চিনের সংস্থা Xiaomi তাদের নতুন Smart Band লঞ্চ করতে চলেছে। এবার আসছে next-gen Mi Band 7। ২৪ মে এই Smart Band লঞ্চ হতে চলেছে। নতুন Smart Band-এর ক্ষেত্রে থাকতে চলেছে তুলনায় বড় Display। অন্যান্য ফিচারগুলো Mi Smart Band 6-এর মতোই হবে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২১ সালে Mi Smart Band 6 লঞ্চ হয়েছিল এবার তারই সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে next-gen Mi Band 7। শোনা গিয়েছে, Xiaomi-র নতুন next-gen Mi Band 7 smart band-এ একটি ১.৬২ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে চলেছে যেখানে আগের তুলনায় ২৫ শতাংশ বেশি viewing area পাওয়া যাবে Smart Band-এর Screen-এ। প্রাথমিক ভাবে চিনে লঞ্চ হবে Mi Band 7।
আগামী দিনে বিশ্বের বিভিন্ন দেশের বাজারে লঞ্চ হবে Mi Band 7। তবে আপাতত কেবল চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট উইবো-তেই এই স্মার্ট ব্যান্ডের নাম দেখা গিয়েছে। Xiaomi-র এই নতুন Smart Band-এর ডিজাইন বেশ ঝকঝকে, আধুনিক ও স্টাইলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, Mi Band 4 লঞ্চ করার পর থেকেই Xiaomi কর্তৃপক্ষ তাদের Smart Band-এর ডিসপ্লে সাইজ বাড়ানোর চেষ্টা করছিল। অবশেষে Mi Band 7-এ এসে এই প্রচেষ্টা পূরণ হচ্ছে। তবে নতুন Smart Band-এর ডিসপ্লে সাইজ ছাড়া আর কোনও তথ্যই সেভাবে প্রকাশ করেননি Xiaomi কর্তৃপক্ষ। যদিও শোনা যাচ্ছে যে, Xiaomi-র নতুন Smart Band-এর ডিসপ্লেতে আগের তুলনায় এবার ইউজাররা অনেক বেশি তথ্য দেখতে পাবেন। অর্থাৎ আরও উন্নত হয়েছে এই Mi Band 7। শুধু তাই নয়, অন্যান্য বারের মতোই ডিজাইন এবং দামের দিন থেকেও নজর কাড়বে Mi Band 7।
এবার দেখে নেওয়া যাক Mi Band 7-এ কী কী সম্ভাব্য ফিচার থাকতে পারে