Blaupunkt লঞ্চ করল PS150 আর PS75 পার্টি স্পিকার, অফার রয়েছে প্রচুর

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 24, 2023 | 12:21 PM

Blaupunkt Speakers: Blaupunkt PS75 পার্টি স্পিকারে একটি টুইটার এবং দুটি বড় 5.25" woofers রয়েছে। এই স্পিকারগুলিতে RGB লাইট রয়েছে। এতে 2400mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির দাবি যে স্পিকারটি একবার চার্জে 12 ঘন্টার জন্য ব্যবহার করা যেতে পারে।

Blaupunkt লঞ্চ করল PS150 আর PS75 পার্টি স্পিকার, অফার রয়েছে প্রচুর

Follow Us

আজকাল স্পিকারের চাহিদা বেড়েই চলেছে। বিগত কয়েক বছরে মানুষের মধ্যে স্পিকার কেনার একটা বিশেষ ট্রেন্ড দেখা গিয়েছে। ফলে কোম্পানিগুলিও বাজারে একের পর এক দুর্দান্ত সব স্পিকার আনছে। কেউ লুক, কেউ ফিচার, আবার কোনও কোম্পানি ডিজাইনের দিকে নজর দিচ্ছে। তবে এবার বাজারে দুটি নতুন পার্টি স্পিকার PS150 এবং PS75 চালু করেছে Blaupunkt। সবচেয়ে অবাক করা বিষয় হল, কোম্পনাটি অনেক কম দামের মধ্যেই স্পিকার দু’টিকে বাজারে এনেছে। Blaupunkt PS75 পার্টি স্পীকারের দাম 8,999 টাকা। যদিও Blaupunkt PS150 পার্টি স্পিকারের দাম 11,999 টাকা। কোম্পানির মতে, Blaupunkt-এর উভয় পার্টি স্পিকারেই দুর্দান্ত ফিচার রয়েছে। এছাড়াও আপনি এতে ক্রিস্টাল ক্লিয়ার অডিয়ো শুনতে পাবেন।

Blaupunkt PS75 স্পিকারের স্পেসিফিকেশন:

Blaupunkt PS75 পার্টি স্পিকারে একটি টুইটার এবং দুটি বড় 5.25″ woofers রয়েছে। এই স্পিকারগুলিতে RGB লাইট রয়েছে। এতে 2400mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির দাবি যে স্পিকারটি একবার চার্জে 12 ঘন্টার জন্য ব্যবহার করা যেতে পারে। কানেক্টিভিটির কথা বললে, আপনি এতে একটি USB পোর্ট পাবেন। যেকোনও ইলেকট্রনিক ডিভাইস এর সঙ্গে কানেক্ট করে নিতে পারবেন। অর্থাৎ আপনি ফোনের সঙ্গে কানেক্ট করে নিয়েও গান চালাতে পারবেন। অন্যান্য কানেক্টিভিটি অপশন হিসেবে AUX পোর্টের সাপোর্ট পেয়ে যাবেন।

Blaupunkt PS150 স্পিকারের স্পেসিফিকেশন:

Blaupunkt PS150 পার্টি স্পিকারের 100W এর শক্তিশালী সাউন্ড আউটপুট রয়েছে। এটিতে একটি 8″ উফার এবং একটি 1″ টুইটার রয়েছে। কোম্পানির দাবি, এতে আপনি অসাধারণ মিউজিক শুনতে পারবেন। এতে 4500mAh এর ব্যাটারি রয়েছে। অর্থাৎ খুব সহজে চার্জ শেষ হয়ে যাওয়ার কোনও চিন্তা নেই। কোম্পানির দাবি, স্পিকারটি একবার চার্জে 12 ঘন্টা ব্যবহার করা যাবে। এটিকে IPX4 রেটিং দেওয়া হয়েছে। মানে আপনার স্পিকারে জল এবং ধুলো লাগলেও কোনও রকম ক্ষতি হবে না। সেইভাবেই এই স্পিকার দু’টিকে বানানো হয়েছে।

Next Article
Amazon-এ 32 থেকে 55 ইঞ্চির টিভিতে মিলছে 50 শতাংশ অবধি ছাড়, আগেই দেখে নিন দাম
Boult Craft স্মার্টওয়াচের আগমন মাত্র 1,199 টাকায়, 1.83 ইঞ্চির LCD স্ক্রিন, এক সপ্তাহের ব্যাটারি জীবন