Boult নিয়ে এল সস্তার তিন দুর্ধর্ষ ইয়ারবাড, দাম 899 টাকা থেকে শুরু

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 20, 2023 | 12:43 PM

Boult কনজ়িউমার টেক ব্র্যান্ডটি সম্প্রতি নতুন রেঞ্জের TWS Earbuds লঞ্চ করেছে, যাদের দাম খুবই কম। বোল্টের নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাডগুলি হল Y1 Pro, W50 এবং W20। এগুলি আপনি ক্রয় করতে পারবেন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যামাজ়ন থেকে।

Boult নিয়ে এল সস্তার তিন দুর্ধর্ষ ইয়ারবাড, দাম 899 টাকা থেকে শুরু
এসে গেল বোল্টের নতুন ইয়ারবাড।

Follow Us

একটা সময় ছিল যখন ওয়্যারলেস ইয়ারবাডকে ব্যয়বহুল প্রোডাক্ট হিসেবে ধরা হত। এখন আর সেই দিন নেই। পকেটে 1,000 টাকা থাকলেই আপনি বিভিন্ন ব্র্যান্ডের ইয়ারবাড ক্রয় করতে পারেন। সেই তালিকায় প্রথমেই Boult নামক ব্র্যান্ডের কথা আসবে। দেশের সেই কনজ়িউমার টেক ব্র্যান্ডটি সম্প্রতি নতুন রেঞ্জের TWS Earbuds লঞ্চ করেছে, যাদের দাম খুবই কম। বোল্টের নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাডগুলি হল Y1 Pro, W50 এবং W20। এগুলি আপনি ক্রয় করতে পারবেন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যামাজ়ন থেকে।

Boult Y1 Pro

Boult Y1 Pro ইয়ারবাডটি লঞ্চ করা হয়েছে 1,099 টাকায়। মেটালিক ফিনিশের এই ইয়ারবাডটি কালো, লাল এবং নীল এই তিন রঙে পাওয়া যাবে। ইয়ারবাডটি টানা 60 ঘণ্টার ব্যাটারি জীবন দিতে পারে। একটি ইউএসবি-সি চার্জিং পোর্টের সাহায্যে ফাস্ট চার্জিংয়ে সক্ষম এটি। মাত্র 10 মিনিটের চার্জেই ইয়ারবাডটি 120 মিনিটের প্লেব্যাক টাইম দিতে পারে। রয়েছে ব্লিঙ্ক অ্যান্ড পেয়ার টেকনোলজি, যার মাধ্যমে ইউজাররা খুব দ্রুত ফোনের সঙ্গে কানেক্ট করতে পারবেন।

ZEN Quad Mic ENC প্রযুক্তি দেওয়া হয়েছে ইয়ারবাডটিতে, যা কলিং কোয়ালিটি বাড়াতে পারে এবং নয়েজ় ক্যান্সেলেশন অফার করে। 13mm ড্রাইভার দেওয়া হয়েছে এবং BoomX ব্যস সাপোর্ট করছে। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে টাচ কন্ট্রোল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট এবং IPX5 ওয়াটার রেজ়িস্ট্যান্ট।

Boult W50

এই ইয়ারবাডটি লঞ্চ করা হয়েছে মাত্র 999 টাকায়। অ্যাশ ব্ল্যাক, ব্লু লাস্টার, সিলভার স্যান্ড ও রুবি ব্রোঞ্জ এই কয়েকটি রঙে পাওয়া যাবে ইয়ারবাডটি। 50 ঘণ্টার প্লেটাইম দিতে পারে এটি, ফাস্ট-চার্জিংও সাপোর্ট করে। Boult-এর তরফ থেকে বলা হয়েছে মাত্র 10 মিনিটের চার্জে 150 মিনিটের প্লেটাইম দিতে পারে ইয়ারবাডটি। 45ms আলট্রা লো ল্যাটেন্সি সাপোর্ট করে কমব্যাট গেমিং মোডে। আগের ইয়ারবাডের মতো এটিও Zen Quad Mic ENC প্রযুক্তি সাপোর্ট করে। ক্রিস্টাল-ক্লিয়ার ভয়েস কোয়ালিটি দিতে পারে এর সাহায্যে, যা কলিং ও গেমিংয়ের জন্য আদর্শ।

Boult W20

এই রেঞ্জের সবথেকে সস্তার ইয়ারবাড হল Boult W20, যার দাম মাত্র 899 টাকা। তিনটি কালার অপশনে পাওয়া যাবে ইয়ারবাডটি- স্পেস, ব্ল্যাক, পাইন গ্রিন ও গ্লেসিয়ার ব্লু। এক চার্জে 32 ঘণ্টার প্লেটাইম দিতে পারে ইয়ারবাডটি এবং তার স্ট্যান্ডবাই টাইম 120 ঘণ্টা। মাত্র 10 মিনিটের চার্জেই 120 মিনিটের প্লেটাইম দিতে পারে ডিভাইসটি। কম্ব্যাট গেমিং মোড থাকার ফলে গেমাররা 45ms ল্যাটেন্সি সাউন্ড পাবেন। 13 mm ড্রাইভার রয়েছে, যা BoomX টেকনোলজি দ্বারা চালিত। সুপ্রিম ব্যস ও চমৎকার অডিও কোয়ালিটি সাপোর্ট করে ডিভাইসটি।

Next Article