Infinix 43Y1 লঞ্চ হল ভারতে, মাত্র 13,999 টাকায় 43 ইঞ্চির স্মার্টটিভি

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 15, 2022 | 6:40 PM

Infinix 43Y1 Smart TV ভারতে লঞ্চ করা হয়েছে মাত্র 13,999 টাকায়। ইতিমধ্যেই ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে কেনাকাটির জন্য উপলব্ধ হয়েছে এই স্মার্টটিভি।

Infinix 43Y1 লঞ্চ হল ভারতে, মাত্র 13,999 টাকায় 43 ইঞ্চির স্মার্টটিভি
নতুন স্মার্টটিভি নিয়ে এল ইনফিনিক্স।

Follow Us

Infinix ভারতে একটি নতুন স্মার্টটিভি নিয়ে এসেছে, যার নাম Infinix 43Y1 Smart TV। 43 ইঞ্চির এই টিভিতে রয়েছে ফুল HD স্ক্রিন। টিভির ডিসপ্লের ব্রাইটনেস 300 নিটস এবং বর্ধিত ডাইনামিক রেঞ্জে জন্য স্মার্টটিভিতে রয়েছে HLG সাপোর্ট। তার থেকেও বড় কথা হল এই টিভিতে বিশেষ আই কেয়ার অপশন রয়েছে, যা ব্লু লাইটের ইন্টেনসিটি কমায় এবং স্বয়ংক্রিয় ভাবে পরিবেশ অনুয়ায়ী টিভির ব্রাইটনেস অ্যাডজাস্ট করে।

লিনাক্স দ্বারা চালিত এই স্মার্টটিবিতে সনিলাইন, নেটফ্লিক্স, জ়িফাইভ, ইরসনাও-সহ আরও একাধিক প্রি-লোডেড অ্যাপ রয়েছে। স্ক্রিন মনিটরিং ফাংশনালিটিও সাপোর্ট করে এই স্মার্ট টেলিভিশন। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনও তার ছাড়াই নিজেদের অ্যান্ড্রয়েড ফোনটিকে স্মার্টটিভির সঙ্গে কানেক্ট করতে পারবেন। এছাড়াও এই টিভিতে রয়েছে কোয়াড-কোর প্রসেসর এবং 4GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ।

Infinix 43Y1 স্মার্টটিভিতে 20W স্পিকার্স দেওয়া হয়েছে, যা ডলবি স্টিরিও সাউন্ড সাপোর্ট করে। কানেক্টিভিটির দিক থেকে এই টিভিতে রয়েছে দুটি HDMI পোর্ট, দুটি USB পোর্ট, একটি RF ইনপুট, একটি AV ইনপুট, একটি 3.5mm অডিও জ্যাক, একটি COAX আউট, ইথারনেট পোর্ট এবং Wi-Fi দেওয়া হয়েছে।

Infinix 43Y1 Smart TV ভারতে লঞ্চ করা হয়েছে মাত্র 13,999 টাকায়। ইতিমধ্যেই ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে কেনাকাটির জন্য উপলব্ধ হয়েছে এই স্মার্টটিভি।

Next Article