Earbud Cleaning Tips And Tricks: বিগত কয়েক বছরে ইয়ারবাডের চাহিদা বিপুল পরিমানে বেড়েছে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্মার্টফোন থেকে হারিয়ে যাচ্ছে হেডফোন জ্যাক। আর সেখানেই জায়গা নিচ্ছে TWS ইয়ারবাড। বর্তমানে বাজারে অনেক ধরনের টিডব্লিউএস ইয়ারবাড (Earbuds) পাওয়া যায়। এমনকি আপনি 1,000 টাকার কমেও অনেক ইয়ারবাড পেয়ে যাবেন। কিন্তু কেনার কয়েকদিনের মধ্য়েই খারাপ হয়ে যায়। আর তারপরে আবার নতুন একটি কেনার চিন্তায় মাথায় হাত পড়ে। এমনটা হয় তার কারণ আপনি আপনার অজান্তেই এমন কিছু ভুল করে ফেলেন, যার ফলে কয়েকদিনের মধ্য়েই খারাপ হয়ে যায়, ঠিকমতো শোনা যায় না। এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। এখানে আপনাকে এমন কিছু টিপস (Tips) জানানো হবে, যার মাধ্যমে আপনি সহজেই ঘরে বসে আপনার ইয়ারবাড পরিষ্কার করতে পারবেন।
তার জন্য আপনার যে যে জিনিসের প্রয়োজন হবে তা হল-
এবার জেনে নিন পরিষ্কার করার পদ্ধতি:
ইয়ারবাডের বাইরের অংশ আলতো করে পরিষ্কার করুন
একটি মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করে TWS ইয়ারবাড পরিষ্কার করুন। কোনও রকম জোর দেবেন না। আলতো হাতে করার চেষ্টা করুন। আর তার সঙ্গে একেবারে চার্জিং কেসটিও পরিষ্কার করুন।
কটোন বাড এবং brushes ব্যবহার করুন:
তুলোর উপর কিছু ঘষা অ্যালকোহল স্প্রে করুন এবং ভিতরের দিক পরিষ্কার করতে এটি ব্যবহার করুন। এটি আলতোভাবে ব্যবহার করুন এবং পরিষ্কার করার জন্য সামান্য চাপ প্রয়োগ করুন। এছাড়াও, কানের গর্ত খুলতে ব্রাশ ব্যবহার করুন এবং কানের মোম এবং ময়লা বের করতে ইয়ারপিস ব্যবহার করুন।
ইয়ারটিপগুলি পরিষ্কার করুন:
ইয়ারটিপগুলি ইয়ারবাডের সবচেয়ে নরম অংশ। এগুলিকে আগে খুলে রাখুন। তারপরে একটি নরম কাপড় দিয়ে ভিতরটা ভাল করে পরিষ্কার করুন। আপনি চাইলে কাপড়ে অ্যালকোহল স্প্রে করেও পরিস্কার করে নিতে পারেন। ইয়ারবাড এবং চার্জিং কেস উভয়ের ক্ষেত্রে অ্যালকোহল স্প্রে ব্য়বহার করতে পারেন। কিন্তু চার্জিং পোর্ট পরিষ্কার করার সময় শুকনো কাপড় ব্যবহার করবেন।
ইয়ারবাড পরিষ্কার করার সময় এই বিষয়গুলি মাথায় রাখুন:
সরাসরি ইয়ারবাডে অ্যালকোহল স্প্রে করবেন না। কারণ তা ইয়ারবাডে ঢুকে গিয়ে সেটি খারাপ করে দিতে পারে। সাবান জাতীয় যে কোনও জিনিস ব্যবহার এড়িয়ে চলুন। আর পরিষ্কার করার সময় ভুলেও কোনও রকম চাপ প্রয়োগ করবেন না। ইয়ারপিস গ্রিল বা চার্জিং পোর্ট পরিষ্কার করতে টুথপিক বা ধারালো বস্তু ব্যবহার করবেন না।