AC 3 Star vs 5 Star: 3 স্টার ও 5 স্টার AC-র মধ্যে পার্থক্য কী? কোনটা আপনার ইলেকট্রিক বিল বাঁচাবে?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 28, 2023 | 8:13 PM

AC কেনার সময় তো এসে গিয়েছে। এখন এসি কিনতে যাওয়ার আগে আপনি নিশ্চয়ই ভাবছেন, 3 Star নাকি 5 Star আপনার জন্য কোনটা ভাল হবে? কোনটা আপনার ইলেকট্রিক বিল বাঁচাবে, আর কোনটা কিনতে আপনার খরচ কম হবে, জেনে নিন সব তথ্য।

AC 3 Star vs 5 Star: 3 স্টার ও 5 স্টার AC-র মধ্যে পার্থক্য কী? কোনটা আপনার ইলেকট্রিক বিল বাঁচাবে?
AC রেটিং সংক্রান্ত সব তথ্য জেনে নিন।

Follow Us

AC Star Rating: এয়ার কন্ডিশনার এখন আর বিলাসিতা নয়। সাধারণ মানুষের প্রয়োজনীয়তা হিসেবে দেখা দিয়েছে। তার কারণ বিগত কয়েক মাসে দেশে যে হারে তাপমাত্র বেড়েছে, AC ছাড়া দু’দণ্ড টেকা দায়। এই এখনই দেখুন না। ফেব্রুয়ারি মাস সবে শেষ হতে চলল, কিন্তু এখনই গরমে হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে অনেকেই নতুন AC কেনার কথা ভাবতে শুরু করে দিয়েছেন। তবে AC কেনার আগে আপনার বেসিক কয়েকট জিনিস জেনে রাখা উচিত। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল AC- স্টার রেটিং, যা IEEE দ্বারা প্রদত্ত। মনে রাখবেন, AC Star Rating-এর উপরে নির্ভর করছে আপনার বিদ্যুৎ বিল। 3 Star বা 5 Star-এর মধ্যে আপনার জন্য কোনটা ভাল হবে, কোনটা বেশি করে আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় করবে, সেই সব কিছুই জেনে নেওয়া যাক।

3 স্টার নাকি 5 স্টার, কে বেশি শক্তি দক্ষ?

এয়ার কন্ডিশনার তৈরি করা হয় বিভিন্ন শক্তি দক্ষতার। আর AC-র সেই শক্তি দক্ষতার উপরে ভিত্তি করেই তাতে স্টার রেটিং দেওয়া হয়। একটা AC যত কম শক্তি ব্যবহার করবে, সেটি তত উচ্চ রেটিং পাবে। অর্থাৎ 5 স্টার AC কম শক্তি ব্যবহার করে। এই ধরনের এসি চালালে আপনার অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় হয় এবং ইলেকট্রিসিটি বিলও কম আসে। কিন্তু সবার পক্ষে 5 স্টার AC কেনা সম্ভব হয় না। কারণ, সেগুলি 3 স্টার AC-র থেকে অনেকটাই বেশি দামি হয়।

5 স্টার AC যে কারণে সেরা

তার থেকেও বড় কথা হল, 5 স্টার এসির কনডেন্সার বেশ বড় হয়। অন্য দিকে 3 স্টার AC-ও যথেষ্ট এনার্জি এফিশিয়েন্ট হয় এবং তাদের কনডেন্সার অপেক্ষাকৃত ছোট হয়। এটা একটা বড় কারণ, যার জন্য একটি 5 স্টার এসি 3 স্টারের থেকে কম শক্তি ব্যবহার করে এবং তার জন্য আখেরে 3 স্টারের তুলনায় 5 স্টার AC ব্যবহারে ইলেকট্রিসিটি বিল অপেক্ষাকৃত কম আসে। পরিসংখ্যান বলছে, একটি 3 স্টার এসি ঘণ্টায় গড়ে 1 ইউনিট বিদ্যুৎ খরচ করে। সেই জায়গায় 1.5 টনের একটি 5 স্টার এসি ঘণ্টায় মাত্র 0.84 ইউনিট ব্যবহার করে।

3 স্টার AC-ও মন্দ নয়!

3 Star AC-র বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে তাদের ফিল্টার। হালফিলের প্রায় সব 3 স্টার এয়ার কন্ডিশনারগুলিতে ফিল্টার দেওয়া হচ্ছে, যা মানুষকে ধুলো এবং দূষণমুক্ত বাতাস দিতে পারে। সেই সঙ্গেই আবার 3 স্টার এসিগুলিতে থাকছে টার্বো মোড, স্লিপ মোড এবং ইকো মোডের মতো একাধিক বৈশিষ্ট্য। কিছু কিছু কোম্পানি আবার এখন 3 স্টার Smart AC-ও বিক্রি করছে, যা কাস্টমাইজ় করা যায়। এই এতসব বৈশিষ্ট্যের পরে আপনার বাজেট যদি অপেক্ষাকৃত কম হয়, তাহলে আপনি 3 Star AC কিনতে পারেন।

3 স্টার এবং 5 স্টার Smart AC কী?

Smart AC সাধারণ এসির মতোই। এই ধরনের এসিগুলিতে কিছু স্মার্ট ফিচার্স থাকে, যা আপনি সাধারণ এসিতে পাবেন না। স্মার্ট AC-তে থাকে WiFi কানেক্টিভিটি, যা আপনি স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন। স্মার্ট এসি আপনার কাজ এতটাই সহজ করে দেয় যে, স্মার্টফোনের সাহায্যে আপনি দূরবর্তী স্থান থেকেও আপনি আপনার এসি নিয়ন্ত্রণ করতে পারবেন। মোড পরিবর্তন করা থেকে AC অন/অফ আপনি সবই স্মার্টফোনের সাহায্যে করে নিতে পারবেন।

Next Article