Boult Audio Curve ANC: 40 ঘণ্টা ননস্টপ গান চললেও থাকবে চার্জ, Boult-র এই নেকব্যান্ড না কিনলেই লস!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 12, 2023 | 6:08 AM

Boult Audio Curve ANC Price: ভারতের জনপ্রিয় অডিয়ো ডিভাইস প্রস্তুতকারী ব্র্যান্ড বোল্ট (Boult) ভারতে তাদের নতুন Boult Audio Curve ANC নেকব্যান্ড ইয়ারফোন লঞ্চ করেছে। এই নেকব্যান্ডটিতে ইলেকট্রনিক নয়েজ ক্যান্সেলেশন ফিচার রয়েছে।

Boult Audio Curve ANC: 40 ঘণ্টা ননস্টপ গান চললেও থাকবে চার্জ, Boult-র এই নেকব্যান্ড না কিনলেই লস!

Follow Us

Boult Audio Curve ANC Features: বিগত কয়েক বছর ধরে দেশে ইয়ারবাড, ইয়ারফোনের চাহিদা বেশ বেড়েছে। আর সেই তালিকায় নেকব্যান্ড ইয়ারফোনও রয়েছে। বাজারে ইলেকট্রনিক কোম্পানিগুলিও একের পর এক ইয়ারফোন লঞ্চ করে চলেছে। অনেকেই মনে করেন, ইয়ারবাড, ইয়ারফোন কিংবা হেডফোন মানেই বুঝি অনেক দাম। তাই বার-বার কেনার প্ল্য়ান করেও কিনতে পারেন না খরচার কথা ভেবে। আপনিও যদি কম বাজেটে ভাল নেকব্যান্ড (Neckband) খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ভারতের জনপ্রিয় অডিয়ো ডিভাইস প্রস্তুতকারী ব্র্যান্ড বোল্ট (Boult) ভারতে তাদের নতুন Boult Audio Curve ANC নেকব্যান্ড ইয়ারফোন লঞ্চ করেছে। এই নেকব্যান্ডটিতে ইলেকট্রনিক নয়েজ ক্যান্সেলেশন ফিচার রয়েছে। কোম্পানির দাবি, Boult Audio Curve ANC (অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন) সমেত 30 ঘন্টা এবং ANC ছাড়া 40 ঘন্টা নন-স্টপ চালাতে পারে। ইয়ারফোনে টাইপ-সি ফাস্ট-চার্জিং সাপোর্ট রয়েছে। ব্যবহারকারীরা মাত্র 10 মিনিট চার্জ দিয়ে 10 ঘন্টা পর্যন্ত নন-স্টপ মিউজিক শুনতে পারবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সদ্য লঞ্চ হওয়া নেকব্যান্ডের ফিচার ও দাম।

Boult Audio Curve ANC-এর দাম:

ভারতে Boult Audio Curve ANC-এর দাম 1,299 টাকা। ব্লুটুথ ইয়ারফোনটি বোল্টের অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং Amazon-এর মাধ্যমে কিনতে পারবেন। বোল্ট অডিয়ো কার্ভ ANC কালো এবং সবুজ-এই দু’টি রঙে বাজারে চালু করা হয়েছে।

Boult Audio Curve ANC-এর স্পেসিফিকেশন:

বোল্ট অডিয়ো কার্ভ ANC ইয়ারফোনে 12mm ড্রাইভার এবং BoomX প্রযুক্তি দেওয়া হয়েছে। ইয়ারফোনগুলি ব্লুটুথ v5.3 ব্লিঙ্ক এবং পেয়ার প্রযুক্তিতে ডুয়াল ডিভাইস পেয়ারিং বিকল্প অফার করে। ব্যবহারকারীরা এটি দু’টি ভিন্ন ডিভাইসের সঙ্গে যুক্ত করতে পারেন। ইয়ারফোনগুলি IPX5 রেটিং সহ আসে।

Boult Audio Curve ANC-এর ফিচার:

নেকব্যান্ড ইয়ারফোনটিতে হ্যান্ডস-ফ্রি কলিং এবং 25dB ANC পর্যন্ত Zen Tech ENC (ইলেক্ট্রনিক নয়েজ বাতিলকরণ) রয়েছে। বোল্ট অডিয়ো কার্ভ ল্যাগ-ফ্রি অডিয়ো এবং 40 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেয়। এটি 60ms অতি লো লেটেন্সি সহ আসে। ইয়ারফোনটি চার্জ করার জন্য টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে। বোল্ট অডিয়ো কার্ভ ANC-এর ভলিউম কন্ট্রোল করতে এবং এটি অন-অফ করার জন্য একটি ইনলাইন কন্ট্রোলার রয়েছে।

Next Article