Affordable Earbuds: দামে বেশ সস্তা, 2500 টাকার কমে বাজারে একে অন্যকে টক্কর দিচ্ছে এই 5 ইয়ারবাডস

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 25, 2023 | 11:50 AM

Best Earbuds: আপনাকে কিছু ইয়ারবাডের খোঁজ দেওয়া হবে, যা আপনি অনেক কম দামে কিনতে পারবেন। এমনকি শুধুই যে অনলাইনে কিনতে পারবেন, তা একেবারেই নয়। আপনি অফলাইনেও এই ইয়ারবাডগুলি কিনতে পারবেন।

Affordable Earbuds: দামে বেশ সস্তা, 2500 টাকার কমে বাজারে একে অন্যকে টক্কর দিচ্ছে এই 5 ইয়ারবাডস

Follow Us

বিগত কয়েক বছরে ইয়ারবাডের চাহিদা পিরাট বেড়েছে। তার আরও একটি বিশেষ কারণ হল বর্তমানে কোম্পানিগুলি অনেক ডিভাইসে একেবারেই অডিয়ো জ্যাক দিচ্ছে না, যার কারণে একমাত্র সম্বল হচ্ছে ব্লুটুথ ইয়ারবাড বা হেডফোন। আপনাকে কিছু ইয়ারবাডের খোঁজ দেওয়া হবে, যা আপনি অনেক কম দামে কিনতে পারবেন। এমনকি শুধুই যে অনলাইনে কিনতে পারবেন, তা একেবারেই নয়। আপনি অফলাইনেও এই ইয়ারবাডগুলি কিনতে পারবেন। তাতে পারেন অসাধারণ অডিয়ো কোয়ালিটি, বাডের ডিজাইন এবং ব্যাটারি। তাই যারা অনেক দিন ধরে কেনার প্ল্যান করেও কিনে উঠতে পারেননি, তারা এখান থেকে নিজের পছন্দ মতো একটি ইয়ারবাড কিনে নিতেই পারেন।

Oppo Enco Air 2: এই ইয়ারবাডটি দেখতে হুবহু Apple AirPods এর মত। তাদের দাম 2,299 টাকা। কোম্পানির দাবি, এটি 24 ঘণ্টা একটানা চলে। অর্থাৎ আপনি একবার চার্জ দিয়ে এটিকে একটানা 24 ঘণ্টা চালাতে পারবেন। ইয়ারবাডের কেসটি গোল। কিন্তু এই ইয়ারবাডে আপনি ANC-এর মতো ফিচারটি পাবেন না। তবে কোম্পানির মতে অডিয়োর গুণমান দুর্দান্ত।

Flexnest Flexdubs: এটিতে ANC ফিচার রয়েছে। অর মানে আপনি যখন কথা বলবেন বা গান শুনবেন, বাইরের কোনও আওয়াজই আপনার কাছে আসবে না। এর ওজন খুব হালকা। কিন্তু আপনি এতে কোনও রকম অ্যাপের সাপোর্ট পাবেন না। তাই আপনি কাস্টমাইজ করতে পারবেন না। ইয়ারবাডের দাম 2,499 টাকা।

Redmi Buds 3 Lite: এতে আপনি 18 ঘন্টা প্লেব্যাক টাইম পাবেন। দাম 1,890 টাকা। এছাড়াও এর সব থেকে ভাল ফিচার হল আপনি এতে টাচ কন্ট্রোল পেয়ে যাবেন। অর্থাৎ এতে আপনি টাচের সাহায্যেই কল, গান সবকিছু কন্ট্রোল করতে পারবেন।

OnePlus Nord Buds: এতে আপনি 12.4mm টাইটানিয়াম ড্রাইভার পাবেন। এতে আপনি আল্ট্রা ফাস্ট চার্জিং এর সাপোর্ট পাবেন এবং মাত্র 10 মিনিট চার্জে 5 ঘন্টা চলতে পারে। এর দাম 2,499 টাকা। ইয়ারবাডটি IP55 রেটিং পেয়েছে।

JBL Wave 200: সাউন্ড সিস্টেমের দিক থেকে কোম্পানিটির নাম তালিকার প্রথম দিকে আছে বললে, একেবারেই ভুল কিছু বলা হবে না। আপনি এই ইয়ারবাডে ব্লুটুথ 5.0, ভয়েস সাপোর্ট, টাচ কন্ট্রোলের মতো দুর্দান্ত সব ফিচার পেয়ে যাবেন। ইয়ারবাড কেসে চার্জ করার জন্য একটি USB-C পোর্ট রয়েছে। JBL-এর ইয়ারবাডে 20 ঘন্টা প্লেব্যাক পেয়ে যাবেন। ভারতে এর দাম 2,499 টাকা।

Next Article