Cheapest Air Conditioner: ল্যাপটপ ব্যবহার করেন, অথচ Acer-এর নাম শোনেননি এমন মানুষ সত্যিই খুঁজে পাওয়া দুষ্কর। সেই সংস্থা এবার ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সের বাজারে পদার্পণ করল। সম্প্রতি Acer একটি ওয়াশিং মেশিন এবং এয়ার কন্ডিশনার লঞ্চ করেছে। পাশাপাশি সংস্থাটি প্রিমিয়াম রেঞ্জের কিছু স্মার্টটিভিও লঞ্চ করেছে। তার মধ্যে একটি 65 ইঞ্চি এবং আর একটি 75 ইঞ্চির স্মার্ট টেলিভিশন রয়েছে। তবে এত সব প্রডাক্টের মধ্যে Acer-এর সবথেকে বড় চমকটি হল তার Air Conditioner। এই এসিগুলিকে Halo এবং Quad সিরিজ়ে ভাগ করা হয়েছে। সেই Acer AC সম্পর্কেই বিভিন্ন তথ্যগুলি জেনে নেওয়া যাক।
Acer Split AC: কুলিংয়ের দিক থেকে চমৎকার
এয়ার কন্ডিশনার কেনা এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। পাশাপাশি আগের থেকে এখনকার এসিতে অনেক অত্যাধুনিক বৈশিষ্ট্য থাকে। এই Acer AC-তেও রয়েছে একাধিক আকর্ষণীয় বৈশিষ্ট্য। এর ইনডোর ইউনিটটি আপনার ঘরে কোনও শব্দ করবে না। এমনই প্রযুক্তি এই এয়ার কন্ডিশনারে দেওয়া হয়েছে, যা অত্যন্ত দ্রুততার সঙ্গে আপনার ঘর ঠান্ডা করবে। অত্যাধুনিক কুলিং প্রযুক্তি থাকার ফলে আপনি তা থেকে দুর্দান্ত শীতলতা উপভোগ করতে পারবেন। ইনভার্টার প্রযুক্তি দেওয়া হয়েছে এই এসিতে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এটি চমৎকার বিকল্প হতে পারে।
Acer Split AC: বিশেষত্ব কী?
Acer-এর এই এসি মোট তিনটি টন ক্ষমতার পাওয়া যাবে— 1 টন, 1.5 টন এবং 2 টন। সুপার চিল মোড রয়েছে এয়ার কন্ডিশনারটিতে, যা ঘর ঠান্ডা করার জন্য আরও বেশি পরিমাণে কার্যকর হবে। 4-Way Convertable Technology-ও দেওয়া হয়েছে এই এয়ার কন্ডিশনারের সঙ্গে, যা আপনার ঘরের চতুর্দিকে ঠান্ডা কনকনে বাতাস ছড়িয়ে দেবে। এই Acer ACগুলির আর একটি চমৎকার বৈশিষ্ট্য হল তাদের AiSense ফিচার, যার মাধ্যমে
Acer Split AC: দাম কত?
এই Acer Split AC-র দাম নির্ভর করছে তার বিভিন্ন টন মডেলের উপরে। তবে এক্কেবারে বেসিক অর্থাৎ 1 টনের Acer দাম মাত্র 27,999 টাকা। বাকি অন্যান্য মডেলগুলির দাম এখনও পর্যন্ত কোম্পানির তরফ থেকে জানানো হয়নি।
এদিকে Acer যে ওয়াশিং মেশিন লঞ্চ করেছে, তার দাম শুরু হচ্ছে 13,499 টাকা থেকে। 8 এপ্রিল থেকেই এই নতুন AC এবং ওয়াশিং মেশিনগুলি অনলাইন এবং অফলাইনে কিনতে পারছেন ক্রেতারা। তহে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সীমিত সময়ের অফারে এই এসি এবং ওয়াশিং মেশিনের উপরে আকর্ষণীয় ছাড়ও দেওয়া হবে।