Fujifilm ফের একটি নতুন ইনস্ট্যান্ট ক্যামেরা নিয়ে হাজির হল। সেই ক্যামেরা যোগ করা হয়েছে সংস্থার জনপ্রিয় Instax লাইনআপে। নতুন ক্যামেরাটির নাম Mini 12। ইনস্ট্যাক্স সিরিজ়ে এটি একটি পকেট-বান্ধব মডেল। অনস্পট ক্যামেরার ব্যবহারকারীরা ছবিগুলি প্রিন্ট করিয়ে নিতে পারবেন। Instax Mini 11-এর পরবর্তী প্রজন্মের এই মডেলটি ডিজ়াইন করা হয়েছে মূলত তাঁদের জন্য, যাঁরা ক্লোজ়-আপ শটস এবং সেলফি নিতে পছন্দ করেন। ক্যামেরার ডিজ়াইনটা যেন অনেকটা বেলুনের মতো। বেগুনি, নীল, গোলাপি, মিন্ট এবং সাদা, এই পাঁচটি রঙে পাওয়া যাবে ক্যামেরাটি।
Instax Mini 12 ক্যামেরায় রয়েছে ‘অটোমেটিক এক্সপোজ়ার’ ফাংশন, যা স্বয়ংক্রিয় ভাবে আলোর পরিমাণ ডিটেক্ট করতে পারে যখন শাটার প্রেস করা হয়। পাশাপাশি এই প্রযুক্তি শাটার স্পিড এবং ফ্ল্যাশ লেভেলও অপটিমাইজ় করতে পারে। বিভিন্ন পরিস্থিতিতে আপনার ছবি তোলার জন্য এই ক্যামেরা চমৎকার। বিশেষ করে যখন সাবজেক্ট ও ব্যাকগ্রাউন্ড, আউটডোর ও বিভিন্ন লো লাইট কন্ডিশনের উপর নির্ভর করে পরিবর্তিত হতে থাকে।
Instax Mini 12 ক্যামেরা রয়েছে একটি বিশেষ ‘ক্লোজড-আপ মোড’, যা অ্যাক্টিভেট করা যেতে পারে লেন্সটাকে একবার রোটেট করে। নাম শুনেই বোঝা যাচ্ছে, এই মোডটি ক্লোজ়-আপ শটস এবং সেলফি তোলার জন্য আদর্শ। পাশাপাশি এই ক্যামেরাটি হল Instax সিরিজ়ের প্রথম এন্ট্রি-লেভেল ক্যামেরা, যা ভিউফাইন্ডারের ফিল্ড অফ ভিউ অ্যাডজাস্ট করে নির্দিষ্ট প্রিন্টআউট এরিয়াটি ম্যাচ করে। আপনি যদি খুব বেশি পরিমাণে সেলফি তোলেন, তাহলে লেন্সের ঠিক পাশেই ক্যামেরার ‘সেলফি মিরর’টি ব্যবহার করতে পারেন শুটিং করার আগে ফটোর কম্পোজ়িশন চেক করার জন্য।
Fujifilm-এর তরফ থেকে বলা হয়েছে, Instax Mini 12 ক্যামেরাটি মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে যে কোনও ছবি প্রিন্ট করে দিতে পারে। হ্যাঁ, ইউজ়ারের শাটার বাটন প্রেস করার পর থেকে পাঁচ সেকেন্ডের ব্যবধানে। সংস্থাটি আরও জানাচ্ছে, বিষয়টি প্রিন্টেড ছবিতে সম্পূর্ণ ভাবে ফুটে উঠতে সময় নেয় মাত্র 90 সেকেন্ড। এই ইনস্ট্যান্ট ক্যামেরা আপনি এখন Flipkart, Amazon, Nykaa এবং Instax-এর ওয়াবসাইটগুলি থেকে কিনতে পারবেন। Fujifilm Instax Mini 12 ক্যামেরাটির দাম মাত্র 9,499 টাকা।