Fire-Boltt সস্তা দামে ভারতে লঞ্চ করল আরও এক স্মার্টওয়াচ, বৃষ্টিতে ভিজুন যত খুশি

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 11, 2023 | 7:10 PM

Fire-Boltt Emerald Price: ফায়ার-বোল্ট স্মার্টওয়াচটিতে জল প্রতিরোধের জন্য একটি IP68 রেটিং রয়েছে। কোম্পানির দাবি, বৃষ্টিতে ভিজলেও তেমন কিছুই হবে না স্মার্টওয়াচটির। এছাড়াও এতে ভাল ব্যাটারি দেওয়া হয়েছে। একবার চার্জে আপনি এক সপ্তাহ টাকা চালাতে পারবেন।

Fire-Boltt সস্তা দামে ভারতে লঞ্চ করল আরও এক স্মার্টওয়াচ, বৃষ্টিতে ভিজুন যত খুশি

Follow Us

Fire-Boltt Emerald Features: দেশীয় কোম্পানি ফায়ার-বোল্ট বছর শুরু থেকেই একের পর এক নতুন স্মার্টওয়াচ নিয়ে হাজির হচ্ছে। এবার ফায়ার-বোল্ট তাদের নতুন স্মার্টওয়াচ Fire-Boltt Emerald লঞ্চ করেছে। Fire-Boltt Emerald কোম্পানির নতুন সিরিজ জুয়েলস অফ টাইমের অধীনে চালু করা হয়েছে। এতে ডায়মন্ড কাট গ্লাস ডায়াল ব্যবহার করা হয়েছে। ঘড়িতে একটি 1.09-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ব্লুটুথ কলিংও দেওয়া হয়েছে। এমনিতেই বর্তমানে বহু স্মার্টওয়াচেই হেলথ ফিচার দেওয়া হয়। ফলে কোম্পানিটি এতে অনেক ধরনের হেলথ ফিচার দিয়েছে। শুধুই হেলথ ফিচার বললে কম বলা হবে। এছাড়াও এতে আরও অনেক ফিচার দেওয়া হয়েছে, যেগুলি আপনার স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু খেয়াল রাখবে। চলুন জেনে নেওয়া যাক দাম, ফিচার ও স্পেসিফিকেশন।

Fire-Boltt Emerald-এর দাম:

ফায়ার-বোল্ট পান্নার দাম রাখা হয়েছে 5,999 টাকা। ফায়ারবোল্টের এই ঘড়িটি কোম্পানির সাইট থেকে সবুজ, নীল এবং গোলাপ সোনার রঙে কিনতে পারবেন। এতে ধাতব স্ট্র্যাপ দেওয়া হয়েছে। এটি স্টেইনলেস স্টিলের স্ট্র্যাপের ডিজাইনে লঞ্চ করা হয়েছে।

Fire-Boltt Emerald-এর ফিচার ও স্পেসিফিকেশন:

এতে একটি 1.09-ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে। ব্লুটুথ কলিং-এর ফিচারও পেয়ে যাবেন। এতে মাইক্রোফোন এবং স্পিকারও রয়েছে। ফায়ার-বোল্টের এই ঘড়িতে ব্লাড অক্সিজেন (SpO2) মনিটরিং, হার্ট রেট ট্র্যাকিং এবং স্লিপ ট্র্যাকিংয়ের মতো ফিচারগুলি রয়েছে। এই সব ফিচারের সুবিধা হল, এগুলি আপনার স্বাস্থ্যের উপর সম্পূর্ণ খেয়াল রাখে। ফলে আপনি দিনে কতটা ঘুমিয়েছিলেন, কতটা বেয়াম করেছেন, সব কিছুই জেনে নিতে পারবেন এই সব ফিচারের সাহায্যে।

ফায়ার-বোল্ট এমারল্ডের ব্যাটারির জন্য পাঁচ দিনের ব্যাকআপ দাবি করা হয়েছে। ফোনের সমস্ত বিজ্ঞপ্তি ঘড়িতে পাওয়া যাবে এবং আপনি ঘড়ি থেকেই ফোনের ক্যামেরা নিয়ন্ত্রণ করতে পারবেন। ফায়ার-বোল্ট স্মার্টওয়াচটিতে জল প্রতিরোধের জন্য একটি IP68 রেটিং রয়েছে। কোম্পানির দাবি, বৃষ্টিতে ভিজলেও তেমন কিছুই হবে না স্মার্টওয়াচটির। এছাড়াও এতে ভাল ব্যাটারি দেওয়া হয়েছে। একবার চার্জে আপনি এক সপ্তাহ টাকা চালাতে পারবেন।

Next Article