Smart Charging Case: TWS ইয়ারবাড অর্থাৎ ট্রু ওয়্যারলেস ইয়ারবাড আজকাল খুব জনপ্রিয়তা লাভ করেছে। এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডগুলির সঙ্গে একটি করে কেস দিয়ে থাকে প্রস্তুতকারক সংস্থাগুলি। আর সেই কেসটির ভিতরে ইয়ারবাড দুটিকে বসিয়ে চার্জ করতে হয়। JBL এবার এই ধারণাকে ভেঙে চুরমার করে দিল। JBL Tour Pro 2 নামক একটি TWS ইয়ারবাড নিয়ে এল সংস্থাটি, যার সঙ্গে এমনই কেস দেওয়া হচ্ছে, যেটিকে পোশাকি ভাষায় JBL বলছে বিশ্বের প্রথম স্মার্ট চার্জিং কেস।
JBL Tour Pro 2: স্পেসিফিকেশন, ফিচার
JBL Tour Pro 2 চার্জিং কেসে রয়েছে একটি বিল্ট-ইন ডিসপ্লে, যা JBL হেডফোন অ্যাপের তুলনায় ইয়ারবাড সেটিং নেভিগেট করা সহজ করে তোলে। কেসটিতে একটি 1.45-ইঞ্চি এলইডি টাচস্ক্রিন রয়েছে, যার সাহায্যে ইয়ারবাডের বিভিন্ন অপশন কাস্টমাইজ করা, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) সক্রিয় ও নিষ্ক্রিয় করা, কল এবং মেসেজ নোটিফিকেশনগুলি পরীক্ষা করা এবং এমনকি প্লেব্যাক নিয়ন্ত্রণ করার মতো বেশ কয়েকটি ফাংশন ব্যবহার করা যেতে পারে।
স্পেসিফিকেশনের দিক থেকে JBL Tour Pro 2-এ 10mm ড্রাইভার রয়েছে, যা Tour Pro Plus-এর 6.8mm ড্রাইভারের তুলনায় একটি অত্যন্ত উল্লেখযোগ্য আপগ্রেড। ওয়্যারলেস ইয়ারবাডগুলি ব্লুটুথ 5.3 সংযোগ এবং স্পেশিয়াল অডিও সাপোর্ট করে। ছয়টি নয়েজ়-ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একটি ইয়ার ক্যানাল টেস্ট সহযোগে নিয়ে আসা হয়েছে এই ইয়ারবাড যা অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন কার্যকারিতা অপ্টিমাইজ় করতে পারে।
Tour Pro 2 ইয়ারবাডটি 10 ঘণ্টা পর্যন্ত মিউজ়িক প্লেব্যাক সাপোর্ট করে। কেসের ভিতরে রাখলে 30 ঘণ্টা আরও ব্যাকআপ পাওয়া যেতে পারে। সব মিলিয়ে এই ইয়ারবাডের ব্যাটারি ব্যাকআপ 40 ঘণ্টা।
JBL Tour Pro 2: দাম ও প্রাপ্যতা
আপাতত ইউরোপের মার্কেটে নিয়ে আসা হয়েছে JBL Tour Pro 2 TWS ইয়ারবাড। সে দেশে এই স্মার্ট চার্জিং কেস-সহ ইয়ারবাডের দাম 249 ইউরো, ভারতীয় মুদ্রায় যা প্রায় 19,800 টাকা। এই ইয়ারবাডটি ভারতে আসবে কি না, বা এলেও কবে নাগাদ সে বিষয়ে কোনও নিশ্চিত বার্তা এখনও পর্যন্ত মেলেনি।
Tour Pro 2 ওয়্যারলেস ইয়ারবাড ছাড়াও কোম্পানি Tour One M2 হেডফোনও লঞ্চ করেছে, যা ইউরোপীয় বাজারে পাওয়া যাবে এবং এর দাম 299 ইউরো (প্রায় 23,800 টাকা)।