Boult Omega TWS ইয়ারবাড লঞ্চ হল ভারতে, দাম মাত্র 2,499 টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 29, 2022 | 5:05 PM

এই Boult Omega TWS ইয়ারবডটি ভারতে লঞ্চ করা হয়েছে 2,499 টাকায়। বোল্ট অডিওর অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজ়ন থেকে এই ইয়ারবাডটি ক্রয় করতে পারবেন ব্যবহারকারীরা।

Boult Omega TWS ইয়ারবাড লঞ্চ হল ভারতে, দাম মাত্র 2,499 টাকা
বোল্ট ওমেগা নামক নতুন TWS ইয়ারবাড লঞ্চ হল।

Follow Us

সস্তার ওয়্যারেবল ব্র্যান্ড Boult Audio ভারতে একটি নতুন TWS ইয়ারবাড নিয়ে এসেছে। সেই লেটেস্ট অডিও ডিভাইসটির নাম Boult Omega TWS ইয়ারবাড। এই ওমেগা ইয়ারবাডের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে জ়েন মোড এনভায়রনমেন্টাল নয়েজ় ক্যান্সেলেশন, যা মাইক্রোফোন ইনপুটে পাওয়া সম্ভব। IPX5 ওয়াটার রেজিস্ট্যান্ট ইয়ারবাডটিতে কোয়াড মিক্স, মাল্টিপল মিউজ়িক মোডস, ফেদার টাচ কন্ট্রোলের মতো গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে।

Boult Omega ইয়ারবাড: দাম ও উপলব্ধতা

এই Boult Omega TWS ইয়ারবডটি ভারতে লঞ্চ করা হয়েছে 2,499 টাকায়। বোল্ট অডিওর অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজ়ন থেকে এই ইয়ারবাডটি ক্রয় করতে পারবেন ব্যবহারকারীরা।

Boult Omega ইয়ারবাড: স্পেসিফিকেশন

এই TWS ইয়ারবাডে রয়েছে ডেডিকেটেড 45ms লো-ল্যাটেন্সি গেমিং মোড। এই ইয়ারবাড কানেক্ট করে গেম খেললে অনবদ্য গেমিং অভিজ্ঞতা পেতে চলেছেন ব্যবহারকারীরা। জ়েন মোড এনভায়রনমেন্টাল নয়েজ় ক্যান্সেলেশনে মাইক্রোফনটি অন করে রাখলে ইনপুট, কোয়াড মিক্স, মাল্টিপল মিউজ়িক মোডস (ইনবিল্ট), IPX5 ওয়াটার রেজিস্ট্যান্স, ফেদার টাচ কন্ট্রোল, ব্লুটুথ ভার্সন 5.2 এবং 10mm হাই-ফাইড্রাইভার্স ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ ফিচার দিতে পারে। iOS, অ্যান্ড্রয়েড, ম্যাকবুক এবং উইন্ডোজ় সমস্ত প্ল্যাটফর্মেই চলবে এই ইয়ারবাড।

একটি বিবৃতির মাধ্যমে বোল্ট অডিও লেটেস্ট ওয়্যারেবলটি সম্পর্কে বলছে, “এখন একটা ইয়ারবাড ব্যবহারকারীর অন্যতম প্রধান চাহিদা হল, দুর্ধর্ষ অডিও অভিজ্ঞতা। এখন স্মার্টফোনের সাউন্ডের সঙ্গে তা যদি ত্বরান্বিত করা যায়, তাহলে তো আর কোনও কথাই নেই। ডিজিটালাইজেশন হল আজকের দিনে ইয়ারফোন এবং হেডফোনের বাজারকে চালিত করার অন্যতম বিশেষ কারণ। গ্র্যান্ড ভিউ রিসার্চের একটি প্রতিবেদন অনুসারে, 2019 সালে এই সেগমেন্টের বিশ্বব্যাপী বাজারের মূল্য USD 25.1 বিলিয়ন ছিল। 2020 থেকে 2027 সালের মধ্যে 20.3% বার্ষিক বৃদ্ধির হার (CAGR) পৌঁছানোর অনুমান করা হয়েছে।”

Next Article