Google Meet Mute/Unmute: জ়ুমকে টেক্কা দিতে নিত্যনতুন ফিচারে নিজেদের প্ল্যাটফর্ম সাজিয়ে রাখার কাজটি অনেক আগেই শুরু করে দিয়েছিল গুগল তার মিটের জন্য। এবার গুগল মিটের জন্য দীর্ঘ প্রতীক্ষিত একটি ফিচার রোলআউট হল। গুগল মিট ইউজ়াররা এবার থেকে স্পেসবার হোল্ড করে নিজেদের আনমিউট করতে পারবেন এবং সেটিকে পরবর্তীতে আবার রিলিজ় করে নিজেদের মিউটও করতে পারবেন। গুগলের তরফ থেকে জানানো হয়েছে, অত্যন্ত জরুরি এই ফিচারের মাধ্যমে খুব সহজেই এবার মিট ব্যবহারকারীরা অর্থাৎ মিটে অংশগ্রহণকারীরা তড়িঘড়ি নিজেদের আনমিউট করে কথা বলতে পারবেন।
লেটেস্ট ফিচার সম্পর্কে গুগল একটি ব্লগপোস্টে লিখছে, “এই বৈশিষ্ট্য আপনাকে সেই পরিস্থিতিতেও সাহায্য করবে, যখন আপনি নিজেকে আনমিউট করার পরে মিউট করতে ভুলে যান। বাই ডিফল্ট ফিচারটি OFF-ই থাকবে, গুগল মিট সেটিংস থেকে এনাবল করে নিতে হবে।”
টেক জায়ান্টের তরফে বলা হচ্ছে, গুগল মিট হার্ডওয়্যার ডিভাইসের ক্ষেত্রে ‘Hey Google’ ভয়েস কন্ট্রোল যে ভাবে কাজ করে, সেই পদ্ধতিটি বদলে দিতে চলেছে লেটেস্ট মিউট/আনমিউট ফিচার। সংস্থা আরও যোগ করে বলছে, এই আপডেটের মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্ট তখনই সক্রিয় থাকবে যখন ডিভাইসটি মিটিংয়ে থাকবে না এবং আসন্ন মিটিংয়ের ঠিক 10 মিনিট আগে।
আরও একটি নতুন এবং খুব জরুরি ফিচার লঞ্চ করেছে গুগল। এই ফিচারটি ইউজ়ারদের হাই-পারফরম্যান্স কাস্টম ফাংশন তৈরি করতে দেবে, যা বিল্ট-ইন শিট ফর্মুলা কনস্ট্রাক্ট সাপোর্ট করে। সংস্থাটি জানিয়েছে, ব্যবহারকারীরা এখন থেকে ভিজ়িটর শেয়ারিং ব্যবহার করে গুগল ইউজ়ার নন এমন ব্যক্তিদের কন্টেন্ট আপলোড করতে বা গুগল ওয়ার্কস্পেসে প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের মালিকানাধীন শেয়ার্ড ড্রাইভের মধ্যে ফাইল তৈরি করতে পারবেন।