ColorFit Vision 3: সস্তায় অ্যাপল ওয়াচের আদলে স্মার্টওয়াচ বাজারে আনল Noise

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 28, 2023 | 12:55 PM

ColorFit Vision 3 Price: ColorFit Vision 2-এর তুলনায় এই স্মার্টওয়াচটিতে একটি বড় ডিসপ্লে, ব্লুটুথ কলিং সাপোর্ট এবং প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে। স্মার্টওয়াচটিতে একটি 1.96-ইঞ্চি AMOLED ডিসপ্লে, ডিজিটাল ক্রাউন এবং একটি সাইড বোতাম রয়েছে।

ColorFit Vision 3: সস্তায় অ্যাপল ওয়াচের আদলে স্মার্টওয়াচ বাজারে আনল Noise

Follow Us

ColorFit Vision 3 Price In India: স্মার্টওয়াচ ব্র্যান্ড Noise ভারতে একের পর এক স্মার্টওয়াচ লঞ্চ করে চলেছে। চলতি মাসের শুরুতে, কোম্পানিটি Noise Crew Pro, NoiseFit Fuse এবং NoiseFit Vortex স্মার্টওয়াচগুলি লঞ্চ করেছে। সেগুলি ভারতীয় বাজারে বিরাট জনপ্রিয়তা পেয়েছে। সেই জনপ্রিয়তাকে ধরে রাখতেই কোম্পানিটি বর্তমানে আরও একটি নতুন স্মার্টওয়াচ Noise ColorFit Vision 3 চালু করেছে। ColorFit Vision 2-এর তুলনায় এই স্মার্টওয়াচটিতে একটি বড় ডিসপ্লে, ব্লুটুথ কলিং সাপোর্ট এবং প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে। স্মার্টওয়াচটিতে একটি 1.96-ইঞ্চি AMOLED ডিসপ্লে, ডিজিটাল ক্রাউন এবং একটি সাইড বোতাম রয়েছে। এছাড়াও ঘড়িটিতে বেশ কয়েকটি হেলথ ট্র্যাকিং ফিচার রয়েছে। যেমন- আপনার শ্বাস প্রশ্বাসকে মাপতে পারবেন, 24/7 হার্ট রেট মনিটর এবং spO2 মনিটরিং। চলুন জেনে নেওয়া যাক এই ঘড়িটির দাম ও অন্যান্য স্পেসিফিকেশন।

ColorFit Vision 3-এর দাম:

ColorFit Vision 3 স্মার্টওয়াচটি পাঁচটি রঙে বাজারে এসেছে। জেট ব্ল্যাক, ক্লাসিক ব্রাউন, ফরেস্ট গ্রিন, জেট ব্ল্যাক: এলিট এডিশন এবং গ্লসি সিলভার। ঘড়িটির সিলিকন এবং লেদার ভ্যারিয়েন্টের দাম 3,999 টাকা এবং মেটাল স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের 4,999 টাকা। এবার প্রশ্ন হল আপনি এই ColorFit Vision 3 স্মার্টওয়াচটি কোথা থেকে কিনবেন? আপনি এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart এর মাধ্যমে কেনা যাবে।

ColorFit Vision 3-এর স্পেসিফিকেশন ও ফিচার:

Noise ColorFit 3-এ একটি 1.96-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে, যার প্রান্তগুলি গোলাকার। ডিসপ্লেতে 410×502 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ঘড়িটিতে একটি ডিজিটাল ক্রাউন এবং একটি সাইড বোতাম কম্বো রয়েছে, যা অনেকটা দেখতে অ্যাপল ওয়াচের মতো।

কানেকশনের জন্য, ঘড়িটিতে “TRU SYNC” প্রযুক্তি সহ ব্লুটুথ 5.3 এবং কলিং সুবিধাও রয়েছে। এটিতে 150টিরও বেশি ওয়াচ ফেস, স্মার্ট DND এবং 100টি স্পোর্টস মোড রয়েছে। এছাড়াও নয়েজের এই স্মার্টওয়াচটিতে অটো স্পোর্টস ডিটেকশন, 24/7 হার্ট রেট মনিটর, পিরিয়ড সাইকেল ট্র্যাকার, spO2 মনিটরিং, স্ট্রেস এবং স্লিপ ট্র্যাকারের মতো হেলথ ফিচার রয়েছে।
স্মার্টওয়াচটিতে জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP68 রেটিং দেওয়া হয়েছে। এর ব্যাটারি লাইফ নিয়ে কোম্পানির দাবি, ঘড়িটি ব্লুটুথ কলিং ছাড়া 7 দিন এবং কলিং সহ 2 দিন ব্যবহার করা যাবে। অর্থাৎ আপনি বার বার চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন।

Next Article