BSNL বা ভারতে সঞ্চার নিগম লিমিটেড সম্প্রতি তাদের এক বছরের প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ বাড়িয়েছে। এর আগে এই প্ল্যানের মেয়াদ ছিল ৩৬৫ দিন। তবে বর্তমানে এই প্ল্যানের মেয়াদ ৬০ দিন অতিরিক্ত বাড়ানো হয়েছে। ডেটা, কল, এসএমএস- সমস্ত পরিষেবাই পাওয়া যাবে এই অতিরিক্ত ৬০ দিনের মেয়াদের মধ্যে। BSNL-এর এই প্রিপেড রিচার্জ প্ল্যানের খরচ ২৩৯৯ টাকা। শোনা গিয়েছে, জুন মাসের শেষ পর্যন্ত প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ এই অফার চালু থাকবে। ইতিমধ্যেই যেসব ইউজাররা BSNL-এর এই প্ল্যানে রিচার্জ করেছেন তাঁরাও এই অতিরিক্ত মেয়াদের সুবিধা পাবেন। BSNL-এর ওয়েবসাইটে দেখা গিয়েছে ২৩৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন থেকে হয়েছে ৪২৫ দিন। পয়লা এপ্রিল থেকে ২৯ জুনের মধ্যে যাঁরা BSNL-এর ২৩৯৯ টাকার এক বছরের প্রিপেড প্ল্যানে রিচার্জ করবেন তাঁরাই এই সুবিধা পাবেন।
এবার দেখে নেওয়া যাক BSNL- এর ২৩৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা রয়েছে
এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে ইউজাররা আনলিমিটেড কলের পরিষেবা পাবেন। লোকাল এবং এসটিডি ভয়েস কলিং, দু’ক্ষেত্রেই এই পরিষেবা বজা থাকবে। এর পাশাপাশি লোকাল সার্ভিস এরিয়া এবং ন্যাশনাল রোমিং ও এমটিএনএল নেটওয়ার্ক (মুম্বই ও দিল্লি)-র ক্ষেত্রেও এই পরিষেবা কাজ করভে। এছাড়াও প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা পাবেন ইউজাররা। তবে ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে হবে ৪০কেবিপিএস। এছাড়াও প্রতিদিন ১০০ এসএমএস ফ্রি পাবেন ইউজাররা। এর আগে জানুয়ারি মাসে এই প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন থেকে বাড়িয়ে ৪৫৫ দিন করা হয়েছিল। অর্থাৎ অতিরিক্ত ৯০ দিন এই প্ল্যানের মেয়াদ বাড়ানো হয়েছিল।
BSNL- এর ২৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে কল এবং ডেটা পরিষেবা ছাড়াও থাকছে personal ring back tone পরিষেবা। এর মাধ্যমে ৩০ দিনের জন্য বিভিন্ন গান পরিবর্তন করার সুযোগ পাবেন ইউজাররা। এর পাশাপাশি Eros Now entertainment- এর ৩০ দিনের অ্যাকসেস পাবেন গ্রাহকরা। অর্থাৎ বেশ অনেক সুবিধাই রয়েছে BSNL- এর ২৩৯৯ টাকার এক বছরের প্রিপেড রিচার্জ প্ল্যানে।
প্রসঙ্গত উল্লেখ্য, দেশে এখনও BSNL- এর ৪জি নেটওয়ার্ক রোলিং আউট চলছে। চলতি বছর অর্থাৎ ২০২২ সালের শেষে এই প্রক্রিয়া শেষ হবে। তখন ইউজাররা ৪জি ব্যবহারের ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতা আপগ্রেড করতে পারবেন। অন্যদিকে চলতি বছর অগস্ট-সেপ্টেম্বর মাস নাগাদ অন্যান্য টেলিকম সংস্থাগুলি ভারতে সম্ভবত ৫জি পরিষেবা চালু করে দেবে।