সবে মার্চ মাস, আর এখনই গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে এসি কোম্পানিগুলিও তাদের AC-র দাম বাড়াতে থাকে। আর বিগত কয়েক বছর ধরেই ভারতে 25 হাজার টাকার মধ্যে Split AC-র চাহিদা ব্যাপক পরিমাণে বেড়েছে।
নিশ্চয়ই ভাবছেন, 25 হাজার টাকার মধ্যে Split AC কিনলে তা আদৌ ঠিকভাবে চলবে তো? চিন্তার কোনও কারণ নেই, অবশ্যই চলবে। ভাবতীয় বাজারে অনেক দামের Split AC রয়েছে। কিন্তু আপনাকে 25 হাজার টাকার মধ্যে কয়েকটি Split AC সম্পর্কে জানানো হবে।
বিলিয়ন এসি145 (Billion AC145): বিলিয়নের এই 1.5 টনের এসির দাম মাত্র 21,999 টাকা। থ্রি স্টার রেটিংয়ের এই স্প্লিট এসির সম্পূর্ণ নাম, Billion AC145 1.5 Ton 3 Star Split Air Conditioner। এই এসিটিকে আপনি রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারবেন। ডাস্ট ও ভিটামিন ফিল্টার রয়েছে এই এয়ার কন্ডিশনারে। এই এসির মেইন ও আউটডোর ইউনিট কনডেনসর কয়েল অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে।
ভোল্টাস স্যাক 122 সিওয়াইএ (Voltas SAC 122 Cya): এই 1 টনের ভোল্টাস এয়ার কন্ডিশনারের দাম মাত্র 20,740 টাকা। এই এসির সম্পূর্ণ নাম, Voltas SAC 122 DYA 1 Ton 2 Star Split Air Conditioner। এই এসির মেইন এবং আউটডোর ইউনিট কনডেনসর কয়েল কপার দিয়ে তৈরি করা হয়েছে। এই স্প্লিট এসির সঙ্গে 1 বছরের প্রডাক্ট ওয়ারান্টি এবং 5 বছরের কম্প্রসরের ওয়ারান্টি পাওয়া যাবে।
MarQ 0.8 টন 3 স্টার স্প্লিট ইনভার্টার এসি (MarQ 3 Star Split Inverter AC): আপনি Flipkart-এর এই AC মডেলটি 21,490 টাকায় কিনতে পারবেন। এটি 2020 সালে চালু হয়েছিল। বাজারে এই মডেলটি 3 স্টার রেটিং সহ আসে। এতেও আপনি শুধুমাত্র তামার কনডেন্সার পাবেন। এতে অটো রিস্টার্টের সুবিধাও রয়েছে।
Whirlpool 1 Ton Split AC: এসি 3 স্টার রেটিং সহ আসে। এছাড়াও এতে অটো রিস্টার্ট, স্লিপ মোড, টার্বো কুল এর মত ফিচারগুলি রয়েছে। এছাড়া এতে R32 গ্যাস ব্যবহার করা হয়েছে। এই এসিতে 1 বছরের ওয়ারেন্টি এবং 5 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি পেয়ে যাবেন। এই এসিটির দাম 24,999 টাকা।
ডাইকিন 0.8 টন স্প্লিট এসি (Daikin 0.8 Ton Split AC): ডাইকিন 0.8 টন স্প্লিট এসিতে AC-তে 3 স্টার রেটিং রয়েছে। 25 হাজার টাকার মধ্য়ে এই এসিটিতে অনেক ফিচার রয়েছে। স্লিপ মোড সহ আরও অনেক ফিচার দেওয়া হয়েছে। এসিটি আপনি 24,649 টাকায় কিনতে পারবেন।