ম্যাক্সিমা কোম্পানির নতুন স্মার্টওয়াচ এল ভারতে।
ভারতে নতুন Smartwatch লঞ্চ করেছে দেশীয় কোম্পানি Maxima। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Maxima Max Pro X1 এই Smartwatch। চৌকো আকৃতির ডায়াল রয়েছে এই Smartwatch-এ। কালো, গোলাপি আর সবুজ- এই তিন রঙে লঞ্চ হয়েছে Maxima Max Pro X1। ভারতে এই Smartwatch-এর দাম ১৯৯৯ টাকা। boAt এবং Noise-এর মতো দেশীয় সংস্থার সঙ্গে Maxima-র নতুন স্মার্টওয়াচ ভালভাবে পাল্লা দেবে বলেই মনে করা হচ্ছে। অত্যাধুনিক অনেক ফিচারই যুক্ত হয়েছে এই Smartwatch-এ। তবে এখনও পুরনো ধাঁচের metal buckle strap দেখা যাচ্ছে Maxima Max Pro X1 Smartwatch-এ। জানা গিয়েছে, Maxima কোম্পানির এই নতুন স্মার্টওয়াচে রয়েছে একটি Advanced Realtek chipset (RTL8762CK)। এই Smartwatch একটি 3ATM রেটিং প্রাপ্ত water resistance ডিভাইস। প্রায় ১০ দিন পর্যন্ত battery চালু থাকবে এই Smartwatch-এর। smart.maximawatches- এই ওয়েবসাইট থেকে নতুন Maxima Max Pro X1 কেনা যাবে।
Maxima Max Pro X1 Smartwatch- এর বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন
- ১.৪ ইঞ্চির একটি IPS display রয়েছে Maxima Max Pro X1 Smartwatch-এ।
- এছাড়াও রয়েছে একটি সিলিকন স্ট্র্যাপ এবং ম্যাগনেটিক চার্জার।
- স্মার্টওয়াচের পাশাপাশি এই ঘড়ি যাতে ফ্যাশনেবল হয় সেদিকেও নজর রেখেছে ম্যাক্সিমা কোম্পানি।
- মিডনাইট ব্ল্যাক, পিচ পিঙ্ক, আর্মি গ্রিন— তিনটি রঙে লঞ্চ হয়েছে Maxima Max Pro X1 Smartwatch-এ।
- স্মার্টওয়াচের ডায়ালের ডানদিকে রয়েছে একটি বাটন যার সাহায্যে ইউজার মেনু বা wake-up স্ক্রিন দেখতে পাবেন।
- Maxima Max Pro X1 Smartwatch- এর সাহায্যে ব্লাড অক্সিজেন লেভেল বা Spo2- র সঙ্গে সঙ্গে ইউজারের ঘুম এবং হার্ট রেট বা হৃদস্পন্দনের ট্র্যাক রাখাও সম্ভব। আজকাল প্রায় সব ধরনের বাজেট ফ্রেন্ডলি স্মার্টওয়াচেই এই ফিচারগুলো থাকে।
- ম্যাক্সিমার নতুন স্মার্টওয়াচে একবার চার্জ দিকে ১০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ থাকবে বলেও দাবি করেছে কোম্পানি। ৩০ দিনের স্ট্যান্ডবাই টাইম থাকবে বলেও জানা গিয়েছে।
- এই স্মার্টওয়াচে একাধিক স্পোর্টস মোড আছে, যার সাহায্যে ইউজারের প্রতিদিনের শরীরচর্চার খুঁটিনাটি হিসেব করা সম্ভব হয়।
- আন্ড্রয়েড এবং অ্যাপেল, সব ধরনের ফোনের সঙ্গেই ম্যাক্সিমার এই স্মার্টওয়াচ যুক্ত করা সম্ভব। এখানে রয়েছে ব্লুটুথ ফিচার। আর রয়েছে ১০০-র বেশি ক্লাউড বেসড ওয়াচ ফেসের সুবিধা যা স্মার্টওয়াচের ডিসপ্লেতে নিত্যনতুন ছবি রাখতে ইউজারকে সহায়তা করবে।