Amazon Boycott Trend: রাধাকৃষ্ণের (Radha-Krishna) অশ্লীল ছবি বিক্রি করার অভিযোগ উঠল জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজ়নের বিরুদ্ধে। শুক্রবার বেঙ্গালুরুতে (Bengaluru) হিন্দু জনজাগৃতি মঞ্চের সদস্যরা এই অভিযোগে সুব্রহ্মণ্যনগর পুলিশ স্টেশনে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। রাধা ও কৃষ্ণের ‘অশ্লীল’ (Obscene Painting) ছবি বিক্রি করার জন্য অ্যামাজ়নের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ওই বিশেষ মঞ্চের তরফে।
@amazonIN is making and selling obscene painting of Shri Krishna and Radha maa.Lets teach them a lesson. #BoycottAmazon #Boycott_Amazon pic.twitter.com/LBtcISCBMg
— Kuldeep Pramod Pathak (@kuldeeppathak28) August 19, 2022
এই অভিযোগ জোরদার হতেই ট্যুইটারে একটি হ্যাশট্যাগ ট্রেন্ড করতে থাকে। ট্যুইটার ব্যবহারকারীরা #Boycott_Amazon লিখে অ্যামাজ়নের বিরুদ্ধে দেশের দেবদেবীর এমন অশ্লীল ছবি বিক্রি বন্ধ করতে প্রতিবাদ জানাতে থাকেন।
Press Release
Members of @HinduJagrutiOrg submitted a memorandum to the Police Inspector, Subramanya Nagar Benguluru, requesting action against @amazonIN for selling obscene painting of Lord Krishna with Radha on their website.#Boycott_Amazon #Boycott_ExoticIndia pic.twitter.com/E5ASG6PLSH
— HJS Karnataka (@HJSKarnataka) August 19, 2022
হিন্দু অর্গ্যানাইজেশনটির তরফে জানানো হয়েছে যে, ওই পেইন্টিংটি জন্মাষ্টমী সেলে অ্যামাজ়নে এগজ়টিক ইন্ডিয়া নামক একটি সংস্থা বিক্রি করছিল। প্রসঙ্গত, অ্যামাজ়নে কৃষ্ণ জন্মাষ্টমীর সেল চলছিল গত 18 এবং 19 অগস্ট এই দুই দিন ধরে।
পরবর্তীতে আর একটি ট্যুইটে হিন্দু অর্গ্যানাইজেশনটি জানায় যে, অ্যামাজ়ন এবং এগজ়টিক ইন্ডিয়া তাদের ওয়েবসাইট থেকে রাধাকৃষ্ণের ছবিটি সরিয়ে দিয়েছে। কিন্তু দুই সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় থাকেন হিন্দু জনজাগৃতি মঞ্চের সদস্যরা।
তাঁদের তরফে বলা হয়, “এটাই যথেষ্ট নয়। অ্যামাজ়ন ও এগজ়টিক ইন্ডিয়া উভয় সংস্থাকেই নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং হিন্দুদের অনুভূতিতে আর কখনও আঘাত না করার অঙ্গীকারও করতে হবে।”
যদিও এ বিষয়ে অ্যামাজ়ন ইন্ডিয়া বা এগজ়টিক ইন্ডিয়ার পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।