ঠিক যেন Apple Watch! নতুন HearFit RS (SE) স্মার্টওয়াচ লঞ্চ হল মাত্র 1,999 টাকায়

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 10, 2023 | 7:54 PM

Latest Smartwatch In India: নতুন স্মার্টওয়াচের নাম HearFit RS (SE), যার দাম শুরু হচ্ছে 1,999 টাকা থেকে। তবে স্মার্টওয়াচটির দাম এমনিতে 7,999 টাকা। ইন্ট্রোডাক্টারি অফারে সেই স্মার্টওয়াচই আপনার জন্য মাত্র 1,999 টাকায় হাজির হচ্ছে।

ঠিক যেন Apple Watch! নতুন HearFit RS (SE) স্মার্টওয়াচ লঞ্চ হল মাত্র 1,999 টাকায়
এসে গেল এক দুর্ধর্ষ স্মার্টওয়াচ!

Follow Us

ওয়্যারেবল ও হিয়ারেবল ব্র্যান্ড Hearmo ভারতে একটি চমৎকার স্মার্টওয়াচ লঞ্চ করেছে। সেই নতুন স্মার্টওয়াচের নাম HearFit RS (SE), যার দাম শুরু হচ্ছে 1,999 টাকা থেকে। তবে স্মার্টওয়াচটির দাম এমনিতে 7,999 টাকা। ইন্ট্রোডাক্টারি অফারে সেই স্মার্টওয়াচই আপনার জন্য মাত্র 1,999 টাকায় হাজির হচ্ছে। মোট দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে HearFit RS (SE) স্মার্টওয়াচ- ব্ল্যাক ও আর্মি গ্রিন। Amazon ও দেশের বিভিন্ন রিটেল দোকান থেকে স্মার্টওয়াচটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

HearFit RS (SE) স্মার্টওয়াচে স্লিক মেটালিক ডিজ়াইন দেওয়া হয়েছে। এতে রয়েছে একটি 2 ইঞ্চির UHD ডিসপ্লে, যা সর্বাধিক 700 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। ডিসপ্লেটি 420X485 পিক্সেল রেজ়োলিউশন দিতে পারে এবং 320 PPI সাপোর্ট করে। HearFit RS (SE) স্মার্টওয়াচটি ওয়্যারলেস চার্জিং, ব্লুটুথ কলিং সাপোর্ট করে। এতে প্রায় 100 স্পোর্টস মোড এবং ফিটনেস ট্র্যাকিং মোড রয়েছে। স্মার্ট হাতঘড়িটি ওয়াটারপ্রুফ এবং ডাস্ট রেজ়িস্ট্যান্সের জন্য IP68 রেটিং প্রাপ্ত।

ঘড়িটি দেখতে অনেকটাই Apple Watch এর মতো, অপ্টিমাল ভিজ়িবিলিটির জন্য মেটালিক ডিজ়াইন দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে স্মার্টওয়াচটিতে রয়েছে ওয়্যারলেস চার্জিং, ব্লুটুথ কলিং এবং 100-রও বেশি স্পোর্টস মোড ও ফিটনেস ট্র্যাকিং মোড।

নতুন স্মার্টওয়াচটি লঞ্চ করে Hearmo-র প্রতিষ্ঠাতা এবং সিইও মহেন্দ্র ডি জাঙ্গির বলছেন, “আমরা সাশ্রয়ী মূল্যে উচ্চ-মানের উদ্ভাবনী পণ্য সরবরাহে বিশ্বাস করি এবং HearFit RS (SE) সেই প্রতিশ্রুতিকে মূর্ত করে। প্রত্যেক মানুষেরই উচ্চ-মানের পরিধানযোগ্য প্রযুক্তিতে অ্যাক্সেস পাওয়ার যোগ্যতা রয়েছে, যা তাদের জীবনযাত্রার উন্নতি করে। সেই দিকটা মাথায় রেখেই আমরা এমন একটি পণ্য অফার করতে পেরে রোমাঞ্চিত, যা গ্রাহকদের জীবনে আনন্দ এবং আরাম দিতে সাহায্য করবে।”

Next Article