Google Data Centre: গুগল ডেটা সেন্টারে ‘বৈদ্যুতিক দুর্ঘটনা’, অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে তিন ইলেকট্রিশিয়ান

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 11, 2022 | 6:44 PM

Electrical Incident: বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া শহরের গুগল ডেটা সেন্টারে। তিনজন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, আহত ওই ইলেকট্রিশিয়ানরা স্থিতিশীল অবস্থায় আছেন।

Google Data Centre: গুগল ডেটা সেন্টারে বৈদ্যুতিক দুর্ঘটনা, অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে তিন ইলেকট্রিশিয়ান
গুগল ডেটা সেন্টারে ভয়াবহ দুর্ঘটনা।

Follow Us

গুগলের ডেটা সেন্টারে (Google Data Centre) ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন তিন ইলেকট্রিশিয়ান (Electrician)। সূত্রের খবর, টেক জায়ান্টের ডেটা সেন্টারে আগুন ধরার ফলে ওই তিন ইলেকট্রিশিয়ানের শরীরের বেশি কিছু অংশ পুড়ে যায়। আইওয়ার কাউন্সিল বাফের একটি হাসপাতাসলে তাঁদের ভর্তি করা হয়েছে। কাউন্সিল ব্লাফ পুলিশ দফতর এবং গুগলের তরফ থেকে জানানো হয়েছে যে, ‘ইলেকট্রিক্যাল দুর্ঘটনার’ (Electrical Incident) কারণেই আহত হন ওই তিন ইলেকট্রিশিয়ান।

মার্কিন যুক্তরাষ্ট্রে মোট 14টি ডেটা সেন্টার রয়েছে। আর সারা বিশ্বে সেই ডেটা সেন্টারের সংখ্যা 23। এখন প্রশ্ন হচ্ছে, ডেটা সেন্টারে ঠিক কী কাজ হয়? গুগলের সমস্ত প্রডাক্ট থেকে শুরু করে পরিষেবা যথাসময়ে চালিত হয় এই ডেটা সেন্টারগুলি থেকেই। কাউন্সিল ব্লাফের এই লোকেশন সাইটটি প্রথম খোলা হয় 2009 সালে, যা গুগলের সর্ববৃহৎ ডেটা সেন্টার।

কাউন্সিল ব্লাফ পুলিশ ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, সোমবার মধ্যরাতে এই ঘটনাটি ঘটে। সংবাদমাধ্যম এসএফগেট-এর তরফে জানানো হয়েছে, যখন একটি বৈদ্যুতিক বিস্ফোরণ ঘটে, তখন ওই ইলেকট্রিশিয়ানরা ডেটা সেন্টার ভবনের কাছাকাছি একটি সাবস্টেশনে কাজ করছিলেন, যা আর্ক ফ্ল্যাশ নামেও পরিচিত। সেখানেই তিন ইলেকট্রিশিয়ান দগ্ধ হন।

ওই তিনজনের মধ্যে একজনের অবস্থা এতটাই গুরুতর হয় যে, বিমানে তাঁকে নেব্রাস্কা মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। বাকি দুজনকে অ্যাম্বুল্যান্সে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাউন্সিল ব্লাফে গুগলের ডেটা সেন্টারটি থেকে নেব্রাস্কা মেডিক্যাল সেন্টারের দূরত্ব খুবই কম। আইওয়া নেব্রাস্কা বর্ডারে অবস্থিত ওই ডেটা সেন্টারটি।

কাউন্সিল ব্লাফ পুলিশ দফতরের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার পর তিনজন কর্মী সজ্ঞানে ছিলেন এবং তাঁদের মেডিক্যাল কেয়ারে নিয়ে যাওয়ার সময় স্বাভাবিক ভাবেই নিঃশ্বাস নিচ্ছিলেন। সংবাদমাধ্যম এসএফগেটের কাছে গুগলের মুখপাত্র ডেভন স্মাইলি দাবি করেছেন, আইওয়ার কাউন্সিল ব্লাফসে তাঁদের ডেটা সেন্টারে বৈদ্যুতিক দুর্ঘটনাটি সম্পর্কে তাঁরা অবগত।

তাঁর কথায়, “সমস্ত কর্মীদের স্বাস্থ্য এবং নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা পরিস্থিতিটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে এবং প্রয়োজনে সহায়তা প্রদান করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।”

Next Article