ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস 2023-এ প্রচুর নতুন নতুন প্রোডাক্ট সামনে আনা হয়েছে। তার মধ্যেই একটি হল Jio Glass। বহুদিন ধরেই এই নতুন Jio Glass নিয়ে মানুষের মধ্যে জল্পনা কল্পনা তুঙ্গে ছিল। এবার অবশেষে তা সামনে আনা হল। এটি পরলে আপনি 100-ইঞ্চি স্মার্ট টিভির মতো একটি ডিসপ্লে পাবেন। এটি একটি স্মার্ট গ্লাস, যা আপনি আপনার স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করে নিতে পারবেন। এর পরে আপনি স্মার্টফোনটিকে 100 ইঞ্চি ভার্চুয়াল স্ক্রিনে পরিণত করে ফেলতে পারবেন। Tesseract কোম্পানির সহযোগিতায় jio Glass তৈরি করা হয়েছে।
এই গ্লাসে বিশেষ কী থাকবে?
এটি একটি ডিপটেক স্টার্টআপ, যা 2019 সালে Jio কিনে নিয়েছিল। এই কোম্পানিটি অগমেন্টেড রিয়েলিটি অর্থাৎ AR ভিত্তিক চশমা তৈরি করে। এটি ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ ভিআর প্রযুক্তিতেও কাজ করে। এটি ক্যামেরা, হেডফোন, স্মার্ট গ্লাস সহ অনেক পণ্য তৈরি করে। jio Glass একটি ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। এছাড়াও এটি একটি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। জিওগ্লাসের ওজন প্রায় 69 গ্রাম, যার কারণে এটি পরতে কোনও সমস্যা নেই। এটিতে একটি ধূসর ফ্রেম রয়েছে। এছাড়াও, এতে দু’টি লেন্স দেওয়া হয়েছে।
আরও অনেক ফিচার রয়েছে এতে-
আপনি জিওগ্লাসের লেন্সে দুই ধরনের মোড পাবেন। একটি AR (অগমেন্টেড রিয়েলিটি) আর অন্যটি VR (ভার্চুয়াল রিয়েলিটি)। আপনি আপনার ইচ্ছে মতো এই দু’টি মোডকে পাল্টে নিতে পারেন। এছাড়াও আপনি এতে একটি ফ্ল্যাপ মোড পাবেন। যখন ফ্ল্যাপ মোড চালু থাকবে, তখন আপনি বাইরের কোনও কিছু দেখতে পাবেন না। অর্থাৎ যেটি আপনি দেখছেন, সিনেমা বা অন্য কিছু, আপনি শুধু সেটাই দেখতে পাবেন। আর যখন ফ্ল্যাপ মোড বন্ধ থাকবে, তখন আপনি সেই সিনেমাটি আর দেখতে পাবেন না। শুধুই বাইরের সব কিছু দেখতে পারবেন।
JioGlass এর একটি 1080p ডিসপ্লে রয়েছে। যা 100 ইঞ্চি ভার্চুয়াল স্ক্রিনে পরিণত হয়ে যায়। এর পাশে দুটি স্পিকার দেওয়া আছে। এতে একটি টাইপ-সি তারের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করে নিতে পারবেন। স্মার্টফোনটি ইন্টারফেস নেভিগেট করতে এবং ভার্চুয়াল কন্ট্রোলার হিসাবেও ব্যবহার করা যেতে পারে। তবে এত কিছু জানার পর নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে, যে এত বড় স্ক্রিনের চশমা বাজারে আসার পর কী হবে, বড় আকারের টিভির বিক্রি কমে যাবে? তবে এর উত্তর হল- না, কারণ এআর এবং ভিআর ভিন্ন প্রযুক্তি। আর এই চশমা একটা সময় একজনই ব্যবহার করতে পারবে। এরসঙ্গে টিভির সামনে বসে সবাই মিলে কিছু দেখার অভিজ্ঞতা এতে পাওয়া যাবে না।