Formovie Laser TV C3: দেওয়ালজুড়ে সিনেমার প্রদর্শন, অসাধারণ লেজ়ার টিভি হাজির হল ভারতে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 28, 2023 | 7:10 PM

Formovie Laser TV C3 ভারতে লঞ্চ করা হয়েছে 2,40,000 টাকায়। এর সঙ্গে আপনি যদি একটি 100 ইঞ্চির Fresnel Screen কম্বো প্যাক হিসেবে কেনেন, তাহলে একত্রে তার দাম হবে 3,90,000 টাকা। এই টিভি আপনি ক্রয় করতে পারবেন Formovie India-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

Formovie Laser TV C3: দেওয়ালজুড়ে সিনেমার প্রদর্শন, অসাধারণ লেজ়ার টিভি হাজির হল ভারতে
এসে গেল চমৎকার এক লেজ়ার টিভি।

Follow Us

এবার ভারতে একটি দুর্দান্ত লেজ়ার টিভি লঞ্চ হয়ে গেল। Xiaomi-র ইকো-চেইন পার্টনার Fengmi সেই লেজ়ার টিভি লঞ্চ করেছে, যার নাম Formovie Laser TV C3। ভারতে এই প্রোজেক্টরটি ডিস্ট্রিবিউট করবে Aytexcel প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থা। কত দাম এই লেজ়ার টিভির, কী-কী ফিচার্স রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

Formovie Laser TV C3: ফিচার ও স্পেসিফিকেশন

একাধিক গুরুত্বপূর্ণ ফিচার দেওয়া হয়েছে এই টিভিতে। দুর্ধর্ষ কালার ব্যালান্স করতে সক্ষম এই লেজ়ার টিভি, তার জন্য এতে রয়েছে অ্যাডভান্সড লেজ়ার ফসফর ডিসপ্লে বা ALPD প্রযুক্তি। এই ডিসপ্লেটি 400 নিট ব্রাইটনেস, 4K রেজ়োলিউশন দিতে পারে। টিভির অ্যাডজাস্টেবল ইমেজ সাইজ় 80 থেকে 120 ইঞ্চি। আর এই ইমেজ সাইজিংয়ের জন্যই টিভিটি সাধারণের থেকেও অনেক ভাল ভিজ়ুয়াল এক্সপিরিয়েন্স দিতে পারে।

এই লেজ়ার টিভির অডিও কোয়ালিটিও দুর্ধর্ষ। রয়েছে ডলবি অডিও, DTS-HD এবং দুটি 15 ওয়াটের লার্জ ক্যাভিটি স্পিকার্স, যা দর্শকদের অসামান্য পিকচার কোয়ালিটির পাশাপাশি সব শব্দ ভাল ভাবে শুনতে দেবে। প্রজেক্টরটি 4K HDR10+ সাপোর্ট করে। এছাড়াও এটি হাই 3000:1 কন্ট্রাস্ট রেশিও এবং 1.07 বিলিয়ন কালার প্রোডিউস করারও ক্ষমতা রাখে এই লেজ়ার টিভি। MEMC গ্লোবাল মোশন টেকনিক থাকার ফলে এই টিভি নিখুঁত পিকচার কোয়ালিটি দিতে সক্ষম।

সফটওয়্যার হিসেবে এই টিভিতে রয়েছে FengOS অপারেটিং সিস্টেম। এছাড়াও এই টিভি Amazon 4K ফায়ার স্টিক ম্যাক্স ফিচার করছে, যা ইন্টেলিজেন্ট সার্ভিসেস থেকে ফাংশন সর্বক্ষেত্রে সিমলেস নেভিগেশন দিতে পারে। সেই সঙ্গেই আবার রয়েছে ওটিটি ভিডিয়ো থেকে গেম এন্টারটেইনমেন্ট।

ডিজ়াইনের দিক থেকে এই লেজ়ার টিভি আলট্রা-থিন, বর্ডারলেস ফুল স্ক্রিন ডিজ়াইনের। এই টিভি দেখলে আপনার মনে হবে যেন, দেওয়ালেই কোনও সিনেমা বা সিরিজ় দেখছেন।

Formovie Laser TV C3: দাম

Formovie Laser TV C3 ভারতে লঞ্চ করা হয়েছে 2,40,000 টাকায়। এর সঙ্গে আপনি যদি একটি 100 ইঞ্চির Fresnel Screen কম্বো প্যাক হিসেবে কেনেন, তাহলে একত্রে তার দাম হবে 3,90,000 টাকা। এই টিভি আপনি ক্রয় করতে পারবেন Formovie India-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

Next Article