Laptop Charging Problem: লেখাপড়ার ক্ষেত্রে হক বা অফিসের কাজের ক্ষেত্রে বর্তমানে অধিকাংশ মানুষই ল্যাপটপ ব্যবহার করেন। আপনার ল্যাপটপ পুরনো হলে তাতে অনেক ধরনের সমস্যা দেখা যায়। কিন্তু এমনও অনেক সময় হয়, যে নতুন অবস্থাতেই কোনও না কোনও সমস্যা দেখা যায়। আর মধ্য়ে একটি বড় সমস্যা হল ল্যাপটপে ঠিকমতো চার্জ না হওয়া। কখনও কখনও তো আবার একেবারেই চার্জ হতে চায় না। চার্জে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য চলে যাওয়ার পরে এসে দেখেন একেবারেই চার্জ হয়নি। কিন্তু এর কারণ কী? এর পিছনে কয়েকটি কারণ থাকতে পারে। তবে সঠিক কারণটি খুঁজে বের করা গুরুত্বপূর্ণ, যাতে আপনি সহজেই সেই সমস্যার সমাধান খুঁজে বের করতে পারেন।
সমস্যা সাধারণ হতে পারে:
চার্জ না হওয়ার পিছনে সবচেয়ে সাধারণ ভুল হল আপনি পাওয়ার অ্যাডাপ্টারে প্লাগ ইন করেছেন এবং সুইচ চালু করতে ভুলে গিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে এই ভুলটা অনেকেই করে থাকেন। এছাড়াও আপনি ল্যাপটপের চার্জিং পোর্টে চার্জিং পিনটি প্লাগ করেছেন কি না তা দেখে নিন।
চার্জার চেক করুন:
এমনও হতে পারে যে, আপনার চার্জারটি ঠিক মতো কাজ করছে না। তাই ল্যাপটপ এবং পাওয়ার আউটলেটে চার্জারটি সঠিকভাবে প্লাগ করা আছে কি না তা নিশ্চিত করুন। যদি সব ঠিক থাকে, তাহলে বুঝবেন আপনার চার্জারটি ঠিকভাবে কানেকশন পাচ্ছে না।
চার্জিং পোর্ট পরীক্ষা করুন:
চার্জিং পোর্টও ল্যাপটপের চার্জ না হওয়ার কারণ হতে পারে। তাই আপনার চার্জিং পোর্টে কোনও ময়লা আছে কি না দেখে নিন। যদি তা হয়, একটি নরম-ব্রিস্টেড ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। এছাড়াও আপনার পোর্ট খারাপ হয়েছে কি না তাও চেক করুন।
ব্যাটারি নষ্ট হতে পারে:
ল্যাপটপের ব্যাটারি সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় হতে থাকে। তাই আপনার ল্যাপটপ যদি কয়েক বছর পুরনো হয়, সম্ভাবনা রয়েছে যে ব্যাটারিটি আর চার্জ নিতে পারছে না। সেক্ষেত্রে আপনাকে ব্যাটারি পালটাতে হতে পারে।