Google Translate- এর ক্ষেত্রে যুক্ত হয়েছে ২৪টি নতুন ভাষা। এর মধ্যে রয়েছে ৮টি ভারতীয় ভাষা। সেই তালিকায় রয়েছে কোঙ্কনি, সংস্কৃত, অহমিয়া ও আরও অনেক ভাষা। Google I/O annual developer conference- এ এই নতুন ২৪টি ভাষার সংযোজন হয়েছে Google Translate- এ। বর্তমানে Google Translate- এ মোট ১৩৩টি ভাষার সাপোর্ট রয়েছে। বিশ্বজুড়ে এই সমস্ত ভাষা ব্যবহৃত হয়। চমক রয়েছে অন্য জায়গায়। নতুন যে ২৪টি ভাষা Google Translate- এ সংযুক্ত হয়েছে তার এক তৃতীয়াংশ হয় ভারতীয় ভাষা। Google কর্তৃপক্ষ জানিয়েছেন, Google Translate- এ নতুন যে ভাষাগুলি যুক্ত হয়েছে। বিশ্বের প্রায় ৩০ কোটি লোক এই ভাষাতেই কথা বলেন। এবার দেখে নেওয়া যাক ভারতীয় ভাষা হিসেবে Google Translate- এর ক্ষেত্রে কী কী ভাষা যুক্ত হয়েছে।
? Announced at #GoogleIO: 8 new Indian languages are coming to Google Translate.
24 new languages have been added to Google Translate, including Assamese, Bhojpuri, Dogri, Konkani, Maithili, Meiteilon (Manipuri), Mizo and Sanskrit. pic.twitter.com/QMbHKwUwMp
— Google India (@GoogleIndia) May 11, 2022
এর পাশাপাশি Google Translate- এ আমেরিকার আঞ্চলিক ভাষা Quechua, Guarani and Aymara এই ভাষাগুলিও যুক্ত হয়েছে। Google জানিয়েছে, তাদের নতুন সেটে যুক্ত হওয়া ভাষাগুলি Zero Shot Machine Translation ব্যবহার করে। এখানে কোনওরকম উদাহরণ ছাড়াই Machine Learning Model- এর সাহায্যে অন্য ভাষায় ট্রান্সলেট সম্ভব।
বর্তমানে যেভাবে Google Translate- এর সাহায্যে কীভাবে ট্রান্সলেট করা সম্ভব?
যদি কোনও ইউজার Google Translate App ডাউনলোড করে থাকেন তাহলে তিনি যেকোনও টেক্সট অন্য ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। আপনার ফোন ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থাকলেও এই ট্রান্সলেশন সম্ভব।