5 কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করল Mivi-র Commando X9 ইয়ারবাডস, দাম মাত্র 1499 টাকা
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Apr 02, 2023 | 9:15 AM
Mivi Commando X9 Price: দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানি Mivi প্রথম গেমিং TWS Commando X9 লঞ্চ করেছে। অর্থাৎ যারা গেম খেলার সময় হেডফোন বা ইয়ারবাড ব্যবহার করেন, তাদের জন্য় এই ইয়ারবাডটি সেরা প্রমানিত হতে পারে।
1 / 8
বিগত কয়েক বছরে হেডফোন বা নেকব্যান্ডকে পিছনে ফেলে TWS ইয়ারবাডের চাহিদা প্রচুর পরিমানে বেড়েছে। যদিও তার একটি বিশেষ কারণও আছে, তা হল বাজারে অনেক কম দামে দুর্দান্ত সব ইয়ারবাড রয়েছে। তার মধ্য়ে আবার গেমারদের জন্যও আলাদা করে অনেক ইয়ারবাড বাজারে আছে। ইতিমধ্যেই সেই তালিকায় নতুন একটি গেমিং ইয়ারবাড যুক্ত হল।
2 / 8
দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানি Mivi প্রথম গেমিং TWS Commando X9 লঞ্চ করেছে। অর্থাৎ যারা গেম খেলার সময় হেডফোন বা ইয়ারবাড ব্যবহার করেন, তাদের জন্য় এই ইয়ারবাডটি সেরা প্রমানিত হতে পারে। এটি কমান্ডো সিরিজের প্রথম ডিভাইস।
3 / 8
Mivi Commando X9 সম্পর্কে কোম্পানি দাবি করেছে যে, এটি বিশ্বের প্রথম গেমিং ইয়ারবাড, যাতে ডুয়াল RGB ব্যবহার করা হয়েছে। এছাড়াও, Mivi Commando X9 সম্পূর্ণভাবে ভারতের তৈরি TWS।
4 / 8
এখন প্রশ্ন হল ইয়ারবাডটি কোথায় কিনতে পারবেন? আপনি এটি Flipkart এবং Mivi ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। এর দামও অন্য় গেমিং ইয়ারবাডের তুলনায় অনেক কম। আপনি এই ইয়ারবাডটি মাত্র 1,499 টাকায় কিনে নিতে পারবেন। Mivi Commando X9 পাঁচটি রঙয়ে পেয়ে যাবেন। তা হল- কালো, সাদা, লাল, হলুদ এবং ধূসর।
5 / 8
Mivi Commando X9-এর স্পেসিফিকেশন এবং ফিচার: এটিতে অডিয়োর জন্য 20Hz থেকে 20KHz ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়েছে। ইয়ারবাডটিতে 13 মিমি ড্রাইভার রয়েছে। কমান্ডো X9 ম্যারাথন গেমিং সেশনের জন্য তৈরি করা হয়েছে, যাতে আপনি 72 ঘন্টা পর্যন্ত গেম খেলতে পারবেন।
6 / 8
এই গেমিং ইয়ারবাডটির একটি বিশেষ ফিচার রয়েছে, তা হল এটিকে মাত্র 10 মিনিট চার্জ করলেই 15 ঘন্টা গান শুনতে পারবেন বা গেম খেলতে পারবেন। তাই গেম খেলার সময় বা কোনও ভিডিয়ো দেখার সময় ইয়ারবাডের চার্জ শেষ হয়ে যাওয়ার ঝামেলা নেই।
7 / 8
এই নতুন ইয়ারবাডটিতে 35ms লো লেটেন্সি ব্যবহার করা হয়েছে। যা গেমারদের একটি দারুন অডিয়ো শোনার অভিজ্ঞতা দেয়। অর্থাৎ অডিয়ো আউটপুটে কোনও বাধা থাকবে না। এমনকি বাইরের কোনও আওয়াজও কানে আসবে না।
8 / 8
ডিভাইসটিতে AAC এবং SBC কোডেক দেওয়া হয়েছে। যাতে এটি iOS এবং Android ব্যবহারকারী উভয়ই ব্যবহার করতে পারে। কানেকশনের জন্য এতে ব্লুটুথ 5.3 এবং 10 মিটার (30 ফুট) রেঞ্জ দেয়। এতে ENC (এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন) প্রযুক্তিও আছে। এছাড়াও Commando X9 ইয়ারবাডটি যাতে ঘাম এবং ধুলোতে নষ্ট না হয়, তার জন্য় এতে IPX 4 রেটিং রয়েছে।