Apple Watch Ultra-এর মতো স্মার্টওয়াচ লঞ্চ করল boAt, সঙ্গে কলিং-সহ আনলিমিটেড ফিচার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 05, 2023 | 3:10 PM

boAt Wave Elevate Price: boAt Wave Elevate-একটি 1.96-ইঞ্চি এইচডি স্ক্রিন রয়েছে, যাতে 500 nits এর ব্রাইটনেস রয়েছে। এতে প্রচুর ওয়াচ ফেস রয়েছে। আপনি চাইলে তা নিজের পছন্দমতো কাস্টমাইজ করতে পারবেন।

Apple Watch Ultra-এর মতো স্মার্টওয়াচ লঞ্চ করল boAt, সঙ্গে কলিং-সহ আনলিমিটেড ফিচার

Follow Us

boAt একটি স্টাইলিশ স্মার্টওয়াচ লঞ্চ করেছে, যেটি দেখতে হুবহু Apple Watch Ultra-এর মত। এই নতুন স্মার্টওয়াচটির নাম boAt Wave Elevate। স্মার্টওয়াচটিতে HD স্ক্রিন এবং ব্লুটুথ কলিং সাপোর্ট রয়েছে। ফোনটির ডিজাইন ছাড়াও এতে রয়েছে অনেক দুর্দান্ত ফিচার রয়েছে। চলুন জেনে নেওয়া যাক বোট ওয়েভ এলিভেটের দাম, ফিচার ও স্পেসিফিকেশন।

ফিচার ও স্পেসিফিকেশন:

boAt Wave Elevate-একটি 1.96-ইঞ্চি এইচডি স্ক্রিন রয়েছে, যাতে 500 nits এর ব্রাইটনেস রয়েছে। এতে প্রচুর ওয়াচ ফেস রয়েছে। আপনি চাইলে তা নিজের পছন্দমতো কাস্টমাইজ করতে পারবেন। এর জন্য আপনাকে অ্যাপ ব্যবহার করতে হবে। আপনি ঘড়ি থেকে সরাসরি কল করতে পারবেন এবং 20টি পরিচিতি শেয়ার করতে পারেন।

BoAt Wave Elevate-এ প্রচুর হেলথ ফিচার রয়েছে। যদিও বাজারে বর্তমানে এমন অনেক কম দামেরও স্মার্টওয়াচ রয়েছে, যাতে হেলথ ফিচার থাকে। এটিতে 50টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে, যা আপনার যে কোনও কার্যকলাপ ট্র্যাক করতে পারে। এতে হ্যান্ডস-ফ্রি কন্ট্রোলের জন্য ভয়েস অ্যাসিস্টেন্টেরও সাপোর্ট রয়েছে, যাতে আপনি আপনার স্মার্টফোন স্পর্শ না করেই আপনার স্মার্টওয়াচ ব্যবহার করতে পারবেন।

boAt Wave Elevate হল এমন একটি স্মার্টওয়াচ, যা আপনার ফিটনেস এবং স্বাস্থ্য উভয়ই ট্র্যাক করার জন্য ডিজাইন করা হয়েছে। এটিতে Google Fit এবং Apple Health দুটোই কাজ করে। আপনার হৃদস্পন্দন, SpO2 স্তর এবং দৈনন্দিন কার্যকলাপ ট্র্যাক করে। ফিটনেস এবং স্বাস্থ্য ছাড়াও, বোট ওয়েভ এলিভেটে আরও অনেক ফিচার রয়েছে, যেমন সেডেন্টারি অ্যালার্ট, ক্যামেরা কন্ট্রোল, লাইভ ক্রিকেট স্কোর, মিউজিক কন্ট্রোল, ওয়েদার আপডেট, অ্যালার্ম, স্টপওয়াচ, ডু নট ডিস্টার্ব (ডিএনডি) মোড ফিচার। ঘড়িটি একবার চার্জে আপনি 5 দিন ব্যবহার করতে পারবেন।

BoAt Wave Elevate স্মার্টওয়াচের দাম:

BoAt Wave Elevate স্মার্টওয়াচটির দাম 2,299 টাকা। আপনি এটি Amazon-এ 6 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে কিনতে পারবেন। এটি ধূসর, কালো, সবুজ এবং কমলা রঙে পাওয়া যায়।

Next Article