Fitshot Saturn: 1.3 ইঞ্চির কসমিক ডিসপ্লে দিয়ে স্মার্টওয়াচ আনল Fitshot, পাবেন 100-র বেশি স্পোর্টস মোড

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 23, 2023 | 3:52 PM

Fitshot Saturn Smartwatch Price: ইলেকট্রনিক্স ব্র্যান্ড Fitshot ভারতে ফিটশট স্যাটার্ন (Fitshot Saturn) স্মার্টওয়াচ চালু করেছে। এর আগে কোম্পানিটি ভারতীয় বাজারে ফিটশট ক্রিস্টাল এনেছিল। নতুন স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং-এর সুবিধা পাওয়া যাচ্ছে।

Fitshot Saturn: 1.3 ইঞ্চির কসমিক ডিসপ্লে দিয়ে স্মার্টওয়াচ আনল Fitshot, পাবেন 100-র বেশি স্পোর্টস মোড

Follow Us

Fitshot Saturn Features: ভারতীয় বাজারে স্মার্টওয়াচের বেশ রমরমা লক্ষ্য করা যায়। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে নির্মাতারাও একের পর এক স্মার্টওয়াচ বাজারে এনেই চলেছে। কে কত ভাল ফিচার দিতে পারবে সেই নিয়ে প্রতিযোগিতার শেষ নেই। আর এরই মধ্যে ইলেকট্রনিক্স ব্র্যান্ড Fitshot ভারতে ফিটশট স্যাটার্ন (Fitshot Saturn) স্মার্টওয়াচ চালু করেছে। এর আগে কোম্পানিটি ভারতীয় বাজারে ফিটশট ক্রিস্টাল এনেছিল। নতুন স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং-এর সুবিধা পাওয়া যাচ্ছে। Fitshot Saturn-এ 1.3 ইঞ্চি ডিসপ্লে এবং 100 টিরও বেশি স্পোর্টস মোডের সাপোর্ট রয়েছে। একাধিক হেলথ ট্র্যাকিং ফিচারও স্মার্টওয়াচ দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন স্মার্টওয়াচের দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে।

Fitshot Saturn-এর দাম:

নীল, কালো, ধূসর এবং সবুজ রঙের বিকল্পে স্মার্টওয়াচটি চালু করা হয়েছে। Fitshot Saturn 2,999 টাকা দামে চালু করা হয়েছে এবং স্মার্টওয়াচটি Flipkart এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। ঘড়িটিতে কোম্পানি 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে।

Fitshot Saturn-এর ফিচার ও স্পেসিফিকেশন:

স্মার্টওয়াচটি একটি 1.32-ইঞ্চি কসমিক ডিসপ্লে পায়, যা 60Hz রিফ্রেশ রেট, 360×360 পিক্সেল রেজোলিউশন এবং 500 নিট ব্রাইটনেস রয়েছে। স্মার্টওয়াচে রাউন্ড ডায়াল পাওয়া যায়। স্মার্টওয়াচে উন্নত ব্লুটুথ কলিং সুবিধা দেওয়া হয়েছে। কল করার জন্য স্মার্টওয়াচে ইন্টারনাল স্পিকার এবং মাইক উপলব্ধ। এছাড়াও কল ডায়ালের মত অপশনও পাওয়া যায়। কোম্পানির দাবি, একবার সম্পূর্ণ চার্জে ঘড়িটি সাত দিন চলতে পারে। ফিটশট স্যাটারনে 100 টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে।

এছাড়াও স্মার্টওয়াচটিতে হার্ট রেট মনিটর, রক্তের অক্সিজেন ট্র্যাকিংয়ের জন্য SpO2, স্ট্রেস, স্লিপ মনিটর ট্র্যাকিংয়ের মতো হেল্প ট্র্যাকিং ফিচারগুলিও অফার করে। অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এই স্মার্টওয়াচটিতে, ক্যামেরা এবং মিউজিক কন্ট্রোল, ক্যালকুলেটর, টর্চলাইট এবং আবহাওয়ার পূর্বাভাসের মতো ফিচার রয়েছে। এছাড়াও এতে নতুন সোলোসিঙ্ক টেকনোলজি থাকায় কম ব্যাটারি খরচ করে ব্লুটুথ কলিং ফিচার উপভোগ করতে পারবেন। আপনি একবার চার্জে স্মার্টওয়াচটি 7 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। স্মার্টওয়াচটিটে ব্লুটুথ ভি5 কানেক্টিভিটি যুক্ত রয়েছে। যা জল এবং ধুলো থেকে সুরক্ষার দেওয়ার জন্য IP68 রেটিংপ্রাপ্ত।

Next Article