Radha-Krishna Painting: হিন্দু সংগঠনের অভিযোগের পর তড়িঘড়ি রাধাকৃষ্ণের ‘অশ্লীল’ ছবি তুলে নিল অ্যামাজ়ন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 20, 2022 | 9:43 PM

Obscene Painting: ফের বিতর্কে নাম জড়াল অ্যামাজ়নের। জন্মাষ্টমী সেলে রাধাকৃষ্ণের 'অশ্লীল' ছবি বিক্রি করার অভিযোগে সরব হল একটি হিন্দু সংগঠন। তারপরই অ্যামাজ়নের তরফে ওই ছবিটি তুলে নেওয়া হয় নিজেদের সাইট থেকে।

Radha-Krishna Painting: হিন্দু সংগঠনের অভিযোগের পর তড়িঘড়ি রাধাকৃষ্ণের অশ্লীল ছবি তুলে নিল অ্যামাজ়ন
প্রতীকী ছবি।

Follow Us

Amazon Boycott Trend: রাধাকৃষ্ণের (Radha-Krishna) অশ্লীল ছবি বিক্রি করার অভিযোগ উঠল জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজ়নের বিরুদ্ধে। শুক্রবার বেঙ্গালুরুতে (Bengaluru) হিন্দু জনজাগৃতি মঞ্চের সদস্যরা এই অভিযোগে সুব্রহ্মণ্যনগর পুলিশ স্টেশনে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। রাধা ও কৃষ্ণের ‘অশ্লীল’ (Obscene Painting) ছবি বিক্রি করার জন্য অ্যামাজ়নের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ওই বিশেষ মঞ্চের তরফে।


এই অভিযোগ জোরদার হতেই ট্যুইটারে একটি হ্যাশট্যাগ ট্রেন্ড করতে থাকে। ট্যুইটার ব্যবহারকারীরা #Boycott_Amazon লিখে অ্যামাজ়নের বিরুদ্ধে দেশের দেবদেবীর এমন অশ্লীল ছবি বিক্রি বন্ধ করতে প্রতিবাদ জানাতে থাকেন।


হিন্দু অর্গ্যানাইজেশনটির তরফে জানানো হয়েছে যে, ওই পেইন্টিংটি জন্মাষ্টমী সেলে অ্যামাজ়নে এগজ়টিক ইন্ডিয়া নামক একটি সংস্থা বিক্রি করছিল। প্রসঙ্গত, অ্যামাজ়নে কৃষ্ণ জন্মাষ্টমীর সেল চলছিল গত 18 এবং 19 অগস্ট এই দুই দিন ধরে।

পরবর্তীতে আর একটি ট্যুইটে হিন্দু অর্গ্যানাইজেশনটি জানায় যে, অ্যামাজ়ন এবং এগজ়টিক ইন্ডিয়া তাদের ওয়েবসাইট থেকে রাধাকৃষ্ণের ছবিটি সরিয়ে দিয়েছে। কিন্তু দুই সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় থাকেন হিন্দু জনজাগৃতি মঞ্চের সদস্যরা।

তাঁদের তরফে বলা হয়, “এটাই যথেষ্ট নয়। অ্যামাজ়ন ও এগজ়টিক ইন্ডিয়া উভয় সংস্থাকেই নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং হিন্দুদের অনুভূতিতে আর কখনও আঘাত না করার অঙ্গীকারও করতে হবে।”

যদিও এ বিষয়ে অ্যামাজ়ন ইন্ডিয়া বা এগজ়টিক ইন্ডিয়ার পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

Next Article