল্যান সেরা?

Follow Us

Airtel vs Jio Recharge Plan: রিচার্জ প্ল্যান নিয়ে টেলিকম কোম্পানিগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলেই আসছে বহু দিন ধরে। Jio যদি তার গ্রাহককুলের কথা ভেবে সস্তার দীর্ঘমেয়াদি প্ল্যান লঞ্চ করে, পরক্ষণেই Airtel তার ব্যবহারকারীদের জন্য ওই একই খরচে এমন কিছু প্ল্যান নিয়ে আসে, যার অফার প্রায় এক হলেও অতিরিক্ত ডেটা বা OTT-র অফার জুড়ে দেওয়া হয় তার সঙ্গে। Airtel, Jio এবং Vi-এর টক্কর এরকম ভাবেই দিনের পর দিন চলে আসছে, তাদের বিভিন্ন প্ল্যানের ভিত্তিতে। Vi এই প্রতিযোগিতায় সম্প্রতি একটু পিছিয়ে পড়েছে ঠিকই। তবে তিনটি টেলিকম সংস্থারই প্রাথমিক উদ্দেশ্য, ইউজারবেসকে ধরে রাখা। তারপরে যদি প্রতিযোগী টেলকোর একজন ব্যবহারকারী চলে আসে প্ল্যানের অফারে আকৃষ্ট হয়ে, তাহলেই বা মন্দ কী!

Jio এবং Airtel-এর ঝুলিতে এমনই কয়েকটি প্ল্যান রয়েছে, যাদের খরচ এক্কেবারে এক। অফারের ফিরিস্তিও প্রায় এক, ফারাক প্রায় উনিশ-বিশ বললেই চলে। সেরকমই একটি প্ল্যান হল 666 টাকার রিচার্জ প্যাক। Reliance Jio এবং Airtel দুই টেলিকম সংস্থার কাছেই 666 টাকার দুটি রিচার্জ প্ল্যান রয়েছে। দুই টেলকোই 1.5GB করে ডেটা, আনলিমিটেড কলিং সহ একাধিক অফার দেয় ব্যবহারকারীদের। Jio vs Airtel এই প্রতিযোগিতায় অতিরিক্ত অফারের দিক থেকে কে এগিয়ে, তার তুলনামূলক আলোচনা করে দেখে নেওয়া যাক।

Airtel 666 টাকার প্ল্যান

Airtel-এর এই প্ল্যানটি 77 দিনের জন্য বৈধ। প্ল্যানটিতে প্রতিদিন গ্রাহকদের 1.5GB ডেটা অফার করা হবে। দেশের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের অফার রয়েছে। তার সঙ্গে আবার থাকছে প্রতিটি 100টা করে SMS সম্পূর্ণ বিনামূল্যে পাঠানোর অফারও। এছাড়া অন্যান্য অফারের মধ্যে রয়েছে অ্যাপোলো 24|7 সার্কেলে, ফ্রি হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজিকের ফ্রি অ্যাক্সেস।

Jio 666 টাকার প্ল্যান

Reliance Jio তার এই রিচার্জ প্ল্যানে Airtel-এর থেকে বেশি বৈধতা অফার করছে। এই Jio প্ল্যান 84 দিনের জন্য ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। প্রতিদিন প্ল্যানটিতে 1.5GB করে ডেটা অফার করা হবে। অন্যান্য রিলায়েন্স জিও প্ল্যানের মতো এই প্যাকটিতেও যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টি ফ্রি SMS সম্পূর্ণ বিনামূল্যে পাঠানোর সুযোগ দেওয়া হচ্ছে কাস্টমারদের। একাধিক কমপ্লিমেন্টারি Jio App-ও অফার করা হচ্ছে, যে তালিকায় রয়েছে JioTV, JioCinema, JioCloud-এর মতো একাধিক অ্যাপ।

Jio vs Airtel: কার প্ল্যান সেরা

666 টাকার প্ল্যানের প্রতিযোগিতায় Airtel-এর থেকে একটা জায়গাতেই এগিয়ে রয়েছে Jio। এই প্ল্যানে Airtel যেখানে 77 দিনের মেয়াদের মোট 115.5GB ডেটা অফার করছে, ঠিক সেখানেই একই খরচে Jio 84 দিনের মেয়াদে ব্যবহারকারীদের 126GB ডেটা অফার করছে। অর্থাৎ 7 দিনের অতিরিক্ত ভ্যালিডিটিতে এয়ারটেলের তুলনায় Jio প্ল্যানে আপনি পেয়ে যাচ্ছেন 11GB অতিরিক্ত ডেটা।

Next Article