Insta360 নিয়ে এল বিশ্বের সবথেকে ছোট অ্যাকশন ক্যামেরা, দাম ও ফিচার্স দেখে নিন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 28, 2023 | 11:49 PM

Insta360 Go 3 অ্যাকশন ক্যামেরার বেস মডেলটি স্ট্যান্ডআলোন, 32 GB স্টোরেজ ভার্সনের দাম 449.99 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 36,907 টাকা প্রায়। অ্যাকশন কিট, ট্রাভেল কিট, ওয়াটার স্পোর্টস কিট এবং বাইক কিট ফরম্যাটে আপনি বেস মডেলটি ক্রয় করতে পারবেন।

Insta360 নিয়ে এল বিশ্বের সবথেকে ছোট অ্যাকশন ক্যামেরা, দাম ও ফিচার্স দেখে নিন
দুর্দান্ত ফিচারের দুরন্ত অ্যাকশন ক্যামেরা।

Follow Us

Insta360 তাদের নতুন কমপ্যাক্ট অ্যাকশন ক্যামেরা লঞ্চ করল, যার নাম Insta360 Go 3। কোম্পানির তরফ থেকে দাবি করা হচ্ছে, এটি বিশ্বের সবথেকে ছোট অ্যাকশন ক্যামেরা। হাল্কা এই ক্যামেরার ওজন মাত্র 35 গ্রাম। লেটেস্ট অ্যাকশন ক্যামেরাটি 2.7K পর্যন্ত রেজ়োলিউশনের ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম। এক চার্জে 45 মিনিট পর্যন্ত ব্যাকআপ দিতে পারে অ্যাকশন ক্যামেরাটি। এখন কোনও অ্যাকশন পডের সঙ্গে যদি এটিকে পেয়ার করেন, তাহলে চার্জিংয়ের প্রতি মুহূর্ত পরে 170 মিনিটের রেকর্ডিং করতে পারে।

Insta360-র এই Go 3 অ্যাকশন ক্যামেরাটিতে একাধিক আকর্ষণীয় ফিচার্স রয়েছে। গিমবলের মতো স্টেবিলাইজ়েশন এবং 360 ডিগ্রি হরাইজ়ন লেভেলিংয়ের মতো বৈশিষ্ট্য রয়েছে এতে। রিমোট কন্ট্রোলের সাপোর্ট রয়েছে ডিভাইসটিতে। তাছাড়া একটি ডিট্যাচেবল মাল্টি-ফাংশন অ্যাকশন পডের সাহায্যে লাইভ প্রিভিউও করা যাবে। সর্বোপরি অ্যাকশন ক্যামেরাটি ওয়াটারপ্রুফ, যা IPX8 রেটিং পেয়েছে। রিপ্লেসেবল লেন্স গার্ডও দেওয়া হয়েছে এতে। অন্য দিকে ওয়াটার রেজ়িস্ট্যান্সের জন্য অ্যাকশন পডটি IPX4 পেয়েছে।

অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস থেকে Insta360 অ্যাপের মাধ্যমে ইউজাররা খুব দ্রুত অ্যাকশন ক্যামেরাটিতে তোলা বিভিন্ন ফুটেজ এডিট করে নিতে পারবেন। এতে রয়েছে দুরন্ত এডিটিং টুল। ম্যাগনেটিক পেনড্যান্ট, একটি পিভট স্ট্যান্ড এবং ইজ়ি ক্লিপের মতো একাধিক অ্যাক্সেসারিও রয়েছে, যা ক্যামেরাটিকে একটি ক্যাপে অ্যাটাচ করতে সাহায্য করে।

Insta360 Go 3 অ্যাকশন ক্যামেরার বেস মডেলটি স্ট্যান্ডআলোন, 32 GB স্টোরেজ ভার্সনের দাম 449.99 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 36,907 টাকা প্রায়। অ্যাকশন কিট, ট্রাভেল কিট, ওয়াটার স্পোর্টস কিট এবং বাইক কিট ফরম্যাটে আপনি বেস মডেলটি ক্রয় করতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটে 32, 64, এবং 128 GB এই তিনটি স্টোরেজ স্পেসেই ক্যামেরাটির বিক্রি শুরু হয়েছে। তবে ভারতে এই অ্যাকশন ক্যামেরাটি কবে নাগাদ আসবে, সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও।

Next Article