55 ইঞ্চির এই Ultra HD স্মার্টটিভি বিক্রি হচ্ছে পুরো অর্ধেক দামে, অফার আর কয়েক ঘণ্টা..

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 15, 2023 | 1:26 PM

Flipkart Big Billion Days: আপনি একটি 55 ইঞ্চির স্মার্ট টিভি একদম অর্ধেক দামে কিনতে পারবেন। এই টিভিতে ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ব্যাংক অফারও পেয়ে যাবেন। এছাড়া যদি আপনার কাছে একটি পুরনো টিভি থাকে, তবে আপনি এক্সচেঞ্জও করে নিতে পারেন। এই এক্সচেঞ্জ অফার হিসেবে আপনি 2600 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন।

55 ইঞ্চির এই Ultra HD স্মার্টটিভি বিক্রি হচ্ছে পুরো অর্ধেক দামে, অফার আর কয়েক ঘণ্টা..

Follow Us

Flipkart-এ Big Billion Days সেলের আজ অর্থাৎ 15 অক্টোবর শেষ দিন। সেলটি 8 অক্টোবর থেকে শুরু হয়েছিল। পুরো সেলেই প্রায় সব জিনিসের উপর প্রচুর পরিমাণে ছাড় দেওয়া হয়েছে। তবে এই শেষ দিনে স্মার্ট টিভিতে বাম্পার ছাড় দেওয়া হচ্ছে। আপনি যদি Google TV কিনতে চান এবং তাও 55 ইঞ্চি, তাহলে আপনার কাছে সুখবর আছে। আপনি একটি 55 ইঞ্চির স্মার্ট টিভি একদম অর্ধেক দামে কিনতে পারবেন। এই টিভিতে ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ব্যাংক অফারও পেয়ে যাবেন। এছাড়া যদি আপনার কাছে একটি পুরনো টিভি থাকে, তবে আপনি এক্সচেঞ্জও করে নিতে পারেন। এই এক্সচেঞ্জ অফার হিসেবে আপনি 2600 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক এতে আর কী কী অফার আছে। এছাড়াও এই টিভিটির দাম কত, আর আপনি কত টাকায় এটি কিনতে পারবেন।

SENS Dwinci 55 inch Smart Google TV:

এই স্মার্ট টিভির দাম 59,999 টাকা। এটি 49 শতাংশ ছাড় সহ 29,999 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ প্রায় অর্ধেক দামে আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন একটি 55 ইঞ্চি স্মার্ট গুগল টিভি। ব্যাঙ্ক অফারের কথা বললে, আপনি যদি ICICI বা Axis Bank এর মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে 10 শতাংশ ছাড় দেওয়া হবে। পুরনো টিভির বিনিময়ে 2,600 টাকা পর্যন্ত ছাড় পাবেন। এর সঙ্গে 1 বছরের ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে। এছাড়াও, প্যানেলে এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন। তাও আবার এত কম দামে।

কেন কিনবেন এই স্মার্ট টিভি?

এটিতে একটি 55 ইঞ্চি আল্ট্রা এইচডি (4K) 3840 x 2160 ডিসপ্লে রয়েছে। এই টিভিতে নেটফ্লিক্স, প্রাইম ভিডিয়ো, ডিজনি + হটস্টার এবং ইউটিউব সাপোর্ট করে। এটি গুগল টিভিতে কাজ করে। এর সাউন্ড আউটপুট 20 ওয়াট। এর রিফ্রেশ রেট 60 Hz। এই টিভিতে ডলবি অ্যাটমোস ব্যবহার করা হয়েছে। এতে Netflix, প্রাইম ভিডিয়ো এবং YouTube কী দেওয়া হয়েছে।

Next Article