পুজো যেতে না যেতেই দীপাবলির দিন গোনা শুরু হয়ে যাবে। আর উপহারে কাছের মানুষকে কী দেবেন, তা ভেবে উঠতে উঠতেই সময় ফুরিয়ে যাবে। তাই যতটা সম্ভব আগে থেকেই কিনে রাখা ভাল। এতে পছন্দ মতো জিনিস উপহার দেওয়া যায়। আপনি একটি স্মার্টফোন, মিষ্টি, যেকোনও শোপিস বা কাপল ঘড়ি উপহার দিতে পারেন। আপনি ঘড়ি কিনতে চাইলে, ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে বিপুল ছাড়ে কিনতে পারবেন। ম্যাচিং করে জামা, জুতো তো অনেক পরেছেন। এবার ম্যাচিং করে ঘড়ি পরতেই পারেন। তার জন্য অনেক কমে আপনি কাপল ওয়াচ পেয়ে যাবেন। কারণ অনলাইনে সব কিছুতেই প্রচুর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে আপনি যদি ভাবেন দুর্গা পুজোর জন্য কিনবেন, তবে সেই আশা না রাখাই ভাল। কারণ এখন অর্ডার করলে আপনি পুজোর মধ্যে সেই সব জিনিসের ডেলিভারি পাবেন না। ফলে কালী পুজোর প্ল্যান করাই ভাল।
Sonata White Dial Analog watch
যদিও এই কাপল ঘড়িটির আসল দাম 3,249 টাকা, কিন্তু আপনি এটি 20 শতাংশ ডিসকাউন্ট সহ 2,599 টাকায় Amazon থেকে কিনতে পারবেন। আপনার যদি এই মুহূর্তে টাকা না থাকে, তাহলে প্ল্যাটফর্মে নো কস্ট ইএমআই-তেও কিনে ফেলতে পারেন।
Jainx Multi Color Dial
আপনি 84 শতাংশ ছাড় সহ 359 টাকায় Amazon থেকে এই ঘড়িটি কিনতে পারেন। এর প্যাকেজিংও অনেক ভাল এবং এর লুকও প্রিমিয়াম। এই কাপল ঘড়ি যে কাউকে উপহার দিতে পারবেন। চাইলে নিজের জন্যও কিনতে পারেন।
AUREX Analog Watch
যদিও এই সোনালি রঙের কাপল ঘড়িটির দাম 2,999 টাকা, আপনি এটি 70 শতাংশ ছাড়ে মাত্র 899 টাকায় কিনতে পারবেন। দেখতেও অসাধারণ। আর এতে দুর্দান্ত সব ফিচারও রয়েছে।
Acnos
আপনি এই প্রিমিয়াম লুকের কাপল ঘড়িটি অনেক কম দামে পেয়ে যাবেন। মাত্র 335 টাকায়, তাও আবার 83 শতাংশ ছাড় সহ। কোম্পানি আপনাকে এই ঘড়িটিতে 1 বছরের ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি দিচ্ছে। এছাড়াও, আপনি এই সেটে ব্যাঙ্ক ডিসকাউন্টের সুবিধা পাবেন। তবে মনে রাখবেন, এই সমস্ত দাম, অফার এবং ডিসকাউন্ট ই-কমার্স প্ল্যাটফর্ম অনুযায়ী দেওয়া হয়েছে। এই সমস্ত অফার সময়ে সময়ে পরিবর্তন হতে থাকে।