Work From Home: অফিসে যেতে হবে শুনেই চাকরি ছাড়লেন অ্যাপেলের ইঞ্জিনিয়ার!

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

May 10, 2022 | 4:42 PM

Apple Company: অ্যাপেলের মেশন লার্নিংয়ের ডিরেক্টর ইয়ান গুডফেলো কোম্পানির নতুন নিয়মে মোটেই প্রসন্ন নন। তারই জেরে কোম্পানি ছেড়ে দিয়েছেন তিনি।

Work From Home: অফিসে যেতে হবে শুনেই চাকরি ছাড়লেন অ্যাপেলের ইঞ্জিনিয়ার!
ফাইল ছবি

Follow Us

কোভিড (Covid 19) কালে ওয়ার্ক ফ্রম হোমের (Work From Home) সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছিলেন সকলে। প্রথমদিকে একটু অসুবিধা হলেও পরে এই ওয়ার্ক ফ্রম হোমই অভ্যাস হয়ে গিয়েছিল। সারা বিশ্বেই চলছিল ওয়ার্ক ফ্রম হোমের সিস্টেম। কিন্তু এখন করোনার দাপট কমেছে। আগের তুলনায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কর্মীদের অফিসে আসতেও বলা হচ্ছে। আর তার জেরেই চাকরি ছেড়ে দিচ্ছেন অনেকে। এবার এই কাণ্ড ঘটেছে অ্যাপেলের (Apple) অফিসে। কুপার্টিনোর টেক জায়ান্ট অ্যাপেল তাদের এক ইঞ্জিনিয়ারকে অফিসে আসতে বলায় ইস্তফা দিয়েছেন তিনি। জানা গিয়েছে, ওই ব্যক্তি অ্যাপেলের মেশন লার্নিংয়ের ডিরেক্টর ইয়ান গুডফেলো। করোনাকালে প্রায় বছর দুয়েক বিশ্বের বহু নামিদামি সংস্থাই বন্ধ ছিল, অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম করছিলেন কর্মীরা। তবে এবার ধীরে ধীরে অফিসগুলি খুলতে শুরু করেছে। আর সেই জন্যই অ্যাপেলের ওই ইঞ্জিনিয়ারকে অফিসে এসে কাজ করতে বলা হয়েছে। তবে এই প্রস্তাবে মোটেই রাজি হননি তিনি। সরাসরি ইস্তফা দিয়েছেন।

The Verge- এর সাংবাদিক Zoe Schiffer জানিয়েছেন যে, ইয়ান নিজের দলকে কোম্পানি ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। Zoe টুইট করে জানিয়েছেন যে, অ্যাপেলের মেশিন লার্নিংয়ের ডিরেক্টর ইয়ান গুডফেলো কোম্পানি ছেড়ে দিচ্ছেন কারণ তাঁকে অফিসে আসতে বলা হয়েছে। নিজের কর্মীদের ইয়ান বলেছেন যে তিনি বিশ্বাস করেন আরও বেশি নমনীয়তা (এক্ষেত্রে কাজের ফ্লেক্সিবিলিটি) তাঁর টিমের জন্য আদর্শ পলিসি হবে। অ্যাপেল সংস্থার অন্যতম দক্ষ মেশিন লার্নিং ডিরেক্টর হিসেবে পরিচিত। বলা হচ্ছে ইয়ানের এইসিদ্ধান্তের পিছনে রয়েছে অ্যাপেলের হাইব্রিড ওয়ার্ক পলিসি।

কী এই নতুন নিয়ম?

অ্যাপেল কর্তৃপক্ষ চাইছেন যে এবার থেকে কর্মীরা অফিসে এসেই তাঁদের কাজ করুন। ১১ এপ্রিলের মধ্যে সপ্তাহে একদিন করে অফিসে আসতে বলা হয়েছিল কর্মীদের। মেয়াদ বেড়েছিল ২ মে থেকে। তখন সপ্তাহে অন্তত দু’দিন অফিসে আসার কথা বলা হয়েছিল। এটাই বেড়ে ২৩ মে- র মধ্যে সপ্তাহে তিনদিন হবে। অর্থাৎ ২৩ মে থেকে অ্যাপেলের কর্মীদের সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসেই কাজ করতে হবে। তবে এই নতুন নিয়মে অনেকেই খুশি নন। তাঁদের দলেই ছিলেন ইয়ান গুডফেলো।

প্রাথমিক ভাবে প্রায় সকলেই ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটার সঙ্গে অভ্যস্ত ছিলেন না। কিন্তু দীর্ঘদিন সেই পদ্ধতিতেই কাজ হওয়ার ফলে এখন ওয়ার্ক ফ্রম হোমই লোকের কমফোর্ট জোন। নিজের পছন্দের মানুষদের সঙ্গে সময় কাটানোর সুযোগও পাওয়া যায়। অফিসের কাজের পাশাপাশি টুকটাক অন্য কাজকর্মও করা যায়। আর তাই অনেকেই এখন আর অফিসে ফিরে কাজকর্ম করতে স্বচ্ছন্দ্য বোধ করছেন না। অ্যাপেল কোম্পনির মতো সমস্যা অন্যান্য কোম্পানিতেই দেখা গিয়েছে।

Next Article