Solar Powered Headphone: Adidas এবার একটি দুর্ধর্ষ ওয়্যারলেস হেডফোন নিয়ে হাজির হল। কেন দুর্ধর্ষ? কারণ, Adidas-এর এহেন হেডফোনটি সম্পূর্ণ ভাবে সোলার-পাওয়ার্ড। অর্থাৎ, হেডফোনের চার্জ ফুরিয়ে গেলে আপনাকে বিদ্যুৎের উপরে নির্ভর করতে হবে না। যদিও Adidas RPT-02 SOL হেডফোনে প্রাকৃতিক এবং কৃত্রিম দুই আলোর সাহায্যেই চার্জিংয়ের অপশন উপলব্ধ। তাছাড়াও এই হেডফোন এতটাই শক্তিশালী যে, তার মাধ্যমে ফোন কল ধরা, কাটা, ভলিউম কন্ট্রোল, ট্র্যাক স্কিপ করার মতো একাধিক ক্ষমতা রয়েছে। আপাতত শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নিয়ে আসা হয়েছে Adidas-এর এই সোলার-পাওয়ার্ড হেডফোনটি। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে 80 ঘণ্টার প্লেব্যাক টাইম দিতে পারে এই অ্যাডিডাস হেডফোন।
Adidas RPT-02 SOL: দাম ও উপলব্ধতা
সোলার-পাওয়ার্ড এই ওয়্যারলেস Adidas হেডফোনটি লঞ্চ করা হয়েছে 229 মার্কিন ডলারে অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 18,000 টাকা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এই হেডফোনের দুটি কালার মডেল নজরে এসেছে- নাইট গ্রে এবং সোলার ইয়েলো। 23 অগস্ট থেকে ডিভাইসটির শিপিং শুরু করতে চলেছে Adidas।
Adidas RPT-02 SOL: স্পেসিফিকেশন, ফিচার
Adidas RPT-02 SOL সোলার পাওয়ার্ড হেডফোনে 45mm ডায়নামিক ড্রাইভার্স রয়েছে, যার ফ্রিকোয়েন্সি রেসপন্স রেঞ্জ 20-20,000Hz। এর সেনসিটিভিটি রেটিং 105dB এবং ইম্পেড্যান্স 320hms। এই মুহূর্তে বাজারের আর পাঁচটা হেডফোনের মতো এতে মাইক্রোফোন ইক্যুইপ করা রয়েছে এবং মিউজ়িক অন, অফ, প্লে, পউজ়, রিপ্লে, অন্য ডিভাইসের সঙ্গে পেয়ারিং ও লাইট স্টেটাস ইন্ডিকেটর্সের জন্য এতে ফাইভ ওয়ে কন্ট্রোল নব দেওয়া হয়েছে।
এই Adidas সোলার পাওয়ার্ড হেডফোনের উপরে রয়েছে সোলার চার্জিং প্যানেল, যা তৈরি করেছে সুইডেনের সংস্থা ইক্সিগার। সূর্যালোকে রাখলেই এই প্যানেলটি ডিভাইসকে চার্জ হতে সাহায্য করে। পাশাপাশি প্যানেলটি ঢেকে রাখছে হেডব্যান্ডের উপরের অংশ ঢেকে রাখছে। প্রাকৃতিক এবং কৃত্রিম উভয় আলো ক্যাপচার করে চার্জিংয়ের জন্য হেডফোনটির একটি বৃহত্তর পৃষ্ঠ এলাকা তৈরি করছে। Adidas-এর তরফে দাবি করা হচ্ছে, এই ডিভাইসের ভিতরের হেডব্যান্ড এবং কানের কুশনগুলি অপসারণযোগ্য এবং তা ধুয়েও রাখা যেতে পারে।
ডাস্ট ও ওয়াটার রেজ়িস্ট্যান্টের জন্য Adidas RPT-02 SOL হেডফোনটি IPX4 রেটিং প্রাপ্ত। এটি Bluetooth v5.2 কানেক্টিভিটি অফার করছে, যার সর্বাধিক অপারেটিং ডিসট্যান্স 10 মিটার। এছাড়াও এই ওয়্যারলেস হেডফোনটি Adidas Headphones অ্যাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা ব্যবহারকারীদের Android বা iOS স্মার্টফোন থেকে সৌর-চালিত গ্যাজেট নিয়ন্ত্রণ করতে দেয়।
একটি USB Type-C কেবেলের মাধ্যমেও এই অ্যাডিডাস হেডফোনটি চার্জ করা যাবে। সংস্থাটি দাবি করছে যে, Adidas RPT-02 SOL সোলার-পাওয়ার্ড ভিত্তিক হেডফোনটি মাত্র দুই ঘণ্টার চার্জে 80 ঘণ্টার প্লেব্যাক টাইম দিতে পারবে।