8,000 টাকার মধ্যে AirPods নিয়ে আসছে Apple: রিপোর্ট

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 13, 2023 | 1:13 PM

Cheapest Airpods: একটা বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যে, কম দামি Airpods-এ আপনি ANC বা অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশনের মতো ফিচারগুলি পাবেন না। কেবল AirPods Pro সিরিজ়ে এই ANC ফিচারটি রেখে দিয়েছিল অ্যাপল।

8,000 টাকার মধ্যে AirPods নিয়ে আসছে Apple: রিপোর্ট
সস্তার এয়ারপডস নিয়ে কাজ করছে অ্যাপল।

Follow Us

Affordable Airpods: কম দামে Airpod নিয়ে আসার চিন্তাভাবনা করছে Apple। সূত্রের খবর, অ্যাপল এবার বাজারে তার পরবর্তী প্রজন্মের এয়ারপডগুলি নিয়ে আসতে পারে 10,000 টাকা বাজেটের মধ্যে। তাই যদি হল, তাহলে তা এখনও পর্যন্ত Apple-এর সবথেকে সস্তার Airpod হতে চলেছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় কনজ়িউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি আরও বৃহৎ মার্কেট শেয়ার ক্যাপচার করার লক্ষ্যে সস্তার অডিও সেগমেন্টে কাজ করছে, যা লঞ্চ করতে পারে 2024 সালের দ্বিতীয়ার্ধ্বে।

এই মুহূর্তে মার্কেটে কম দামি যে Apple Airpods রয়েছে, সেই AirPods Gen 2-এর দাম 14,900 টাকা। তার ঠিক পরেই রয়েছে AirPods Gen 3, যার দাম 19,900 টাকা এবং AirPods Pro, যার দাম 25000 টাকারও বেশি। পাশাপাশি অ্যাপল এই মুহূর্তে অডিও ডিভাইস সেগমেন্টের সবথেকে দামি এয়ারপডটিও বিক্রি করছে, যার দাম 59,900 টাকা।

দেশি মাইক্রোব্লগিং সাইট Kuo-তে জনপ্রিয় এক অ্যাপল অ্যানালিস্ট দাবি করেছেন, সস্তার Airpod ছাড়াও নতুন প্রজন্মের Airpods Max নিয়েও কাজ করছে কুপার্টিনোর টেক জায়ান্টটি। সংস্থাটি Airpods-এর সাপ্লায়ারদের পরিবর্তন করার কথাও ভাবছে। এই মুহূর্তে অ্যাপল এয়ারপড যেখানে Goertek সাপ্লাই করে, সেই জায়গাটাও আইফোনের মতোই Foxconn অধিগ্রহণ করতে চলেছে বলে খবর।

কিন্তু কী কারণে এত কাম দামের Airpods নিয়ে আসার পরিকল্পনা করছে Apple?

তৃতীয় প্রজন্মের Airpods বাজারে সে ভাবে পারফর্ম করতে পারছে না। সেই কারণেই Apple আরও কম দামে Airpods নিয়ে আসার পরিকল্পনা করছে। মনে করা হচ্ছে, ভারতে সবথেকে কম দামি Apple Airpods-এর দাম হতে পারে 8,000 টাকা। এই সস্তার প্রাইস ক্যাটেগরিতেই একমাত্র সারা বিশ্বে Airpods-এর বিক্রিবাট্টায় একপ্রকার জোয়ার আসতে পারে।

তবে হ্যাঁ, একটা বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যে, কম দামি Airpods-এ আপনি ANC বা অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশনের মতো ফিচারগুলি পাবেন না। কেবল AirPods Pro সিরিজ়ে এই ANC ফিচারটি রেখে দিয়েছিল অ্যাপল। এমনকি, যে AirPods Gen 2 এবং Gen 3-এর অনেক দাম, সেগুলিতেও ANC ফিচারটি নেই। যদিও, অ্যাপল ব্যতিরেকে এই মুহূর্তে মার্কেটে আপনি যদি অন্যান্য অডিও ডিভাইস প্রস্তুতকারক সংস্থাগুলির দিকে তাকান, তাহলে দেখবেন সেগুলির প্রায় সবেতেই অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশনের মতো বৈশিষ্ট্য রয়েছে।

2024 সালের দ্বিতীয়ার্ধ্বে লঞ্চ করতে পারে সস্তার Apple Airpods, যা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। একটা বিষয় পরিষ্কার দাম কম করা হলেও সেই সব এয়ারপডে অ্যাপল ফিচারও অনেক কমিয়ে দেবে। এখন দেখার, সস্তার Apple Airpods-এ কী-কী ফিচার থাকতে পারে।

Next Article