Reliance Jio তার বার্ষিক সাধারণ সম্মেলনে একাধিক বড় ঘোষণা করল। এদিন মুম্বইয়ের টেলিকম জায়ান্টটি নতুন Jio AirFiber সম্পর্কে একাধিক তথ্য জানাল। এই মুহূর্তে রিলায়েন্স জিও প্রাত্যহিক ভিত্তিতে 1,50,000 কানেকশন অফার করতে পারে বলে জানিয়েছে। সংস্থাটি আরও দাবি করেছে, এই বিপুল পরিমাণ কানেকশনের দৌলতেই আগামী দিনে তাদের ব্যবহারকারীর সংখ্যা 200 মিলিয়ন ছাপিয়ে যাবে। Jio এদিন এ-ও জানিয়েছে, 19 সেপ্টেম্বর লঞ্চ করা হবে Jio AirFiber। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই তাদের এয়ারফাইবার কাস্টমারের সংখ্যা 10 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে এবং অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের বিস্তার 1.5 মিলিয়ন কিলোমিটার পর্যন্ত।
Jio AirFiber সম্পর্কে জরুরি কিছু তথ্য
কাস্টমারদের গোটা বাড়ি 5G নেটওয়ার্ক কভারেজের মধ্যে রাখতে তাঁদের একটা Jio AirFiber রাউটার বক্স কিনতে হবে এবং সেটিকে পাওয়ার পয়েন্টে কানেক্ট করতে হবে। নিকটবর্তী টাওয়ার থেকে ডিভাইসটি 5G সিগন্যাল নিয়ে বাড়িতে সুপার-ফাস্ট ওয়াই-ফাই ইন্টারনেট অফার করবে। একটা Jio AirFiber রাউটার 1.09Gbps স্পিডে ইন্টারনেট অফার করবে। এর সাহায্যে স্মার্টটিভিতে যে কোনও ভিডিয়োর ক্ষেত্রে বাফার খুবই কম হবে এবং লো ল্যাটেন্সিতে একাধিক ডিভাইস কানেক্ট করা যাবে। প্রাথমিক ভাবে মুম্বই, কলকাতা, চেন্নাই এবং দিল্লিতে লঞ্চ করা হবে জিও এয়ারফাইবার।
Jio Smart Home
এদিকে জিওফাইবার এবং জিও এয়ারফাইবারের পাশাপাশি Jio Smart Home ডিভাইসও লঞ্চ করেছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থাটি। আর একটি Jio Set-Topও নিয়ে আসা হয়েছে, যাকে বিনোদনের দুনিয়ার গেটওয়ে বলছে জিও। এর মাধ্যমে আপনি টিভি চ্যানেল থেকে শুরু করে, স্ট্রিমিং কনটেন্ট, লার্জ স্ক্রিন গেমস থেকে ডিজিটাল অ্যাপস ইত্যাদির সবকিছুই অ্যাক্সেস করতে পারবেন। আর এই জিও সেট-টপ বক্সের জন্য একটি জিও স্মার্ট হোম অ্যাপ লঞ্চ করা হয়েছে, যা ই-রিমোট হিসেবে কাজে লাগবে। এই অ্যাপ আপনার ফোনে ডাউনলোড করে নিলে স্মার্টফোনটিকে গেমপ্যাড হিসেবে কাজে লাগাতে পারবেন। প্রসঙ্গত, Jio Set-Top Box একাধিক স্ট্রিমিং অ্যাপস সাপোর্ট করবে, যার মধ্যে JioCinema এবং JioTV+ রয়েছে।
এদিন বার্ষিক সাধারণ সম্মেলনে রিলায়েন্স জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি বললেন, “ভারতে 80% এর বেশি ডেটা খরচ হয় বাড়ির ভিতরে। আমি Jio স্মার্ট হোম পরিষেবাগুলি চালু করতে পেরে রোমাঞ্চিত। আমরা কীভাবে আমাদের বাড়ি পরিচালনা করি এবং ডিজিটালি কীভাবে তার অভিজ্ঞতা সঞ্চয় করি, তা বোঝাবে পরিষেবাটি।” আকাশ আরও যোগ করে বললেন, “বিনোদন বিশ্বব্যাপী দ্রুত পরিবর্তিত হচ্ছে, লিনিয়ার থেকে ইন্টারঅ্যাক্টিভে স্থানান্তরিত হচ্ছে। আর ভারতের এই প্রবণতাকে ত্বরান্বিত করছে Jio। একাধিক শীর্ষস্থানীয় গ্লোবাল স্ট্রিমিং অ্যাপের পাশাপাশি আমাদের সেট-টপ বক্স JioCinema এবং JioTV+ সাপোর্ট করে।”
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে বিশেষ গুরুত্ব
তাঁর সংস্থা যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেই পাখির চোখ করে এগোচ্ছে, সে কথা আজ হাবেভাবেই পরিষ্কার করে দিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। বললেন, “উদ্ভাবন, বৃদ্ধি এবং জাতীয় সমৃদ্ধির জন্য ভারতকে AI ব্যবহার করতে হবে। RIL গ্রুপের মধ্যে আমরা AI-তে সাম্প্রতিক উদ্ভাবনগুলি, বিশেষ করে জেনারেটিভ AI-এর ক্ষমতাগুলিকে কাজে লাগানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”