India Smartwatch Market: চিনকে বিরাট ধাক্কা দিয়ে সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টওয়াচ বাজার ভারত

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 29, 2022 | 12:12 AM

চিনকে পিছনে ফেলে দ্বিতীয় বৃহত্তম বাজারে পরিণত হয়েছে ভারতের স্মার্টওয়াচ মার্কেট, সাম্প্রতিক তম একটি গবেষণা থেকে এমনই তথ্য জানা গিয়েছে। আর এই কৃতিত্ব অর্জনের জন্য ভারতের স্মার্টওয়াচ বাজার বছরে 300 শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে (YoY)।

India Smartwatch Market: চিনকে বিরাট ধাক্কা দিয়ে সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টওয়াচ বাজার ভারত
বিশ্বের স্মার্টওয়াচ বাজারে চিনকে টপকে দ্বিতীয় স্থানে ভারত। প্রতীকী ছবি।

Follow Us

Second Largest Smartwatch Market India: উত্তরোত্তর শ্রীবৃদ্ধির দিকে এগিয়ে চলেছে দেশের স্মার্টওয়াচ মার্কেট। চিনকে পিছনে ফেলে দ্বিতীয় বৃহত্তম বাজারে পরিণত হয়েছে ভারতের স্মার্টওয়াচ মার্কেট, সাম্প্রতিক তম একটি গবেষণা থেকে এমনই তথ্য জানা গিয়েছে। আর এই কৃতিত্ব অর্জনের জন্য ভারতের স্মার্টওয়াচ বাজার বছরে 300 শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে (YoY)।

কাউন্টারপয়েন্ট রিসার্চের তরফে সম্প্রতি প্রকাশিত গ্লোবাল স্মার্টওয়াচ মডেল ট্র্যাকার অনুসারে, সারা বিশ্বের স্মার্টওয়াচ বাজারে শিপমেন্ট 2020 সালের তুলনায় 2022 সালে 13% বৃদ্ধি পেয়েছে। উত্তর আমেরিকা 26% শিপমেন্ট করে শীর্ষস্থানে রয়েছে। ভারত 22% শিপমেন্ট করে চিনকে ছাপিয়ে গিয়েছে। বার্ষিক বৃদ্ধি 10% হ্রাসের পর বিশ্বব্যাপী স্মার্টওয়াচ মার্কেটে চিনের অবদান 21%।

“তিন মাস আগে আমরা যে ডাউনট্রেন্ড আশা করেছিলাম তার তুলনায় দ্বিতীয় ত্রৈমাসিকে বাজার তুলনামূলক ভাবে ভালো পারফর্ম করেছে। প্রত্যাশা অনুযায়ী, চিনের অর্থনৈতিক মন্দার ফলে তার বাজারে YoY হ্রাস পেয়েছে। Huawei, imoo এবং Amazfit-এর মতো বড় চিনা ব্র্যান্ডগুলি সীমিত YoY বৃদ্ধি বা পতন দেখেছে”, কাউন্টারপয়েন্টের সহযোগী পরিচালক সুজয়ং লিম ঠিক এমনটাই জানিয়েছেন। লিম বিশ্বাস করেন যে, স্মার্টওয়াচের বাজার স্মার্টফোনের বাজারের তুলনায় ইতিবাচক বৃদ্ধির মধ্য দিয়ে যাচ্ছে। কারণ, স্মার্টফোনের বাজার একই সময়ের মধ্যে 9% YoY হ্রাস পেয়েছে।

সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে, ফায়ার-বোল্ট এবং নয়েজ়ের মতো স্থানীয় ব্র্যান্ডগুলির জোরাল বৃদ্ধির কারণে ভারত দ্বিতীয় বৃহত্তম স্মার্টওয়াচের বাজার হয়ে উঠেছে। ফায়ার-বোল্ট ত্রৈমাসিক চালানের ক্ষেত্রে ভারতীয় বাজারে নেতৃত্ব দিচ্ছে। গবেষণায় নির্দিষ্ট করে বলা হয়েছে, ফায়ার-বোল্টের স্মার্টওয়াচ শিপমেন্ট উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।

অমিত এবং গৌরব খাত্রীর ওয়্যারেবল সংস্থা নয়েজ় অনলাইন এবং অফলাইন উভয় প্ল্যাটফর্মে জনপ্রিয়তা অর্জনের সঙ্গেই ভারতীয় বাজারে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এর বাজার 298% YoY বৃদ্ধি পেয়েছে এবং তার মধ্যে দিয়েই ফায়ার-বোল্টের ঠিক পরের স্থানে রয়েছে।

ভারতের স্মার্টওয়াচের বাজারের অভূতপূর্ব বৃদ্ধির ব্যাখ্যা করে সুজয়ং লিম যোগ করলেন, “ত্রৈমাসিক সময়ে ভারতীয় বাজারে 30% মডেল 50 ডলারেরও কম দামে বিক্রি হয়েছে এবং প্রধান স্থানীয় ব্র্যান্ডগুলি সাশ্রয়ী মডেল চালু করেছে, যাতে গ্রাহকরা সহজেই এই সেগমেন্টে প্রবেশ করতে পারেন।”

বিশ্ব দরবারে অ্যাপলও এই ত্রৈমাসিকে তার আধিপত্য বজায় রেখে 8% YoY শিপমেন্ট বৃদ্ধি করেছে।

Galaxy Watch 4 সিরিজের জনপ্রিয়তার উপর নির্ভর করে, বিশেষ করে উত্তর আমেরিকা এবং ভারতীয় বাজারে, Samsung 40% YoY বৃদ্ধির সাথে তার দ্বিতীয় স্থান বজায় রেখেছে।

শীর্ষ দশের তালিকায় থাকা অন্যান্য ব্র্যান্ডগুলি হল: Huawei, Xiaomi, Garmin, Amazfit এবং ভারতীয় ব্র্যান্ডগুলির শেষ দুটি স্থান। Fitbit smartwatch, যেটি Q2 2021-এ শীর্ষ 10 শিপমেন্ট শেয়ারে ছিল, এবার তালিকায় জায়গা করে নিতে পারেনি।

Next Article