Acer Swift Go 14: OLED ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হল Acer Swift Go 14 ল্যাপটপ, দাম কত জানেন?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 07, 2023 | 11:55 AM

Acer Swift Go 14 Laptop: Acer সম্প্রতি ভারতীয় বাজারে তাদের নতুন হালকা ওজনের নোটবুক লঞ্চ করেছে। নতুন ল্যাপটপটি Acer Swift Go 14 নামে চালু করা হয়েছে। কোম্পানির মতে, এটি খুবই পাতলা এবং হালকা ওজনের।

Acer Swift Go 14: OLED ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হল Acer Swift Go 14 ল্যাপটপ, দাম কত জানেন?

Follow Us

Acer Swift Go 14 Laptop Price: ভারতীয় বাজারে Acer-এর ল্যাপটপ বেশ জনপ্রিয়। এই জনপ্রিয়তার কারণ হল, Acer ভারতে হাই-এন্ড প্রযুক্তির ল্যাপটপ বিক্রি করে। আর তাই Acer ল্যাপটপের চাহিদা বরাবরই বেশি। সংস্থাটি সময়ে সময়ে তার প্রযুক্তি আপডেট করতে থাকে। কোম্পানিটি সম্প্রতি ভারতীয় বাজারে তাদের নতুন হালকা ওজনের নোটবুক লঞ্চ করেছে। নতুন ল্যাপটপটি Acer Swift Go 14 নামে চালু করা হয়েছে। কোম্পানির মতে, এটি খুবই পাতলা এবং হালকা ওজনের। ল্যাপটপটি 2TB পর্যন্ত PCIe Gen 4 SSD স্টোরেজ এবং 16GB পর্যন্ত LPDDR5 RAM সমর্থন করে। কানেক্টিভিটির জন্য, ফোনে USB Type C, USB Type A এবং HDMI 2.1-এর মত ফিচারগুলি সাপোর্ট করে। Acer Swift Go 14 এর সাথে 14 ইঞ্চি এবং 16 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। দুটি মডেলই খুব হালকা তৈরি করা হয়েছে। Acer Swift Go 14-এ রয়েছে 16:10 অ্যাসপেক্ট রেশিও OLED প্যানেল যার সর্বোচ্চ উজ্জ্বলতা 500 nits। তবে এবার এই নতুন ল্যাপটপটির দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।

নতুন Acer Swift Go 14 ল্যাপটপটির দাম:

Acer Swift Go 14-এর দাম রাখা হয়েছে 62,990 টাকা এবং এটি Croma এবং Amazon India ছাড়াও Acer-এর স্টোর থেকে কেনা যাবে। এই ল্যাপটপটি আপনি সিলভার এবং সবুজ রঙে কিনতে পারবেন।

Acer Swift Go 14-এর স্পেসিফিকেশন ও ফিচার:

Acer Swift Go 2.8K-এ রেজোলিউশন সহ একটি 14-ইঞ্চি OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে Acer ExaColor ডিসপ্লের রঙ অপ্টিমাইজ করা যায়। Acer Swift Go 14 একটি AMD Ryzen 7000 সিরিজ প্রসেসর রয়েছে, যা 2TB PCIe Gen 4 SSD স্টোরেজ এবং 16GB LPDDR5 RAM দ্বারা চালিত। ল্যাপটপের সঙ্গে TwinAir ডুয়েল ফ্যান সিস্টেম দেওয়া হয়েছে। এগুলি ছাড়াও এতে ডুয়াল D6 কপার হিট পাইপ রয়েছে। এছাড়াও এতে এয়ার ইনলেট কীবোর্ড রয়েছে।

কানেকশনের জন্য, Acer Swift Go 14-এ WiFi 6E, USB Type-C, USB-Type-A এবং HDMI 2.1 রয়েছে। ল্যাপটপটির ওজন 1.25 কেজি। এর পাশাপাশি দ্রুত ব্যাটারি চার্জ করার ফিচারও দেওয়া হয়েছে। ল্যাপটপের স্পিকারে AI নয়েজ রিডাকশন রয়েছে।

Next Article