MS Dhoni Drone Camera: ‘ড্রোনি’ লঞ্চ করলেন মহেন্দ্র সিং ধোনি, কৃষি-শিল্পক্ষেত্রে বিপ্লব ঘটাবে দেশি ক্যামেরা ড্রোন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 11, 2022 | 2:52 PM

Droni Drone Camera By MS Dhoni: চলতি বছরে চেন্নাইয়ের স্টার্টআপ সংস্থা গারুদা অ্যারোস্পেসে বিনিয়োগ করেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই সংস্থার প্রথম ড্রোন ভারতে লঞ্চ হল, যার নাম ড্রোনি। লঞ্চ করলেন ধোনি স্বয়ং।

MS Dhoni Drone Camera: ড্রোনি লঞ্চ করলেন মহেন্দ্র সিং ধোনি, কৃষি-শিল্পক্ষেত্রে বিপ্লব ঘটাবে দেশি ক্যামেরা ড্রোন
দেশি ড্রোন 'ড্রোনি' নিয়ে হাজির ধোনি। প্রতীকী ছবি।

Follow Us

Droni Drone Camera: অন্যরূপে অবতীর্ণ হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রবিবার লঞ্চ করলেন মেড-ইন-ইন্ডিয়া ড্রোন, যার নাম ড্রোনি। এই ড্রোন তৈরি করছে চেন্নাই ভিত্তিক স্টার্টআপ সংস্থা গারুদা অ্যারোস্পেস। চলতি বছরের জুন মাসে চেন্নাই সুপার কিংস আইকন এই গারুদা অ্যারোস্পেস নামক সংস্থায় অর্থ বিনিয়োগ করেছিলেন। চেন্নাইয়ের এই স্টার্টআপ সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হলেন মহেন্দ্র সিং ধোনি। সে সময় মাহি বলেছিলেন, “গারুদা অ্যারোস্পেসের অঙ্গ হতে পেরে আমি খুব খুশি! তারা যে অনন্য ড্রোনগুলি তৈরি করছে, তা দেশ এবং বিদেশে কেমন জনপ্রিয়তা অর্জন করে এবং সর্বোপরি সংস্থার গ্রোথ চাক্ষুষ করার জন্য আমি মুখিয়ে রয়েছি।”

এই মুহূর্তে গারুদা অ্যারোস্পেসের ঝুলিতে রয়েছে মোট 400টি ড্রোন এবং তাদের পাইলটের সংখ্যা 500। পাবলিক অ্যানাউন্সমেন্ট, ডেলিভারি সার্ভিস, সোলার প্যানেল ক্লিনিং, ইন্ডাস্ট্রিয়াল পাইপলাইন ইনস্পেকশন, এগ্রিকালচারাল পেস্টিসাইড স্প্রেয়িং, ম্যাপিং এবং সার্ভেয়িংয়ের কাজে লাগবে গেশি এই ড্রোনগুলি।

ড্রোনি নামে কনজ়িউমার ড্রোন মার্কেটে আত্মপ্রকাশ করেছে গারুদা অ্যারোস্পেসের ড্রোনগুলি। লঞ্চ অনুষ্ঠানে স্মৃতির গলিপথ হেঁটে মহেন্দ্র সিং ধোনি জানালেন, কীভাবে কোভিড অতিমারির সময় চাষবাসের প্রতি তাঁর ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। 2011 সালের ক্রিকেট বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক আরও জানালেন যে, দেশের কৃষকদের চাষবাসে প্রভূত উন্নতিসাধনের জন্য ড্রোন খুব কার্যকর ভূমিকা পালন করতে পারে।


ড্রোনি ড্রোন সম্পর্কে যে কয়েকটা তথ্য জেনে রাখা দরকার

গারুদা অ্যারোস্পেসের প্রতিষ্ঠাতা এবং সিইও অগ্নিশ্বর জয়প্রকাশ বললেন, ড্রোনি হল কোয়াডকপ্টার কনজ়িউমার ক্যামেরা ড্রোন, যা নানাবিধ নজরদারির কাজে লাগানো যেতে পারে।

টেকনোলজি ও কনস্ট্রাকশনের দিক থেকে ড্রোনি কার্যকর, মসৃণ এবং চমৎকার মানের। পণ্যটি 2022 সালের শেষ নাগাদ ক্রয় করা যাবে। ফার্মটি এখনও ড্রোনির দাম সম্পর্কে কোনও তথ্য জানায়নি।

মেক ইন ইন্ডিয়া ড্রোন সরবরাহ করার মাধ্যমে আমরা আশা করি যে, শুধুমাত্র ড্রোনের চাহিদার জন্য আত্মনির্ভর হয়ে উঠব না বরং উন্নত মানের, নিরাপদ এবং সুরক্ষিত ড্রোন এবং ড্রোন-ভিত্তিক সমাধানগুলির জন্য একটি কেন্দ্র হিসেবে বিশ্ব মানচিত্রে ভারতকে স্থাপন করব, যোগ করলেন অগ্নিশ্বর জয়প্রকাশ।


প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

জয়প্রকাশ মে মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি খোলা চিঠিতে বলেছিলেন, তাঁর প্রশাসনের প্রগতিশীল নীতি না থাকলে, ভারতীয় ড্রোন ইকোসিস্টেমের অগ্রগতি সম্ভব হত না। তিনি উল্লেখ করেছেন যে, তাঁর কোম্পানি 30টি বিভিন্ন ধরনের ড্রোন তৈরি করে এবং 45টি স্বতন্ত্র পরিষেবাও প্রদান করে। ভারতীয় ড্রোন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন উইং কমান্ডার আনন্দ কুমার দাসের মতে, প্ল্যাটফর্মটি ড্রোন সেক্টরের প্রচারে এবং বৃদ্ধিকে উৎসাহিত করতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে।

“আমি এমন একটি প্ল্যাটফর্মে পরিবেশন করতে পেরে অত্যন্ত আনন্দিত, যেখানে শিল্পের স্টেকহোল্ডাররা ড্রোন শিল্প সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জনের জন্য সংযোগ স্থাপন করেষ পাশাপাশি গারুদা অ্যারোস্পেসের সঙ্গে গ্লোবাল ড্রোন এক্সপো আয়োজন করতে পেরেও আমি খুব খুশি,” তিনি যোগ করেছেন।

কিষাণ ড্রোন

চেন্নাইয়ের ওই লঞ্চ অনুষ্ঠানে কৃষি শিল্পের উদ্দেশ্যে বিশেষত স্প্রে করার অ্যাপ্লিকেশনের জন্য একটি নতুন ‘কিসান ড্রোন’ চালু করা হয়েছিল। এই ড্রোনের ব্যাটারি শক্তি এমনই যে, এটিকে প্রতিদিন 30 একর জমিতে কৃষি কীটনাশক স্প্রে করতে দেয়।

Next Article