Latest Mini AC: ক্ষণিকের পরিশ্রান্তি। কারণ, এই ঝড়বাদলের আবহাওয়া চলে গেলেই আবার সেই দম ফাটানো গরম। AC-টা না চালালে তীব্র গরমে টিকে থাকা অসম্ভব হয়ে যাবে! এপ্রিল মাসেই যে গরমটা পড়েছিল, তা সত্যিই যেন ছাপিয়ে গিয়েছে বিগত কয়েক বছরের গরমটাকে। স্বাভাবিক ভাবেই অনেকের বাড়িতে AC চলছে, আবার কারও বাড়িতে চলছে Cooler। কেউ আবার এমনই পরিস্থিতিতে এসি বা কুলার কেনার চিন্তাভাবনা করছেন। কিন্তু সবার পক্ষে তো আর একটা এসি বা কুলার কেনা সম্ভব নয়। তাহলে কী করবেন তাঁরা? একটাই উপায়- কম দামের Portable AC বা Mini AC কিনে নেওয়া। Baseus নামের একটি সংস্থা চমৎকার কুলিং ডিভাইস বিক্রয় করছে Flipkart-এ। কত দাম সেই কুলিং ডিভাইসের, কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, জেনে নিন সব তথ্য।
Baseus Cooling Device: দাম, অফার
এই কুলিং ডিভাইসটি আপনার জন্য চমৎকার একটি পোর্টেবল বা মিনি এসি হতে পারে। এই Cooling Device-এর দাম এমনিতে 4,999 টাকা। কিন্তু আপনাকে এত টাকা খরচই করতে হবে না। Flipkart এই ডিভাইসের উপরে আপনাকে 19% ছাড় দেবে। ফলে, Baseus-এর মিনি এসিটি কিনতে আপনাকে মাত্র 4,049 টাকা খরচ করতে হবে। এরপরেও রয়েছে একাধিক ব্যাঙ্কের অফার। শুধু তাই নয়। এতটা দাম যদি একবারে দিতে আপনার সমস্যা হয়, সে ক্ষেত্রে প্রতি মাসে মাত্র 143 টাকা খরচ করেই ডিভাইসটি ক্রয় করতে পারেন।
Baseus Cooling Device: ফিচার ও স্পেসিফিকেশন
* লো, মিডিয়াম, হাই এই তিনটি অ্যাডজাস্টেবল স্পিডে আপনি ডিভাইসটি নিয়ন্ত্রণ করতে পারবেন।
* 320ml-এর একটি ক্যাপাসিটি ট্যাঙ্ক রয়েছে কুলিং ডিভাইসটিতে।
* ওই ক্যাপাসিটি ট্যাঙ্কে আপনি জলও ভরতে পারবেন এবং তার সঙ্গে কিছু বরফের টুকরো দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া পেতে পারেন।
* সবথেকে বড় কথা হল, ডিভাইসটি চালাতে আপনাকে সর্বক্ষণ বিদ্যুতের ব্যবহার করতে হবে না। কেবল চার্জ দিতে যেটুকু ইলেকট্রিসিটি দরকার হয়, সেই টুকুই লাগবে।
* একটি USB চার্জিং কেবেলও দেওয়া হবে এর সঙ্গে, যার সাহায্যে আপনি চার্জ দিতে পারবেন ডিভাইসটি।