Ambrane Power Bank Price: ল্যাপটপ হোক বা ফোন, সব সময় চার্জার সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা অনেকেরই মনে থাকে না। ভারতীয় বাজারে ফোনের জন্য বর্তমানে অনেক চার্জার রয়েছে। কিন্তু ল্যাপটপের চার্জার তুলনামূলকভাবে কম। তার উপর যাদের ল্যাপটপে Type-C চার্জিং পোর্ট রয়েছে, তাদের তো বিশেষ সমস্যায় পড়তে হয়। আবার অন্যদিকে MacBook-এরও পাওয়ার ব্যাঙ্কের সংখ্যা বাজারে হাতে গোনা। কিন্তু এবার সেই সমস্যারই সন্ধান করল ভারতের অন্যতম ডিভাইস কোম্পানি Ambrane। কোম্পানিটি ভারতে MacBook এবং Type-C ল্যাপটপের জন্য দু’টি নতুন উচ্চ ক্ষমতার পাওয়ার ব্যাঙ্ক এনেছে। তাদের নাম Powerlit Ultra এবং Powerlit Boost। ডিভাইসগুলি অ্যামব্রেনের স্টাইলো বুস্ট সিরিজের অধীনে বাজারে এসেছে। এই সিরিজ়টি বর্তমানে মানুষের কাছে বিরাট জনপ্রিয়তা লাভ করছে। কোম্পানিটি চলতি বছরের শুরুতেই এই সিরিজ়টি চালু করেছে।
পাওয়ার ব্যাঙ্ক দু’টির দাম কত?
অ্যামব্রেন পাওয়ারলিট আল্ট্রা (Powerlit Ultra)-এর দাম 4,999 টাকা রাখা হয়েছে। এটির থেকে পাওয়ারলিট বুস্ট (Powerlit Boost)-এর দাম কিছুটা বেশি। Ambrane পাওয়ারলিট বুস্ট পাওয়ার ব্যাঙ্কের দাম 3,999 টাকা। উভয় পাওয়ারব্যাঙ্কই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart থেকে কিনতে পারবেন। নিশ্চয়ই আপনার মনে এতক্ষণে প্রশ্ন চলে এসেছে যে, Powerlit Ultra-এ এমন কী আছে যার জন্য এর দাম এতটা বেশি? চলুন দেখে নেওয়া যাক।
Powerlit Ultra এবং Powerlit Boost-এর ফিচার ও স্পেসিফিকেশন:
অ্যামব্রেন পাওয়ারলিট আল্ট্রা এবং পাওয়ারলিট বুস্টটি দিয়ে MacBookও চার্জ করা যায়। এমনকি এটি সেই জন্যই ডিজাইন করা হয়েছে। কোম্পানীর মতে, যারা ভ্রমণ করতে ভালোবাসে বা ল্যাপটপের জন্য একটি ভাল পাওয়ার ব্যাঙ্ক কিনতে চাইছেন, তাদের জন্য এটি উপযুক্ত। এই পাওয়ার ব্যাঙ্কগুলির প্রতিটিতে তিনটি আউটপুট পোর্ট রয়েছে, তাই আপনি একই সময়ে তিনটি ডিভাইস চার্জ করতে পারেন। তাহলে এবার বুঝতেই পারছেন, আপনাকে অন্য সব ডিভাইসের জন্য আলাদা করে চার্জার বয়ে নিয়ে যেতে হবে না। একই সঙ্গে ফোন ও ল্য়াপটপ চার্জ করে নিতে পারবেন। পাওয়ারলিট বুস্ট-এ মাল্টিলেয়ার চিপসেটের সাপোর্ট দেওয়া হয়েছে। পাওয়ারলিট আল্ট্রাতে 25000mAh -এর ব্যাটারি এবং পাওয়ারলিট বুস্ট সহ 14400mAhদেওয়া হয়েছে।